Last updated on ডিসেম্বর 26th, 2023 at 12:36 অপরাহ্ন
নতুন দারাজ অ্যাপে শপিং হবে এখন আরো সহজে। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন দারাজ মোবাইল অ্যাপ হতে পারে অনলাইন কেনাকাটায় আপনার বিশ্বস্ত সঙ্গী। এখন সহজ কিছু ধাপে অর্ডার করলেই আঙ্গুলের ডগায় হাজির হওয়া বিশাল পণ্যতালিকা থেকে আপনার ঘরের দরজায় হাজির হবে পছন্দের সেরা পণ্যটি। বিশেষভাবে জনপ্রিয় দারাজ ক্যাম্পেইন উপলক্ষে দারুণ সব ডিল অপেক্ষা করছে আপনার জন্য, জানতে এখনই ভিজিট করুন বিশ্বের সবচেয়ে বড় অনলাইন শপে।
অ্যাপ থেকে সহজে শপিং করার পদ্ধতি
চলুন একনজরে দেখে নেয়া যাক দারাজ অ্যাপের মাধ্যমে কিভাবে অতি সহজে সারতে পারবেন অনলাইন শপিং
১) আপনার ফোনে যদি এখনও নতুন দারাজ অ্যাপটি না থাকে তবে দ্রুত গুগল প্লেস্টোরের এই ঠিকানায় গিয়ে ইনস্টল করে নিন কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এই অত্যাধুনিক অ্যাপটি।
২) এবার দারাজ অ্যাপটি ওপেন করে উপরের সার্চবার কিংবা ব্যানারের নিচে একেবারে ডান কোণার লাল কালি চিহ্নিত ‘ধরণ’ বা ‘Categories’ মেনুর মাধ্যমে পছন্দের পণ্যটি বেছে নিয়ে ক্লিক করুন।
৩) যেখানে আপনার পণ্য ডেলিভারি দেয়া হবে সেই ঠিকানা যদি পরিবর্তন করতে চান, তবে প্রোডাক্ট পেইজে ডেলিভারি অপশনের নিচের দেয়া ঠিকানার পাশে ‘পরিবর্তন করুন’ বা ‘CHANGE’ বাটনে ক্লিক করে সহজেই ডেলিভারির ঠিকানা পরিবর্তন করে নিতে পারেন। তারপর নিচের ‘এখনই কিনুন’ বা ‘Buy Now’ বাটনে ক্লিক করে চেকআউট পেইজে যান।
৪) এবার চেকআউট পেইজের নিচের দিকে লাল কালি চিহ্নিত ঘরে ভাউচার কোডটি (যদি থাকে) লিখে ‘প্রযোজ্য’ বা ‘APPLY’ বাটনে ক্লিক করুন। এরপর একেবারে নিচের ‘অর্ডার প্লেস করুন’ বা ‘Place Order’ বাটনে ক্লিক করুন।
৫) এবার পেমেন্ট মেথড সিলেকশন পেইজের তিনটি অপশন ‘ক্রেডিট/ডেবিট কার্ড’, ‘বিকাশ’ ও ‘নগদ মূল্যে ডেলিভারি (ক্যাশ অন ডেলিভারি)’-এর মধ্য থেকে নিজের সুবিধানুযায়ী মূল্য পরিশোধের মাধ্যমটি নির্বাচন করুন।
৬) নির্বাচিত মেনুর মাধ্যমে নির্দিষ্ট পেমেন্ট পেইজে গেলে একেবারে নিচে ‘এখন পরিশোধ করুন’ বা ‘Pay Now’ বাটন দেখতে পাবেন। ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে সেখানে ক্লিক করলেই আপনার অর্ডারটি সফলভাবে গ্রহণ করে আপনাকে একটি অর্ডার নাম্বার প্রেরণ ও কবে নাগাদ আপনার অর্ডারটি ডেলিভার করা হবে তা জানিয়ে দেয়া হবে। ভবিষ্যতের জন্য অর্ডার নাম্বারটি সংরক্ষণ করুন। সেই সাথে আপনার ফোনে বা মেইলে একটি কনফার্মেশন মেসেজ পৌঁছে যাবে।
৭) এছাড়া বিকাশ পেমেন্ট মেথড নির্বাচন করলে পরবর্তী পেইজে আপনার অর্ডারটি গ্রহণ করে একটি রেফারেন্স নাম্বার প্রদান করা হবে। এরপর পেইজের নিচে উল্লেখিত পেমেন্টের নিয়মাবলিসমূহ অনুসরণ করে নিজের মোবাইল থেকে উক্ত রেফারেন্স নম্বরটি ব্যবহার করে বিকাশে পেমেন্ট করুন।
কিংবা ডেবিট অথবা ক্রেডিট কার্ড নির্বাচন করে পরের পেইজে আপনার কার্ডের প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে কার্ডে অনলাইন পেমেন্ট নিশ্চিত করুন।
অভিনন্দন! আপনি সফলভাবে দারাজ বাংলাদেশে পছন্দের পণ্যটি অর্ডার করে ফেলেছেন। এরপর আপনাকে আর শুধু একটা কাজই করতে হবে, পছন্দের পণ্যটি দরজায় টোকা দেবার আগ পর্যন্ত অপেক্ষা। বুঝতেই পারছেন- এবার নিরাপদ অনলাইন শপিং হবে আরো দ্রুত গতিতে, আরো সহজে, দারাজ মোবাইল অ্যাপে। হ্যাপি শপিং !
