প্রতি বছরের ন্যায় ধামাকা সব অফার আর মেগা ডিল নিয়ে আবারও হাজির হল দারাজ বাংলাদেশ আয়োজিত ফাটাফাটি ফ্রাইডে সেল (২০২১) ক্যাম্পেইন। তৈরি হয়ে যান ফাটাফাটি ফ্রাইডে বিক্রয় উৎসব থেকে ফাটাফাটি শপিং করার জন্য। আসছে ২৭ নভেম্বরে এই ক্যাম্পেইনে আপনি সেরা দামে পাবেন আপনার পছন্দের সব পণ্য। দেশের অন্যতম জনপ্রিয় এই ক্যাম্পেইনে অবিশ্বাস্য মূল্যছাড়তো থাকছেই।
এক নজরে দেখে নেওয়া যাক ফাটাফাটি অফারগুলোঃ
- মেগা ডিল
- দারাজ মল ভাউচার
- মেগা ভাউচার
- ব্যাংক কার্ড প্রিপেমেন্ট ডিসকাউন্ট
- বিকাশ ক্যাশব্যাক
- সকল পণ্যে ব্যাপক ছাড়
মেগা ডিল
দারাজ ফাটাফাটি ফ্রাইডে ক্যাম্পেইনের বিশেষ আকর্ষণ হচ্ছে আপনার পছন্দের সব পণ্যের উপর ধার্যকৃত বিশেষ ছাড়। ফাটাফাটি সেল এর মেগা ডিল এর বদৌলতে এবার মনের মত পণ্য অর্ডার করতে পারবেন ব্যাপক ছাড়ে। দেখে নিন বিভিন্ন ক্যাটাগোরি থেকে বাছাইকৃত লক্ষাধিক পণ্য, আর তৈরি থাকুন সেই বিশেষ দিনে দারাজ অনলাইন শপ থেকে মনের মত শপিং করার জন্য।
মেগা ভাউচার
ফাটাফাটি ফ্রাইডে মানেই ফাটাফাটি ডিসকাউন্ট, যেটা এখন দারাজ মেগা ভাউচারের কল্যাণে ক্রেতাদের জন্য উপভোগ করা সম্ভব হবে আরও বেশি সহজে। এই ক্যাম্পেইন থেকে বিভিন্ন মূল্যমাণের মেগা ভাউচার ক্রেতারা একেবারে নিশ্চিন্তেই বুঝে নিতে পারবেন।
ব্যাংক কার্ড প্রিপেমেন্ট ডিসকাউন্ট
ব্যাংকের ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে প্রি-পেমেন্ট করলে আপনি পাবেন অতিরিক্ত ছাড়। আর যথারীতি ০% ইএমআই ইন্সটলমেন্ট বা সহজ কিস্তি সুবিধাতো থাকছেই, দারাজের পার্টনার ব্যাংকগুলোর কার্ডে আপনি অতিরিক্ত ছাড় নিশ্চিন্তে বুঝে নিতে পারবেন।
বিকাশ ক্যাশব্যাক
এটা তো একেবারে নিশ্চিত যে বিকাশ ক্যাশব্যাক ছাড়া অনলাইনে শপিং একদম জমেই না। আর তাই অনলাইনে শপিং আরেকটু বেশি মাত্রায় জমাতে ক্রেতাদের বহুল আকাঙ্ক্ষিত বিকাশ ক্যাশব্যাক আবারো হাজির হয়েছে কিছুটা নতুন মাত্রা নিয়ে। এখন দারাজ অ্যাপ দিয়ে বিকাশ অনলাইন পেমেন্ট করা আরও বেশি সহজ ও নিরাপদ। আর তাই বেশি বেশি বিকাশ পেমেন্ট করুন এবং তাৎক্ষনিক আকর্ষণীয় ক্যাশব্যাক বুঝে নিন।
সকল পণ্যে ব্যাপক ছাড়
ব্ল্যাক ফ্রাইডে বা ফাটাফাটি ফ্রাইডে সেল এর দিনে শপিং -এ থাকছে বিশেষ চমক। বিশেষ ছাড়ে পাওয়া যাবে পছন্দের সকল পণ্য। আর বাজেট দামে আপনার স্বপের স্মার্টফোনগুলো কেনার জন্য ফাটাফাটি ফ্রাইডে হতে পারে একটি উল্লেখযোগ্য মৌসুম। এখন আপনিও উপভোগ করতে পারবেন অকল্পনীয় ও বেশ সাশ্রয়ী মোবাইল ফোনের দাম ও ছবি শুধুমাত্র দারাজ অনলাইন শপ থেকে।
এছাড়াও থাকবে,
- হ্যাপি আওয়ার ভাউচার
- দারাজ মল ভাউচার
- কালেক্টিবল ভাউচার
দেরি না করে এখনই ফাটাফাটি ফ্রাইডে সেল ক্যাম্পেইনের অফারগুলো লুফে নিতে ভিজিট করতে পারেন দারাজ অনলাইন শপিং ওয়েবসাইট ও অ্যাপে।
আরও পড়ুন,
<<যেভাবে ফাটাফাটি ফ্রাইডে সেল থেকে সেরা অফার উপভোগ করতে পারবেন!>>
Found this insightful? Choose your network to share:
Daraz product seems good
Thanks