করোনাকালে স্বাস্থ্যঝুঁকি এড়াতে ভরসা অনলাইন কেনাকাটা (২০২২) 0 2746

Last updated on December 21st, 2023 at 01:14 pm

সারাবিশ্বের মতো বাংলাদেশেও করোনা অতিমারির ঢেউ আছড়ে পড়েছে। সংক্রমণের হার যেন ধরাছোঁয়ার বাইরে, হু হু করে বেড়ে চলেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। বিগত এক বছরে মানুষের জীবনযাত্রা সম্পূর্ণভাবে বদলে দিয়েছে করোনার বৈশ্বিক মহামারি। বাজারে যাওয়ার মতো সাধারণ কাজটি করতেও মানুষকে এখন ভাবতে হচ্ছে। সংক্রমণের ভয়ে মানুষ বেশিরভাগ সময় নিজেদের ঘরে অবস্থান করছে। তবে, করোনা হানা দেয়ার পর থেকে ঘরবন্দি মানুষের চলাফেরা বেড়েছে অনলাইনে। আগে যেখানে মানুষ কালেভদ্রে অনলাইনে বাজার করতো, এখন স্বাস্থ্য ঝুঁকি এড়াতে মানুষ দৈনন্দিন বাজারসদাই হতে শুরু করে সবরকম কেনাকাটার জন্য ভরসা করছে অনলাইন প্লাটফর্মগুলোর উপর। দেশের সর্ববৃহৎ অনলাইন মার্কেটপ্লেস দারাজ করোনার ঢেউ মোকাবিলায় ইতোমধ্যে প্রস্তুত হয়েছে এবং মানুষ যাতে সহজে ও নিশ্চিন্তে প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী কিনতে পারে সেই লক্ষ্যে গ্রহণ করেছে বিভিন্ন পদক্ষেপ।

তবে এখানে প্রশ্ন উঠতে পারে যে, এ সময় অনলাইন কেনাকাটা কি সম্পূর্ণ নিরাপদ? স্বস্তির বিষয় হচ্ছে, স্বাস্থ্যবিধি মেনে অনলাইন কেনাকাটা একইসাথে সহজ এবং নিরাপদ। নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে অর্ডারকৃত যেকোন পণ্য স্বাস্থ্যসম্মত উপায়ে গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে দারাজ। দারাজে পণ্য অর্ডার করলে স্বল্প সময়ের মধ্যে মাস্ক এবং গ্লাভস পরিহিত দারাজ ডেলিভারি এজেন্ট হাজির হয়ে যাবে পণ্য হাতে। প্রতিষ্ঠানের নির্দেশ অনুযায়ী গ্রাহকের বাড়ির দরজায় জীবাণুমুক্ত করা হবে ডেলিভারি প্যাকেজটি। ফলে, প্যাকেট থেকে ভাইরাস ছড়ানোর সম্ভাবনা অনেকাংশেই দূর হবে। এছাড়া, প্যাকেট ছাড়াও টাকার মাধ্যমে ঘরে ঢুকে যেতে পারে প্রাণঘাতী ভাইরাসটি। গ্রাহকদের এমন দুশ্চিন্তা দূর করতে দারাজের রয়েছে স্পর্শহীন ডেলিভারি এবং মূল্য পরিশোধের ব্যবস্থা। অর্থাৎ, গ্রাহকরা চাইলে অনলাইনে মূল্য পরিশোধ করতে পারবে।

অনলাইনে অর্ডারকৃত পণ্য যারা ডেলিভারি দিয়ে থাকেন, তারা সহজে সংক্রমিত হতে পারেন বলে প্রথমে তাদের সুরক্ষা নিশ্চিত করা সবচেয়ে বেশি প্রয়োজন। কর্মীদের নিরাপত্তার কথা ভেবে প্রয়োজনীয় সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করেছে দারাজ। প্রতিটি দারাজ ডেক্সে রয়েছে পর্যাপ্ত পরিমাণে মাস্ক, গ্লাভস এবং হ্যান্ড স্যানিটাইজার। রাইডাররা ডেলিভারি দিতে বের হলে তারা ঠিকমত মাস্ক ও গ্লাভস পড়ছে কিনা এবং স্যানিটাইজার সাথে আছে কিনা সে বিষয়ে লক্ষ্য রাখছে দারাজ। মাস্ক না পড়লে প্রবেশ করতে দেয়া হচ্ছে না দারাজের ওয়্যারহাউজ, হাব ও অফিসের ভেতর। প্রবেশের দরজায় স্থাপন করা হয়েছে ডিসইনফেকশন বুথ, আর প্রবেশের পূর্বে মাপা হচ্ছে শরীরের তাপমাত্রা।

এছাড়া, দারাজের সকল ওয়্যারহাউজ, হাব ও অফিসে কঠোরভাবে মানা হচ্ছে ছয় ফিট শারীরিক দূরত্ব। দারাজের কার্যক্রম পরিচালিত হচ্ছে বিভিন্ন শিফটে ৫০ শতাংশ জনবল নিয়ে। দুই ঘন্টা পর পর সম্পূর্ণ অফিস পরিষ্কার করা হচ্ছে যাতে করোনা ভাইরাস মেঝে ও আসবাবে থাকতে না পারে এবং সবাইকে ঘন ঘন হাত ধুতে উৎসাহিত করা হচ্ছে। হাত পরিষ্কারের সুবিদার্থে প্রতিটি ফ্লোরের প্রবেশ গেইটে রাখা হয়েছে হ্যান্ড স্যানিটাইজার ডিসপেন্সার। প্রত্যেক দলের প্রধান দলের সদস্যদের স্বাস্থ্যাবস্থা প্রতিনিয়ত পর্যবেক্ষণ করছেন এবং কারও মধ্যে কোভিডের সামান্যতম উপসর্গ দেখা দিলেও দ্রুততার সাথে পদক্ষেপ নেয়া হচ্ছে। প্রতিষ্ঠানটি কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বাড়ি বসে কাজ করার ব্যবস্থাও করেছে।