আমি বলছিলাম যে এটা তো home delivery করে
কিন্তু এটা মানিকগঞ্জ নামক জায়গায় করবে তো ?! আর এটাতে ক্রেডিট ডেবিট আগেই দিবো কেনো যদি জিনিস না পাই 🙄 আর আগে দেখা হবে জিনিস পাবো তারপর টাকা দিবো 👍
আমি 3টা প্রোডাক্ট 3টা সেলার থেকে অর্ডার করেছি ক্যাশ অন ডেলিভারীতে। আমার টোটাল পে করতে হবে দেখাচ্ছে 1159টাকা। এখন আমি জানতে চাচ্ছি আমি কি 3টা প্রোডাক্ট একসাথে ডেলিভারী পাবো?না কি আলাদা আলাদা। আলাদা আলাদা হলে পে করবো কিভাবে?
আলাদা আলাদা পাবেন- একই শপেরগুলো একসাথে পাবেন। আলাদা আলাদা ক্যাশ অন ডেলিভারি করতে পারবেন।
ভাউচার কোড বলতে কী বোঝায়? এটা প্রেস করার নিয়ম কী? বিস্তারিত বলুন।
দারাজ গোটা বাংলাদেশ কেন্দ্রীক। নিকটস্থ দারাজ পিকআপ পয়েন্ট থেকে পণ্য সংগ্রহ করলে ডেলিভারি চার্জ লাগবে না। ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ ৬০ টাকা ও ঢাকার বাইরে ১০০ টাকা।
Buy Now তে ক্লিক করার পরের পেজে দরকারি সব তথ্য নিশ্চিত করার পর Proceed to Pay অপশনে ক্লিক করুন। এবার Installment ট্যাব থেকে দরকারী সব তথ্য দিয়ে Pay Now চাপলেই হবে।
যখন পন্যকিনতে যাচ্ছি তখন একটা অপশন দেখাচ্ছে সেটাহলো Home or office এখানে কোন অফিসের কথা বোঝানো হচ্ছে ? আপনাদের অফিস নাকি আমাকে কোনো অফিসের ঠিকানা দিতে হবে?
আমি কোনভাবেই ইসলামী ব্যাংক ভিসা কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারছিনা! সবকিছুই তো ঠিকঠাক মতো দিচ্ছি!
কি হচ্ছে বুঝতেছিনা এখন আমি কি করব ?
নামের ওখানে কি আমার নাম দিতে হবে নাকি ব্যাংকের নাম দিতে হবে ?
আমি আমার নাম দিছিলাম!
সিভিভি ওখানে পিছনের তিনটে নাম্বার দিয়েছিলাম !আর ডেট এক্সপায়ারের ওখানে পরের মাসের মাস টা আর বছরটা দিছিলাম !এরপর সাবমিট দিলাম রেজাল্ট ফেল আসে এখন কি করবো আমি?
Dhaka Mirpur Pick Up Point 225, Club Road, Senpara, Mirpur 10, Dhaka
Mirpur Manikdi Pick Up Point Gr. & 1st Floor, Manikdi Bazar Road, Cantonment
Mirpur Pirerbag Pick Up Point 1st Floor, 241/1 South Pirerbag, Mirpur, Dhaka
Mirpur Pick Up Point 1st Floor, H/D: 55 Box Nagar, Sec:1, Mirpur Zoo Road.
রিফান্ড করে কিভাবে?আমার রিফান্ড অপশনটি কাজ করছে না কি করব?আরেকটি প্রশ্ন আমার একটি প্রোডাক্ট আমাকে ডেলিভারি দেয়া হয়ে গেছে এমনটা নোটিফিকেশন এসেছে, অথচ আমি আমার প্রোডাক্ট পাইনি এমনকি আমার কাছে কুরিয়ার থেকে কোন কল আসেনি।
আলাদা আলাদা শপ থেকে অর্ডার করলে আলাদা আলাদা ডেলিভারি চার্জ দিতে হবে। কিন্তু দারাজের কালেকশন পয়েন্ট থেকে অর্ডার করা পণ্য কালেক্ট করলে কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না।
আপনি একই শপ থেকে একাধিক পণ্য অর্ডার করতে পারবেন একই ডেলিভারি চার্জ দিয়ে। এছাড়া ডেলিভারি চার্জ ছাড়া নিকটস্থ দারাজ পিকআপ পয়েন্ট থেকে পণ্য সংগ্রহ করতে পারেন।
খুলনা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে পন্য উত্তলন করলে কি বাড়তি টাকা দিতে হবে?
জেলা: খুলনা, থানা: তেরখাদা, গ্রাম: কোলা এই ঠিকানায় কি হোম ডেলিভারি পাওয়া যাবে? শুধুমাত্র তেরখাদা ও বারাসাত অপশন পেলাম অথচ খুলনা সদর থেকে কোলা অনেক কাছে।
Ami products order somoy vul kore vul address diye felesi akhon amr products out of delivery jonno ber hoyeche amke ki call kora hobe abr address confirm ar jonno
টাকা ইনকাম করার সহজ উপায় বাংলাদেশে কি কি আছে তা অনেকেই জানতে চান। এমন অনেক লোক আছেন যারা ছাত্র থাকাকালীন বাংলাদেশে ঘরে বসে অনলাইনে টাকা আয় করার মাধ্যমে নিজের ব্যয় পরিচালনা করতে চান। আবার অনেকে বাংলাদেশের সেরা অনলাইন আর্নিং সাইট কোনটি বা কোনও খরচ ছাড়াই অনলাইনে কিভাবে টাকা ইনকাম করা যায় বা কীভাবে অর্থ উপার্জন করতে হয়; সে সম্পর্কে জানতে চান।
আপনি যদি ছাত্রদের জন্য অনলাইনে আয় বা শিক্ষার্থীদের জন্য কোন বিনিয়োগ ছাড়াই অনলাইনে কীভাবে ফ্রি টাকা ইনকাম করা যায় বা ঘরে বসে কিভাবে সহজে টাকা আয় করা যায়, সে ব্যাপারে জানতে আগ্রহী এবং বাংলাদেশের অনলাইন উপার্জনকারী সাইটগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে উদগ্রীব, তবে আপনি সঠিক জায়গায় আছেন। আপনি কি টাকা ইনকাম করার ওয়েবসাইট খুঁজছেন? তাহলে অনলাইনে ইনকাম বাংলাদেশী সাইট অথবা অনলাইন ইনকাম সাইট লিখেও গুগোল সার্চ করতে পারেন।
কিভাবে অনলাইনে অর্থ উপার্জন করতে হয় তার সম্পূর্ণ গাইড অনুসরণ করে অনলাইনে ইনকাম করার উপায় জেনে আপনিও সহজেই বাংলাদেশে অনলাইনে অর্থ উপার্জন করতে পারবেন। অনেকে ঘরে বসে টাকা আয় করতে চাই বলে গুগোলে সার্চ করে থাকেন; কিভাবে টাকা আয় করা যায় অথবা টাকা উপার্জন করা যায়, সেই আলোচনাই থাকছে আজকের পর্বে।
⇒ কিভাবে অনলাইনে টাকা ইনকাম করা যায় ?
