কিভাবে দারাজ অ্যাপ থেকে শপিং করবেন?

নতুন দারাজ অ্যাপে শপিং হবে এখন আরো সহজে। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন দারাজ মোবাইল অ্যাপ হতে পারে অনলাইন কেনাকাটায় আপনার বিশ্বস্ত সঙ্গী। এখন সহজ কিছু ধাপে অর্ডার করলেই আঙ্গুলের ডগায় হাজির হওয়া বিশাল পণ্যতালিকা থেকে আপনার ঘরের দরজায় হাজির হবে পছন্দের সেরা পণ্যটি। বিশেষভাবে জনপ্রিয় দারাজ ক্যাম্পেইন উপলক্ষে দারুণ সব ডিল অপেক্ষা করছে আপনার জন্য, জানতে এখনই ভিজিট করুন বিশ্বের সবচেয়ে বড় অনলাইন শপে।

অ্যাপ থেকে সহজে শপিং করার পদ্ধতি

চলুন একনজরে দেখে নেয়া যাক দারাজ অ্যাপের মাধ্যমে কিভাবে অতি সহজে সারতে পারবেন অনলাইন শপিং

১) আপনার ফোনে যদি এখনও নতুন দারাজ অ্যাপটি না থাকে তবে দ্রুত গুগল প্লেস্টোরের এই ঠিকানায় গিয়ে ইনস্টল করে নিন কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এই অত্যাধুনিক অ্যাপটি।

daraz-app (দারাজ অ্যাপ)

২) এবার দারাজ অ্যাপটি ওপেন করে উপরের সার্চবার কিংবা ব্যানারের নিচে একেবারে ডান কোণার লাল কালি চিহ্নিত ‘ধরণ’ বা ‘Categories’ মেনুর মাধ্যমে পছন্দের পণ্যটি বেছে নিয়ে ক্লিক করুন।

daraz-app (দারাজ অ্যাপ)

৩) যেখানে আপনার পণ্য ডেলিভারি দেয়া হবে সেই ঠিকানা যদি পরিবর্তন করতে চান, তবে প্রোডাক্ট পেইজে ডেলিভারি অপশনের নিচের দেয়া ঠিকানার পাশে ‘পরিবর্তন করুন’ বা ‘CHANGE’ বাটনে ক্লিক করে সহজেই ডেলিভারির ঠিকানা পরিবর্তন করে নিতে পারেন। তারপর নিচের ‘এখনই কিনুন’ বা ‘Buy Now’ বাটনে ক্লিক করে চেকআউট পেইজে যান।

daraz-app (দারাজ অ্যাপ)

৪) এবার চেকআউট পেইজের নিচের দিকে লাল কালি চিহ্নিত ঘরে ভাউচার কোডটি (যদি থাকে) লিখে ‘প্রযোজ্য’ বা ‘APPLY’ বাটনে ক্লিক করুন। এরপর একেবারে নিচের ‘অর্ডার প্লেস করুন’ বা ‘Place Order’ বাটনে ক্লিক করুন।

daraz-app (দারাজ অ্যাপ)

৫) এবার পেমেন্ট মেথড সিলেকশন পেইজের তিনটি অপশন ‘ক্রেডিট/ডেবিট কার্ড’, ‘বিকাশ’ ও ‘নগদ মূল্যে ডেলিভারি (ক্যাশ অন ডেলিভারি)’-এর মধ্য থেকে নিজের সুবিধানুযায়ী মূল্য পরিশোধের মাধ্যমটি নির্বাচন করুন।

daraz-app (দারাজ অ্যাপ)

৬) নির্বাচিত মেনুর মাধ্যমে নির্দিষ্ট পেমেন্ট পেইজে গেলে একেবারে নিচে ‘এখন পরিশোধ করুন’ বা ‘Pay Now’ বাটন দেখতে পাবেন। ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে সেখানে ক্লিক করলেই আপনার অর্ডারটি সফলভাবে গ্রহণ করে আপনাকে একটি অর্ডার নাম্বার প্রেরণ ও কবে নাগাদ আপনার অর্ডারটি ডেলিভার করা হবে তা জানিয়ে দেয়া হবে। ভবিষ্যতের জন্য অর্ডার নাম্বারটি সংরক্ষণ করুন। সেই সাথে আপনার ফোনে বা মেইলে একটি কনফার্মেশন মেসেজ পৌঁছে যাবে।

daraz-app (দারাজ অ্যাপ)

৭) এছাড়া বিকাশ পেমেন্ট মেথড নির্বাচন করলে পরবর্তী পেইজে আপনার অর্ডারটি গ্রহণ করে একটি রেফারেন্স নাম্বার প্রদান করা হবে। এরপর পেইজের নিচে উল্লেখিত পেমেন্টের নিয়মাবলিসমূহ অনুসরণ করে নিজের মোবাইল থেকে উক্ত রেফারেন্স নম্বরটি ব্যবহার করে বিকাশে পেমেন্ট করুন। 

daraz-app (দারাজ অ্যাপ)

কিংবা ডেবিট অথবা ক্রেডিট কার্ড নির্বাচন করে পরের পেইজে আপনার কার্ডের প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে কার্ডে অনলাইন পেমেন্ট নিশ্চিত করুন।

daraz-app (দারাজ অ্যাপ)

অভিনন্দন! আপনি সফলভাবে দারাজ বাংলাদেশে পছন্দের পণ্যটি অর্ডার করে ফেলেছেন। এরপর আপনাকে আর শুধু একটা কাজই করতে হবে, পছন্দের পণ্যটি দরজায় টোকা দেবার আগ পর্যন্ত অপেক্ষা। বুঝতেই পারছেন- এবার নিরাপদ অনলাইন শপিং হবে আরো দ্রুত গতিতে, আরো সহজে, দারাজ মোবাইল অ্যাপে। হ্যাপি শপিং !