ঘরে থাকুন, নিরাপদে থাকুন, ডেলিভারি করছে দারাজ- এই মন্ত্রে সঙ্কটকালীন সময় সারা দেশে পণ্য ডেলিভারি করছে দারাজ। অনলাইন কেনাকাটায় স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে দারাজের উদ্যোগসমূহ যথেষ্ট সময় উপযোগী এবং কার্যকর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়মাবলী অনুসারে স্বাস্থ্যঝুঁকি হ্রাসে যা যা করা প্রয়োজন সব নিয়ম মেনে দক্ষতার সাথে সকল কাজ পরিচালনা করছে দারাজ। তাই, আপনার প্রয়োজনীয় দ্রব্যাদি নিশ্চিন্তে অর্ডার করতে বেছে নিতে পারেন দারাজ প্ল্যাটফর্মকে।

Share with your network
Previous ArticleNext Article
An SEO content writer, optimizer, and digital marketer who enjoys working with the chemistry of content, marketing, and audience. Personally, I believe that CREATIVE THINKING is the best part of living as a human. Not only a quick learner but also a curious soul of the time.

Leave a Reply

Daraz Named Number One Bangladeshi E-commerce Brand of 2023 0 8085

Last updated on December 21st, 2023 at 10:49 am

Daraz Bangladesh has been awarded as the number one E-commerce brand in Bangladesh and the most loved e-commerce brand and also the overall 12th most valued brand of 2022. In the 14th edition of the Best Brand Award that was organized by Bangladesh Brand Forum in partnership with Nielsen Bangladesh, Daraz won this prestigious award for the year 2022.

Bangladeshi E-commerce Brand award The award-giving program took place on Saturday (December 24) and celebrated Bangladesh’s most beloved brands with a stunning gala ceremony at Le Méridien in the capital.

Chief marketing officer of Daraz Bangladesh Limited, Md Tajdin Hassan said “2022 has been a successful year for Daraz Bangladesh. Daraz is now planning to take a step further toward its customer-centric strategy. The upcoming journey will not just be about inviting more customers, but ensuring that our existing customers are getting the best e-commerce experience catered to their lifestyles.”

best ecommerce brand award

Bangladesh Brand Forum has been celebrating the most loved brands in the country with the Best Brand Award for the past 14 years in order to inspire the best brands in the country.

A total of 15 brands were recognized across 38 categories as top brands in the country.

best brand award

In 2008, Nielsen Bangladesh launched the Best Brand Award, which is based on a global model (Winning BrandsTM) conducted by a direct consumer survey of 10,000 customers across the country, which includes self-administrated reviews.

Share with your network

Daraz Unveils New Brand Look Moving Into Next Phase of Growth! 0 6038

Last updated on December 21st, 2023 at 01:16 pm

Daraz, South Asia’s leading e-commerce platform, unveiled its new brand look today – building on a successful 2021 of significant progress for the company.

Bjarke Mikkelsen, Founder and CEO of Daraz Group said the launch marks an exciting step forward for the business.
“Daraz has grown so much over the past seven years and as we move into the next chapter of our journey, now is the right time for us to evolve the brand to showcase how we are shifting gears as a business to drive a significantly enhanced customer experience.

“The new brand look still represents the elements that have always been part of our DNA – progress, innovation, exploration, and discovery. At the same time, it signifies a shift to a more personal experience that will allow us to create greater connectivity between buyers and sellers on our platform,” said Mr Mikkelsen.

One of the main drivers to refresh the brand is Daraz’s ambition to make e-commerce a key part of people’s daily lives across its five markets in South Asia – Pakistan, Bangladesh, Sri Lanka, Nepal, and Myanmar.

“We recognize that to achieve this ambition we need to create more personal experiences, ensure that we deliver quality products and services at each step of the customer journey, and create new avenues of entertainment and engagement for our customers. This brand refresh will play a key role in helping us elevate and evolve our offering across these crucial areas,” added Mr Mikkelsen.

A key change is the new icon, which represents a package that is symbolic of how the e-commerce platform physically connects SME sellers to customers. At the center of the icon is an arrow that highlights the focus on progress and fast deliveries, but also resembles a “play button” symbolizing how Daraz is continually innovating to create a more dynamic content experience for users.

Syed Mostahidal Hoq, Managing Director of Daraz Bangladesh Limited (daraz.com.bd) said, “New Daraz comes with the promise of a shopping experience that is unlike ever before. Welcome to a new era of E-commerce where Daraz is an exciting new part of your daily life.”

As part of the new brand look, Daraz is also consolidating all of its brands under the overall Daraz umbrella-brand to simplify the experience for customers. Daraz has also launched a new website, Daraz.com, that showcases the new brand and gives people a better understanding of who Daraz is and what it stands for.

Share with your network