ইকমার্স সাইটগুলোতে বিক্রয় করুন
অ্যাফিলিয়েট মার্কেটিং দিয়ে অর্থোপার্জন করুন
একজন রিসেলার হয়ে হয়ে উঠুন
আপনার অল্প ব্যবহৃত পণ্য বিক্রয় করুন
রাইড শেয়ারিং সার্ভিসের সাথে নিজেকে যুক্ত করুন
ফ্রিল্যান্সিং
আপনার গাড়িটি ভাড়ায় পরিচালনা করুন
জরিপ এর মাধ্যমে আয়
একজন গৃহশিক্ষক হয়ে উঠুন (অনলাইন / অফলাইন)
একটি ইউটিউব চ্যানেল শুরু করুন
একজন সফল ইনফ্লুয়েন্সার হয়ে উঠুন
একটি ব্লগ শুরু করুন
একজন লেখক হন
একজন পর্যালোচক হয়ে উঠুন
একজন খন্ডকালীন ফটোগ্রাফার হন
বিকাশের মাধ্যমে টাকা আয় করুন
আসুন এক ঝলক দেখে নেওয়া যাক কিভাবে বাংলাদেশে ঘরে বসে অনলাইনে বাংলাদেশি আর্নিং সাইট থেকে অর্থ উপার্জন করা যায়। আমাদের টিউটোরিয়ালটি অনুসরণ করে অনলাইনে টাকা ইনকাম করার সহজ উপায় সম্পর্কে জেনে নিতে পারেন।
বাংলাদেশে অনলাইনে কিভাবে ইনকাম করা যায়?
১। ইকমার্স সাইটগুলোতে বিক্রয় করুন
বাংলাদেশে খুব সহজে কিভাবে টাকা ইনকাম করা যায় এসব নিয়ে ভাবছেন? তবে সহজ একটি অনলাইন ইনকাম পদ্ধতি সম্পর্কে জেনে নেওয়া যাক। যেহেতু ই-বাণিজ্য খাতটি দিন দিন দ্রুত বাড়ছে, দারাজ বাংলাদেশের মতো এত জনপ্রিয় ও সবচেয়ে বড় ইকমার্স ওয়েবসাইটে পণ্য বিক্রি করা এখন অনলাইনে আয় করার নিশ্চিত উপায় হিসেবে গণ্য হয়। কিভাবে দারাজে বিক্রয়কারী হিসেবে সাইন আপ করবেন তা জেনে আপনি সহজেই অনলাইনে বিক্রয় শুরু করতে পারেন। ঘরে বসে অর্থ উপার্জন করার এটাও একটি সুবর্ণ সুযোগ।
আপনার যদি কোনও ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, বা ফেসবুক পেজ থেকে থাকে, তবে অর্থ উপার্জনের জন্য সেরা অনলাইন মাধ্যম হতে পারে অ্যাফিলিয়েট মার্কেটিং। ফেসবুকে কিভাবে টাকা আয় করা যায়? ফেসবুকে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করা যায়। অনলাইনে নিশ্চিন্তে অর্থ উপার্জনের জন্য আপনি দারাজ অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোগ্রামটিতে আস্থা রাখতে পারেন, যেখানে বিকাশ সহ অন্যান্য পেমেন্ট মেথড ব্যবহারের সুযোগ রয়েছে।
একজন রিসেলার হয়েও বাংলাদেশে অর্থ উপার্জনের যথেষ্ট সুযোগ রয়েছে। এজন্য আপনাকে পুনরায় বিক্রয় উপযোগী সঠিক পণ্যটি বেছে নিতে হবে এবং তারপর যথাসম্ভব সর্বনিম্ন পাইকারি দামে থেকে ক্রয় করতে হবে। এরপর আপনার নিজস্ব প্রফিট মার্জিন সেট করতে পারলেই সে অনুযায়ী পণ্য বিক্রয় করে একজন সফল রিসেলার হিসেবে লাভবান হতে পারবেন আপনিও।
৪। আপনার অল্প ব্যবহৃত পণ্য বিক্রয় করুন
আপনার পুরনো ব্যবহৃত যেসব অক্ষত জিনিস অযোথা বাসায় পড়ে আছে, সেসব দ্রব্য সামগ্রী বিক্রি করেও অনলাইনে অর্থ উপার্জন করতে পারেন। বর্তমানে বাংলাদেশে বিক্রয় ডটকম, ইবাজার, ক্লিকবিডি সহ অসংখ্য পুরাতন মালামাল বিক্রির ওয়েবসাইট থেকে আপনি এই বিশেষ সুবিধা পেতে পারেন। এটাও শিক্ষার্থীদের জন্য বিনিয়োগ ব্যতীত অনলাইনে অর্থ উপার্জনের এক দুর্দান্ত উপায়।
৫। রাইড শেয়ারিং সার্ভিসের সাথে নিজেকে যুক্ত করুন
