বছর ঘুরে আবার এলো দারাজ ৮ম অ্যানিভার্সারি ক্যাম্পেইন ২০২২ সেল। এবারের ৮ম বর্ষপূর্তি উপলক্ষে অন্যান্য বারের মতো এবারও দারাজ অনলাইন শপে সাজানো হয়েছে আকর্ষণীয় সব ডিল লোভনীয় ডিসকাউন্ট অফারের সমারোহে।
চলুন এক নজরে দেখে নেওয়া যাক অ্যানিভার্সারি ক্যাম্পেইনের দারুণ ডিলগুলো-
অ্যাড টু উইশলিস্ট
কোনো প্রোডাক্ট পছন্দ হলে সাথে সাথে না কিনেও জমা রাখা যায় দারাজের উইশলিস্টে। অ্যানিভার্সারি ক্যাম্পেইন শুরু হওয়ার পূর্বে আপনার পছন্দের পণ্যটি উইশলিস্টে যুক্ত করে পরবর্তীতে ক্যাম্পেইন চলাকালীন সময়ে কাঙ্খিত ছাড়ে সেই পণ্যটি অর্ডার করতে পারবেন।
মেগা ভাউচার
সব ক্যাম্পেইনেই দারাজের অন্যতম আকর্ষণ থাকে মেগা ভাউচার। এবারও ব্যতিক্রম না। গ্রাহকেরা দারাজ হোম পেজ অথবা অ্যানিভার্সারি ক্যাম্পেইন পেজ ভিজিট করে আকষর্ণীয় মেগা ভাউচার উপভোগ করতে পারবেন। এজন্য সতর্ক দৃষ্টি রাখতে হবে দারাজ অ্যাপে।
পেমেন্ট পার্টনারদের মাধ্যমে লেনদেনে বাড়তি ডিসকাউন্ট
পণ্য কিনে দারাজ বাংলাদেশের পেমেন্ট পার্টনারদের মাধ্যমে মূল্য পরিশোধ করলেই মিলবে বাড়তি ডিসকাউন্ট ও ক্যাশব্যাক অফার। তাই সাশ্রয়ী শপিং এর জন্য আজই দারাজের পেমেন্ট পার্টনারদের মাধ্যমে লেনদেনের প্রস্তুতি নিয়ে রাখুন।
এছাড়া দারাজ অ্যানিভার্সারি ক্যাম্পেইন চলাকালে গ্রাহকদের জন্য থাকছে নিউ ইউজার ডিসকাউন্ট, মেগা ডিল, হট ডিল, ফ্রি শিপিং ও মিস্ট্রি বক্স সহ দারুণ সব আকর্ষণীয় ডিসকাউন্ট অফার ও ভাউচার। তাই আজই দারাজ অ্যাপ ইন্সটল করে প্রস্তুতি নিয়ে রাখুন দারাজ ৮ম অ্যানিভার্সারি ক্যাম্পেইনের জন্য। অবিশ্বাস্য সব ডিল নিয়ে দারাজ অপেক্ষা করছে শুধুমাত্র আপনারই জন্য- বাংলাদেশের সেরা অনলাইন শপিং এর সেরা অভিজ্ঞতা নিয়ে। হ্যাপি শপিং!
Found this insightful? Choose your network to share:
দারাজ মাল ওয়াডার দিলে ফোন দেয় নাকেনো
তিন বার ওয়াডার দিলাম ফোনদ দেয় না। দারাজ কম্পানি কী নেই বাংলাদেশ
01902305005
https://blog.daraz.com.bd/2018/10/28/how-to-buy-from-daraz-app/