দারাজ ইলেকট্রনিক্স উইকঃ শীর্ষ ৫ টি মোবাইল ব্র্যান্ড 0 3261

Last updated on June 15th, 2023 at 02:05 pm

হাতের মোবাইল ফোনটি বেশ পুরনো হয়ে গেছে? ভাবছেন এবছরই নতুন একটি মোবাইল কিনে ফেলবেন! তাহলে সেই ভাবনাটা আপনার মাথায় অবশ্যই সঠিক সময়েই এসেছে। আসছে জুনের ১৫ তারিখে দারাজে শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় অনলাইন মোবাইল মেলা। ইলেকট্রনিক্স উইক নামক জনপ্রিয় এই ক্যাম্পেইনে থাকছে দেশ-বিদেশের জনপ্রিয় সব মোবাইল ফোন ব্র্যান্ডের ভিড়। আরও থাকছে মনে রাখার মত কিছু ডিল ও ডিসকাউন্ট অফার, যা কেও ভাবেনি আগে। তবে লাইমলাইট থাকবে অবশ্যই বিশ্বের শীর্ষ কিছু মোবাইল ব্র্যান্ডের উপর, যা শুধু মোবাইল মার্কেটের আলোচনার শীর্ষে নয়, থাকে ক্রেতাদের চাহিদার শীর্ষে।

জনপ্রিয়তার শীর্ষে থাকা এমনি ৫ টি স্মার্টফোন ব্র্যান্ড দেখে নিন একনজরেঃ

শাওমি মোবাইল

xiaomi mobile at daraz

তৃতীয় বিশ্বের দেশগুলো সহ বর্তমান বিশ্বের প্রায় সবগুলো দেশেই এই বিখ্যাত চীনা মোবাইল ব্র্যান্ডকে শাওমি অথবা এমআই নামে সবাই চিনে থাকে। তবে দেশীয় মোবাইল বাজারে শাওমি মোবাইল ফোনের অবস্থান একেবারে জনপ্রিয়তার তুঙ্গে। দেশের বাজারে এমআই সিরিজ, এমআই নোট সিরিজ ও রেডমি সিরিজ সহ অসংখ্য দুর্দান্ত মডেলের স্মার্টফোন দিয়ে শাওমি দেশের মোবাইল বাজার মাত করে চলেছে। তবে অনলাইনে ক্রেতাদেরকে আরও বড় ধরণের চমক দিতে দারাজ ইলেকট্রনিক্স উইকের আয়োজনে থাকছে শাওমি ব্র্যান্ডের সবগুলো মডেলের লেটেস্ট মোবাইল ফোন অবিশ্বাস্য সেরা দামে!

স্যামসাং মোবাইল

order samsung mobiles from daraz.com.bd

লোকাল মার্কেটের উচ্চ দরদামের কারনে স্যামসাং মোবাইল কিনতে পারছেন না? বহু বছর যাবত জনপ্রিয়তার শীর্ষে থাকা এই ফোন এখন কল্পনার চেয়েও সেরা দামে কিনতে পারবেন অনলাইনেই! দারাজ ইলেকট্রনিক্স উইক থেকে সেরা ব্র্যান্ড ডিল সহ আকর্ষণীয় ডিসকাউন্ট অফারে এবার দামি একটা স্যামসাং মোবাইলের তেষ্টা নিমিষেই মিটে যাবে।

হুয়াওয়ে মোবাইল

huawei mobiles at daraz

চীনা টেকনোলজি কোম্পানি হুয়াওয়ে প্রায় সবসময় নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনে আলোচনার শীর্ষে থাকে। তবে আধুনিক প্রযুক্তির মোবাইল বাজারজাতকরণে হুয়াওয়ে মোবাইল বরাবরের মতই এগিয়ে। তাই প্রতিবারের মত এবারও হুয়াওয়ে স্মার্টফোনের নতুন মডেলের চমক পেতে চোখ রাখতে হবে দারাজ ইলেকট্রনিক্স উইক ক্যাম্পেইন পেজে।

আইফোন

iphones at daraz

লেটেস্ট মডেলের একটি আইফোন কি আপনার কাছে স্বপ্ন দেখার মত? যদি তাই হয়, তাহলে আপনার সেই অপূরণীয় স্বপ্নকে এবার বাস্তবে রূপ দিতে পারবে দারাজের বহুল আলোচিত ইলেকট্রনিক্স উইক ক্যাম্পেইন? ভাবছেন কিভাবে সম্ভব হবে? ব্যাপারটা খুবই সিম্পল, ক্যাম্পেইনটিতে দারাজের লোভনীয় ভাউচার ও ডিসকাউন্ট অফার ছাড়াও থাকছে অ্যাপলের আকর্ষণীয় ব্র্যান্ড ডিল! তাই আইফোন ১৩ সহ যেকোন মডেলের অ্যাপল আইফোন কেনার স্বপ্ন এবার বাস্তবেই পূরণ হবে।

ওয়ানপ্লাস মোবাইল

buy oneplus mobiles from daraz.com.bd

ওয়ানপ্লাস মোবাইলকে অনেকে ডিসকাউন্ট আইফোন নামে অবিহিত করে থাকে! অত্যাধুনিক প্রযুক্তির এই স্মার্টফোনের মান নিয়ে একদিকে যেমন ক্রেতামহলে কোন সংশয় নেই অন্যদিকে এই মোবাইল ব্যবহারের অভিজ্ঞতাও অনেক ভালো। তাই ওয়ানপ্লাস ৯ অথবা ১০ প্রো যাই কিনুন না কেন, সবচেয়ে ভালো দাম এখন দারাজ ইলেক্ট্রনিক্স উইক (Daraz Electronics Week) ক্যাম্পেইনে আপনার জন্য অপেক্ষা করছে।

আরও পড়তে পারেন,

>>সেরা ডিসকাউন্টে মোবাইল কিনবেন যেভাবে!<<

Found this insightful? Choose your network to share:

Previous ArticleNext Article
Avatar for Shuvo Roy
Shuvo Roy, an enthusiastic Content Writer & Researcher, has expertise in several industries, especially in IT, Software & E-commerce. He loves to explore modern technology and write different technical and creative content for business solutions. Traveling is the next passion to him after writing.

Leave a Reply