আপনার যদি মোটরসাইকেল অথবা কার থেকে থাকে, তাহলে পাঠাও, উবার, ওভাই, সহজ প্রভৃতি রাইডিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে সহজ আয়ের একটা বিশাল সুযোগ লুফে নিতে পারেন। এসব রাইডার ভিত্তিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে সাইন আপ করে আপনি অনলাইন আয়ের একটি মাধ্যম হিসেবে অর্থ উপার্জন শুরু করতে পারেন। এমন আরো অনেক অ্যাপ বা ওয়েবসাইট ভিত্তিক প্রতিষ্ঠান থেকে অনলাইনে অর্থ উপার্জন করা বেশ সহজ বটে। এছাড়া আপনি যদি সাইকেল দাম দিয়ে কিনে ফেলে রেখেছেন- এমন হয় তাহলে খুব সহজেই ফুড ডেলিভারি করে ভালো পরিমাণ অর্থ আয় করতে পারেন।
৬। ফ্রিল্যান্সিং
বাংলায় একটা প্রবাদ আছে, “থাকে কাজ তো সকালে সাজ, নেই কাজ তো খই ভাঁজ!” কিন্তু ফ্রিল্যান্সিং বর্তমানে এতটাই লাভজনক যে পেশাটিকে বর্তমানে অনেকে চাকরি ও ব্যবসা এর উপরে প্রাধান্য দিয়ে থাকেন। আর আপনি যদি সর্বাধিক নির্ভরযোগ্য অনলাইন অর্থোপার্জন উপযোগী সাইটগুলোর সন্ধান করে থাকেন বা ঘরে বসে কিভাবে আয় করা যায় তা জানতে চান, তবে ফ্রিল্যান্সিং সাইটগুলি আপনার জন্য সেরা সমাধান হতে পারে। আপনি আপওয়ার্ক, ফাইভার এবং ফ্রিল্যান্সার ডটকম এ আপনার দক্ষতা লিখে সহজেই অনলাইনে অর্থ উপার্জন করতে পারেন এবং ঘর থেকেই আপনার ক্লায়েন্টের জন্য কাজ করতে পারেন।
৭। আপনার গাড়িটি ভাড়ায় পরিচালনা করুন
আপনার যদি কোন গাড়ি থেকে থাকে তবে সেটা ভাড়ায় চালনা করে অর্থ উপার্জন করা সম্ভব। অর্থাৎ গাড়ি ভাড়া দিয়েই আপনি কোন কাজ ছাড়াই খুব সহজে অর্থ উপার্জন করতে পারছেন। এখন অনলাইনে গাড়ি ভাড়া দিয়ে অর্থ উপার্জনের জন্য কয়েকটি সেরা অ্যাপ ও ওয়েবসাইট রয়েছে।
৮। জরিপ এর মাধ্যমে আয়
বাংলাদেশে টাকা আয় করার জন্য বর্তমানে বেশ কয়েকটি সেরা ওয়েবসাইট রয়েছে যা বিভিন্ন বিষয় জরিপের মাধ্যমে অনলাইনে ওয়েবসাইট থেকে আয় করার সুযোগ দেয়। অর্থ উপার্জনের জন্য আপনাকে নির্দিষ্ট একটি জরিপে অংশ নিতে হবে। শিক্ষার্থীদের জন্য অনলাইনে টাকা আয় করার ওয়েবসাইট হিসেবে আপনি কয়েকটি সেরা অর্থের বিনিময়ে জরিপ সাইটগুলি খুঁজে পেতে পারেন।
৯। একজন গৃহশিক্ষক হয়ে উঠুন (অনলাইন / অফলাইন)
অফলাইনে ও অনলাইনে টাকা আয় করার অনেকগুলি উপায় রয়েছে। আর সেগুলোর মধ্যে অন্যতম একটি হল টিউশন। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য টিউশনি টাকা আয়ের এক দুর্দান্ত মাধ্যম হতে পারে। ছাত্র-ছাত্রীকে বাসায় গিয়ে পড়িয়ে অথবা ঘরে বসে অনলাইনে পড়ানোর মাধ্যমে টাকা ইনকাম করা এখন অনেক সহজ।
১০। একটি ইউটিউব চ্যানেল শুরু করুন
বাংলাদেশে বর্তমানে অনলাইনে টাকা আয়ের অতি উত্তম একটি মাধ্যম হল ইউটিউব। এটিকে বাংলাদেশের সেরা অনলাইন আয়ের সাইট হিসেবেও বিবেচনা করা হয়। আপনার যদি কোন ইউটিউব চ্যানেল থাকে তবে আপনি সহজেই অনলাইনে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন।
১১। একজন সফল ইনফ্লুয়েন্সার হয়ে উঠুন
বর্তমানে ইনফ্লুয়েন্সিং পেশাটি অনেক জনপ্রিয় হয়ে উঠতে শুরু করেছে। অনলাইনে সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুক, ইন্সটাগ্রাম অথবা ইউটিউব কিংবা ওয়েবসাইটের মাধ্যমেও আপনি একজন সফল ইনফ্লুয়েন্সার হয়ে অনলাইনে অর্থ উপার্জন করতে পারেন। এটি অনলাইনে টাকা ইনকাম করার একটি দুর্দান্ত উপায়। এই পেশার মাধ্যমে আপনি টার্গেট করা অডিয়েন্সকে প্রভাবিত করে কিছু নগদ টাকা আয় করে নিতে পারেন।
১২। একটি ব্লগ শুরু করুন
আপনি যদি কখনও অনলাইনে কিভাবে অর্থ উপার্জন করা যায় সেটা নিয়ে ভেবে থাকেন, তবে একটি ব্লগ শুরু করা হবে আপনার জন্য সহজ সমাধান। আপনি যদি গুগোল থেকে আপনার সাইটে একটি বড় অংকের অর্গানিক ট্র্যাফিক দখল করতে পারেন, তবে আপনার ওয়েবসাইটটি একটি আসল অনলাইন আয়ের সাইট হতে পারে।
১৩। একজন লেখক হন
আপনি যদি একজন লেখক হয়ে থাকেন, তবে ইজিটাইপিংজব এর মত প্রতিষ্ঠানগুলোর জন্য লেখালেখি করে টাকা আয় করতে পারবেন। বাংলাদেশের অনেক অনলাইন আর্নিং সাইটে কন্টেন্ট রাইটার হিসেবে অর্থ উপার্জন করা সম্ভব।
১৪। একজন পর্যালোচক হয়ে উঠুন
রিভিউ বা পর্যালোচনা এখন অনলাইন মার্কেটিং এর প্রবল সম্ভাবনার প্রতীক। এখন অনলাইনে পণ্য রিভিউ করে ঘরে বসেই পর্যাপ্ত টাকা আয় করতে পারেন।
১৫। একজন খন্ডকালীন ফটোগ্রাফার হন
শাটারস্টক ডটকমের মতো অনেকগুলি সেরা ওয়েবসাইট রয়েছে যেখানে আপনার সেরা ক্যাপচার করা ফটোগ্রাফ গুলো তাদের কাছে বিক্রি করে কিছু আয় করার সুযোগ দেয়। কেবল কিছু দুর্দান্ত ফটোগ্রাফি করেই নগদ অর্থ উপার্জনের একটি দুর্দান্ত উপায় হতে পারে এটি।
১৬। বিকাশের মাধ্যমে টাকা আয় করুন
অনলাইনে ইনকাম করার জন্য আরো অনেক গুলো বাস্তব সুযোগ রয়েছে। যেমন বিকাশে টাকা ইনকাম করার উপায় হিসেবে আপনি ঘরে বসে মোবাইল দিয়ে আয় করে বিকাশে টাকা পাচ্ছেন মোবাইলে। কিভাবে গেম খেলে টাকা আয় বিকাশে করা যায়, দেখে নিতে পারেন অনলাইনে। আপনি কি জানেন কিভাবে ভিডিও দেখে টাকা ইনকাম করা যায়? ভিডিও দেখে টাকা ইনকাম করে পেমেন্ট বিকাশে নিতে পারবেন বর্তমানে।
বাংলাদেশে টাকা ইনকাম করার সহজ উপায় আরো যেসব পদ্ধতিতে:
অনলাইনে কি কি কাজ করা যায় আর? গেম খেলে টাকা আয় বিকাশে করা যায়। আরো টাকা ইনকাম করার গেম আছে যেমন লুডু খেলে টাকা ইনকাম, জাভা গেম খেলে টাকা আয়, তাস খেলে টাকা ইনকাম, free fire খেলে টাকা ইনকাম, quiz খেলে টাকা আয় এমনকি টিকটক ও লাইকি থেকে টাকা ইনকাম এখন অনেক সহজ। অনলাইনে গেম খেলে টাকা ইনকাম করার অ্যাপস খুঁজে পেতে গেম খেলে টাকা আয় বা গেম খেলে টাকা ইনকাম লিখে সার্চ করতে পারেন।
আর google থেকে টাকা ইনকাম করতে এডসেন্স থেকে টাকা তোলার পদ্ধতি ও কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলব -এ সংক্রান্ত তথ্যে চোখ বুলিয়ে নিতে পারেন। আর টাকা আয় করার apps বা টাকা ইনকাম করার অ্যাপ অনলাইনে খুঁজে পেতে বাংলাদেশি app দিয়ে টাকা ইনকাম লিখে গুগোল সার্চ করতে পারেন। এক্ষেত্রে টাকা ইনকাম করার অ্যাপ লিখেও গুগোলে সার্চ করে দেখতে পারেন। আপনার মোবাইল দিয়ে টাকা আয় করা যায় কিভাবে সেটা জানার জন্য কিছু বিকাশে আয় করার সাইট দেখে নিতে পারেন। সেই সাথে ডলার আয় করার উপায় আছে অনলাইনে।
অনলাইনে উপার্জনের অনেকগুলি উপায় রয়েছে যেমন বাংলাদেশে বা পিপিসিতে বিজ্ঞাপন দেখে টাকা আয় বা ইনকাম, তবে এগুলোর মধ্যে অনেকগুলিই কেবল স্প্যাম। সুতরাং আপনার অনলাইন কাজ শুরু করার আগে আপনাকে অবশ্যই অনলাইন পেজ বা সাইটের সত্যতা পরীক্ষা করতে হবে। অনলাইনে কাজ শিখুন, আপনার দক্ষতা অনুযায়ী সহজেই কিছু অনলাইন কাজ পেতে পারেন। ভাগ্য সুপ্রসন্ন হোক।
দেশের বৃহত্তম অনলাইন শপ দারাজের মাধ্যমে আপনি সহজেই পণ্য বিক্রয় করতে পারবেন। দারাজে পণ্য বিক্রি করার মতো টাকা ইনকাম করার সহজ উপায় বাংলাদেশে খুব কমই আছে। দারাজের মাধ্যমে পণ্য বিক্রয় করলে সবসময়ের মতই থাকছে বিশেষ কিছু সুবিধা, যেমন দারাজের মাধ্যমে আপনি পৌঁছে যেতে পারবেন লাখো ক্রেতার কাছে, বিনামূল্যে তালিকাভুক্ত হতে পারবেন দারাজ বাংলাদেশ ওয়েবসাইটে(daraz.com.bd), পাবেন নিরাপদ ও নির্বিঘ্নে পেমেন্টের সুবিধা এবং আরো হরেক রকমের সুযোগ-সুবিধা। এবার চলুন জেনে নেই ৫ টি সহজ ধাপের কথা যেভাবে খুব সহজেই দারাজের সেলার হওয়া যাবে।
দারাজ বাংলাদেশে সেলার হবার সহজ পদ্ধতি
প্রথম ধাপ- সাইন আপ করুন
দারাজ বিক্রেতা কেন্দ্র লগইন পেইজে যান এবং আপনার দ্রুত নিবন্ধন সম্পূর্ণ করুন। শুধুমাত্র আপনার ফোন নম্বর দিয়ে আমাদের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে আপনার অ্যাকাউন্ট তৈরি করুন।
দ্বিতীয় ধাপ- প্রোফাইলে তথ্য যোগ করুন
আপনার ইমেল এবং স্টোরের নাম প্রদান করে আপনার প্রোফাইল সম্পূর্ণ করুন যাতে আমরা আপনাকে সনাক্ত করতে পারি।
তৃতীয় ধাপ- ঠিকানা বিবরণ প্রদান করুন
আপনার ব্যবসার সমস্ত ঠিকানা বিবরণ প্রদান করুন ।
চতুর্থ ধাপ- আইডি এবং ব্যাঙ্ক তথ্য যোগ করুন
আপনার আইডি এবং ব্যবসা সম্পর্কিত বিবরণ যোগ করুন। অর্থপ্রদানের জন্য প্রয়োজনীয় ব্যাঙ্ক তথ্য অন্তর্ভুক্ত করুন।
পঞ্চম ধাপ- পণ্য তালিকাভুক্ত করুন
বিক্রেতা কেন্দ্রের মাধ্যমে আপনার দোকানে পণ্য যোগ করুন। মান নিয়ন্ত্রণের মধ্য দিয়ে যাওয়ার পরে আপনার পণ্যগুলি লাইভ হওয়ার সাথে সাথে বিক্রি শুরু করুন।
অভিনন্দন! এখন আপনি সবাই দারাজ অনলাইন শপের একজন সফল বিক্রেতা হওয়ার জন্য প্রস্তুত। আরও যেকোন সহায়তার জন্য, আপনি দারাজ বিক্রেতা কেন্দ্রের হেল্পলাইন নম্বর (+88) 096 100 00 123 ব্যবহার করতে পারেন।
পণ্য তালিকাভুক্ত হওয়ার পর এখন আপনি সহজেই অর্ডার গ্রহন করতে পারবেন এবং সারাদেশে পণ্য বিক্রয় করতে পারবেন। দারাজ সেলার সেন্টারের মাধ্যমে পরিচালনা করুন গ্রহণকৃত অর্ডার।
অর্ডার গ্রহণের পর, পণ্য মোড়কজাত করে বাকিটা ছেড়ে দিন দারাজের উপর অথবা মোড়কজাত পণ্যগুলো চাইলে পৌঁছে দিতে পারেন দারাজের পার্টনার লোকেশনে। উল্লেখ্য, দারাজ ফার্স্ট সার্ভিসের মাধ্যমে আপনি শুধুমাত্র দারাজকে পণ্য পৌঁছে দিলেই, দারাজ আপনার পণ্য সংরক্ষণ, মোড়কজাতকরণ এবং ডেলিভারি করবে।
সহজেই আপনার অ্যাকাউন্ট-এ পৌঁছে যাবে পেমেন্ট এবং আপনি নিশ্চিন্তে প্ল্যান করুন কিভাবে ব্যবসার পরিধি বাড়াবেন। উল্লিখিত সহজ প্রক্রিয়া অনুযায়ী, সেলফ সাইন আপের মাধ্যমে আপনি সহজেই পারবেন আপনার পন্যের বিক্রয় বাড়াতে। তাই দেরি না করে আজই সাইন আপ করুন। হ্যাপি সেলিং!
আমি বলছিলাম যে এটা তো home delivery করে
কিন্তু এটা মানিকগঞ্জ নামক জায়গায় করবে তো ?! আর এটাতে ক্রেডিট ডেবিট আগেই দিবো কেনো যদি জিনিস না পাই 🙄 আর আগে দেখা হবে জিনিস পাবো তারপর টাকা দিবো 👍
জ্বি, করবে।
আর প্রোডাক্ট রিসিভ করার পর পে করতে ‘ক্যাশঅন ডেলিভারি’ পেমেন্ট মেথড ব্যবহার করুন।
Cash on delivery method ta to asce na
কিছু কিছু পণ্যের ক্ষেত্রে সাময়িকভাবে ক্যাশ অন ডেলিভারি আনএভেইলেবল বর্তমানে।
আমি 3টা প্রোডাক্ট 3টা সেলার থেকে অর্ডার করেছি ক্যাশ অন ডেলিভারীতে। আমার টোটাল পে করতে হবে দেখাচ্ছে 1159টাকা। এখন আমি জানতে চাচ্ছি আমি কি 3টা প্রোডাক্ট একসাথে ডেলিভারী পাবো?না কি আলাদা আলাদা। আলাদা আলাদা হলে পে করবো কিভাবে?
আলাদা আলাদা পাবেন- একই শপেরগুলো একসাথে পাবেন। আলাদা আলাদা ক্যাশ অন ডেলিভারি করতে পারবেন।
ভাউচার কোড বলতে কী বোঝায়? এটা প্রেস করার নিয়ম কী? বিস্তারিত বলুন।
সংক্ষেপে ভাউচার কোড হচ্ছে একটি কোড যা পণ্য কেনার সময় ব্যবহার করলে অতিরিক্ত ছাড় পাওয়া যাবে।
বিস্তারিত জানলে এই পোস্টটি দেখতে পারেন-
How to Use Daraz Vouchers and Coupon Codes Easily
order korar koto din por paoya jabe?
যেকোন পণ্য অর্ডারের ২-৬ দিনের মধ্যেই আপনার ঠিকানায় পৌঁছে যাবে। এছাড়া ‘দারাজমল’ থেকে অর্ডার করলে আরো দ্রুত পৌঁছে যাবে।
ami order korsi ekhono ponno pai nai ta naki ship hoyeche!kivabe pabo help korle balo hoto
দারাজ অ্যাপ বা ওয়েবসাইট থেকে ‘অর্ডার ট্র্যাকিং’ বা ‘Track my order’ অপশনের মাধ্যমে সহজেই দেখে নিতে পারবেন আপনার ডেলিভারির বর্তমান অবস্থা।
বিস্তারিত জানতে ভিজিট করুন –
https://blog.daraz.com.bd/2020/09/27/track-your-daraz-order/
কিংবা কল করুন 16492 বা +8809610096111 নাম্বার (daraz customer care number)
Ami dress order koreshi cotton kintu jai dress Palam ata cotton na Tai return dibo
যেকোন অভিযোগ জানানোর জন্য আমাদের অ্যাপ বা ওয়েবসাইট থেকে দারাজ এর হেল্প সেন্টারে যোগাযোগ করুন।
কিংবা কল করুন 16492 নাম্বারে
মহোদয় দারাজে আমি গত ৫/৭/২০২০ তারিখে একটি অডার দিয়েছি কিন্তু অদ্যবধি কোন যোগাযোগ করেনি। এবং ১৬৪৯২ নম্বরে কল দিয়েছি কিন্তু কল হচ্ছে না। এখন করনীয় কি
নিচের পোস্টটি অনুসরণ করে আপনার অর্ডারের অবস্থা পর্যবেক্ষন করতে পারেন-
https://blog.daraz.com.bd/2019/11/14/track-your-daraz-order/
vai amar ekta question cilo kivabe ami daraz app theke shipping fee remove kore daraz point theke product collect korbo????
এই গাইডগুলো অনুসরণ করতে পারেন-
https://blog.daraz.com.bd/2020/03/12/daraz-bd-pick-up-point-address/
https://blog.daraz.com.bd/2020/11/15/be-benefited-with-daraz-pick-up-points/
Ami.daraz seller সেন্টারের একজন নতুন সেলার।আগে পন্য পাঠানো হলে বুকিং নামবার লাগতোনা। এখন লাগছে। আমি কিভাবে বুকিং নামবার দেখতে পারবো যদি একটু জানাতেন
Please call Daraz seller hotline (+88) 096 100 00 123 for any kind of assistance
আমি একসাথে ৩/৪ টি অর্ডার করলে ডেলিভারিতে চার্জ ১ বারই দিতে চাই।
সেক্ষেত্রে একই শপ থেকে অর্ডার করতে পারেন যত খুশি তত
দরাজ কি ঢাকা কেন্দ্রিক । হোম ডেলিভারিতে কত টাকা কাটবেন।
দারাজ গোটা বাংলাদেশ কেন্দ্রীক। নিকটস্থ দারাজ পিকআপ পয়েন্ট থেকে পণ্য সংগ্রহ করলে ডেলিভারি চার্জ লাগবে না। ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ ৬০ টাকা ও ঢাকার বাইরে ১০০ টাকা।
EMI এর মাধ্যমে ল্যাপটপ নিতে চাই, কিভাবে কি করবো?
Buy Now তে ক্লিক করার পরের পেজে দরকারি সব তথ্য নিশ্চিত করার পর Proceed to Pay অপশনে ক্লিক করুন। এবার Installment ট্যাব থেকে দরকারী সব তথ্য দিয়ে Pay Now চাপলেই হবে।
আমি যদি ঢাকার বইরে মানে সাতক্ষীরা আপনাদের অফিসে যেয়ে নিয়ে আসি তবে কি ডেলিভারিখরচদিতে হবে?
আমাদের পিকআপ পয়েন্ট থেকে সংগ্রহ করলে ডেলিভারি চার্জ দিতে হবে না।
যখন পন্যকিনতে যাচ্ছি তখন একটা অপশন দেখাচ্ছে সেটাহলো Home or office এখানে কোন অফিসের কথা বোঝানো হচ্ছে ? আপনাদের অফিস নাকি আমাকে কোনো অফিসের ঠিকানা দিতে হবে?
আপনার দেয়া ঠিকানাটি কি বাসা না অফিস সে তথ্য দিতে বলা হচ্ছে।
আমি কোনভাবেই ইসলামী ব্যাংক ভিসা কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারছিনা! সবকিছুই তো ঠিকঠাক মতো দিচ্ছি!
কি হচ্ছে বুঝতেছিনা এখন আমি কি করব ?
নামের ওখানে কি আমার নাম দিতে হবে নাকি ব্যাংকের নাম দিতে হবে ?
আমি আমার নাম দিছিলাম!
সিভিভি ওখানে পিছনের তিনটে নাম্বার দিয়েছিলাম !আর ডেট এক্সপায়ারের ওখানে পরের মাসের মাস টা আর বছরটা দিছিলাম !এরপর সাবমিট দিলাম রেজাল্ট ফেল আসে এখন কি করবো আমি?
বিস্তারিত সাহায্যের জন্য কল করতে পারেন 16492 বা দারাজ কাস্টমার কেয়ার নাম্বারে +8809610096111
মিরপুর ১৩ তে পিকআপ পয়েন্ট কোথায়।
Mirpur pick-up points:
Dhaka Mirpur Pick Up Point 225, Club Road, Senpara, Mirpur 10, Dhaka
Mirpur Manikdi Pick Up Point Gr. & 1st Floor, Manikdi Bazar Road, Cantonment
Mirpur Pirerbag Pick Up Point 1st Floor, 241/1 South Pirerbag, Mirpur, Dhaka
Mirpur Pick Up Point 1st Floor, H/D: 55 Box Nagar, Sec:1, Mirpur Zoo Road.
রিফান্ড করে কিভাবে?আমার রিফান্ড অপশনটি কাজ করছে না কি করব?আরেকটি প্রশ্ন আমার একটি প্রোডাক্ট আমাকে ডেলিভারি দেয়া হয়ে গেছে এমনটা নোটিফিকেশন এসেছে, অথচ আমি আমার প্রোডাক্ট পাইনি এমনকি আমার কাছে কুরিয়ার থেকে কোন কল আসেনি।
এই লিঙ্কের গাইড অনুসরণ করতে পারেন-
https://blog.daraz.com.bd/2020/09/27/how-to-return-products-on-daraz-2020/
কিংবা
To check Daraz refund policy-
https://pages.daraz.com.bd/wow/i/bd/help-pages/refunds-policy
একসাথে অনেক পণ্য অর্ডার করলে কি আলাদা আলাদা ডেলিভারি চার্জ দিতে হবে ?
আলাদা আলাদা শপ থেকে অর্ডার করলে আলাদা আলাদা ডেলিভারি চার্জ দিতে হবে। কিন্তু দারাজের কালেকশন পয়েন্ট থেকে অর্ডার করা পণ্য কালেক্ট করলে কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না।
বাউরা,পাটগ্রামে কি ডারাজ ডেলিভারি দেয়?
হ্যাঁ
ক্যাশঅন ডেলিভারি পাওয়ার জন্য কি কোনো শর্ত আছে?
আপনি অর্ডার করার সময়ই ক্যাশ অন ডেলিভারি অপশনটি সিলেক্ট করে দিতে পারবেন
Ami 1ta gori, ring 2ta,and 2muth churi nibo,delivary charge ki 65 tky porbe nki alada alada charg porbe bujlmna ami chacci eksate 3ta proufuct nibo delivery charg 65tky dibo
আপনি একই শপ থেকে একাধিক পণ্য অর্ডার করতে পারবেন একই ডেলিভারি চার্জ দিয়ে। এছাড়া ডেলিভারি চার্জ ছাড়া নিকটস্থ দারাজ পিকআপ পয়েন্ট থেকে পণ্য সংগ্রহ করতে পারেন।
যেদিন ডেলিভারী দিবে সেদিন কখন ইমেইল করবে??? আর যে ভাই নিয়ে আসবে সে কতক্ষন অপেক্ষা করবে???
খুব বেশিক্ষণ না যেহেতু তার অন্যান্য ডেলিভারিও দিতে হয় কয়েক জায়গায়।
দারাজ অ্যাপ বা ওয়েবসাইট থেকে ‘অর্ডার ট্র্যাকিং’ বা ‘Track my order’ অপশনের মাধ্যমে সহজেই দেখে নিতে পারবেন আপনার ডেলিভারির বর্তমান অবস্থা।
বিস্তারিত জানতে ভিজিট করুন –
https://blog.daraz.com.bd/2020/09/27/track-your-daraz-order/
কিংবা কল করুন 16492 বা +8809610096111 নাম্বার (daraz customer care number)
মহাদেবপুর,নওগাঁ তে আপনারা কোথায় ডেলিভারী দেন??
Mansura Complex, Chalkbiram, On the west side of the police line, Naogaon Sadar-6500, Naogaon
আমার একটা মোবাইল ব্যাটারি প্রয়োজন।Maximus mobile.
Model :P1
Visit daraz.com.bd or download daraz app
খুলনা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে পন্য উত্তলন করলে কি বাড়তি টাকা দিতে হবে?
জেলা: খুলনা, থানা: তেরখাদা, গ্রাম: কোলা এই ঠিকানায় কি হোম ডেলিভারি পাওয়া যাবে? শুধুমাত্র তেরখাদা ও বারাসাত অপশন পেলাম অথচ খুলনা সদর থেকে কোলা অনেক কাছে।
বিস্তারিত সাহায্যের জন্য কল করতে পারেন 16492 বা দারাজ কাস্টমার কেয়ার নাম্বারে +8809610096111
Ami products order somoy vul kore vul address diye felesi akhon amr products out of delivery jonno ber hoyeche amke ki call kora hobe abr address confirm ar jonno
দয়া করে নিচের মাধ্যমগুলোতে যোগাযোগ করুন। (কাস্টমার কেয়ার রবি-বৃহঃবার এভেইলেবল। বাকীগুলো ২৪ ঘন্টা।)
Live chat link: https://tinyurl.com/yyyorefm
You can also contact us on our Facebook page: https://www.facebook.com/DarazBangladesh
For further assistance, please call 16492 Or +8809610096111 (daraz customer care number)
আমি ডারাজ থেকে জিনিস অডার দিয়েছি এখন কী সেটা সরাসরি আমার বাড়িতে চলে আসবে নাকি
হ্যাঁ, হোম ডেলিভারি হবে
আমি বলছিলাম যে এটা তো home delivery করে
কিন্তু এটা ফেনী জেলার পরশুরাম উপজেলা নামক জায়গায় করবে তো ?!
Yes
আমি বলছিলাম যে এটা তো home delivery করে
কিন্তু এটা মানিকগঞ্জ নামক জায়গায় করবে তো ?!
হ্যাঁ করবে।