নতুন বছরে সাফল্যের ধারা অব্যাহত রাখার প্রত্যয়ে নতুন রূপে এলো দারাজ!

অবশেষে নিজেদের নতুন লোগো ও ব্র্যান্ড লুক উন্মোচন করল দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ(daraz.com.bd)। বিগত বছরের ব্যাপক সাফল্যের ধারা অব্যাহত রাখতেই সকলের কাছে নিজেদের নতুন রুপে তুলে ধরল ইকমার্স প্ল্যাটফর্মটি।

দারাজ গ্রুপের প্রতিষ্ঠাতা ও সিইও বিয়ার্কে মিকেলসেন মনে করেন দারাজের এই নতুন সূচনা প্রতিষ্ঠানটিকে সামনের দিকে এগিয়ে নিতে অনন্য ভূমিকা রাখবে।

তিনি বলেন, বিগত ৭ বছরে দারাজের ব্যবসায়িক পরিধি অনেক বৃদ্ধি পেয়েছে এবং এখনই সময় দারাজের নতুন এক অধ্যায়ে পদাপর্ণ করার। নতুন এ অধ্যায়ে দারাজের মূল লক্ষ্য থাকবে ক্রেতার জন্য উন্নত এবং আনন্দদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করা। তিনি আরও বলেন, ব্র্যান্ডের নতুন লুক এখনও দারাজের মূল ভ্যালুগুলোই ধারণ করে, একই সাথে নতুন দারাজে যুক্ত হচ্ছে পারসোনালাইজড এক্সপেরিয়েন্স যাতে করে প্ল্যাটফর্মে ক্রেতা ও বিক্রেতা আরও দৃঢ়ভাবে সংযুক্ত হতে পারেন।

ব্র্যান্ডকে নতুন রূপে প্রকাশ করার পেছনে দারাজের অন্যতম উদ্দেশ্য হচ্ছে, দক্ষিণ এশিয়ার পাঁচটি দেশ যথা বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল এবং মিয়ানমারে দারাজকে মানুষের দৈনন্দিন জীবনের অন্যতম অংশে পরিণত করা।

মিকেলসেন আরও বলেন, “এই লক্ষ্য অর্জনের জন্য আমাদের গ্রাহকদের অভিজ্ঞতা উন্নত করতে হবে, গ্রাহকদের কেনাকাটার যাত্রার প্রতিটি ধাপে মানসম্পন্ন পণ্য ও সেবা নিশ্চিত করতে হবে এবং গ্রাহকদের বিনোদন প্রদান ও যুক্ত করার নতুন উপায় তৈরি করতে হবে. এসব গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আমাদের সেবা উন্নত ও বিকশিত করার ক্ষেত্রে ব্র্যান্ড রিফ্রেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

দারাজকে নতুন আঙ্গিকে হাজির করার ক্ষেত্রে অন্যতম পরিবর্তন হচ্ছে এর নতুন আইকন। কীভাবে ই-কমার্স প্ল্যাটফর্ম এসএমই বিক্রেতাদের ক্রেতাদের সাথে যুক্ত করছে, তা তুলে ধরতে প্রতীক হিসেবে কাজ করে আইকনটি। আইকনের কেন্দ্রে একটি তীর রয়েছে, যা প্রবৃদ্ধি এবং দ্রুত ডেলিভারিতে দারাজের বিশেষ গুরুত্ব প্রদানের ওপর আলোকপাত করে। এটি দেখতে একটি ‘প্লে বাটন’ এর মতো, যা ব্যবহারকারীদের জন্য আরও অসাধারণ কনটেন্ট অভিজ্ঞতা তৈরিতে দারাজ যে নিরলস উদ্ভাবন করছে, তা প্রকাশ করে।

দারাজ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদাল হক বলেন, “নতুন দারাজ এমন এক শপিং অভিজ্ঞতা নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে আসছে যা আগে কখনও ছিল না। আপনাদের সকলকে ই-কমার্সের নতুন এক যুগে স্বাগতম যেখানে দারাজ আপনার দৈনন্দিন জীবনের অংশ হিসেবে নতুন এক সংযোজন।

গ্রাহকের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে ও দারাজের অভ্যন্তরীন ব্র্যান্ড যেমন দারাজ মল, দারাজ মার্ট ইত্যাদির মাঝে সাধারণ অবিচ্ছন্দতা সৃষ্টি করতে এই নতুন যাত্রা গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। পাশাপাশি, দারাজ একটি নতুন ওয়েবসাইটও (Daraz.com) চালু করেছে, যা নতুন ব্র্যান্ডটিকে তুলে ধরবে এবং দারাজের পরিচয় ও এর কার্যক্রম সম্পর্কে মানুষকে আরও ভালোভাবে বুঝতে সহায়তা করবে।

দারাজে সেলার হওয়ার জন্য আপনার সম্পূর্ণ গাইড

আপনার কি ক্ষুদ্র বা মাঝারি ব্যবসা রয়েছে? বাড়িতে বসে আপনি যদি ব্যবসা থেকে আরও বেশি উপার্জন করতে চান বা নিজের ব্যবসা কে আরো বড় করতে চান তবে দারাজ সেলার মৈত্রী প্রোগ্রাম আপনার জন্য হতে পারে একটি চমৎকার সুযোগ।

বাংলাদেশের বৃহত্তম অনলাইন শপ দারাজে ১০০+ ক্যাটাগরিতে রয়েছে লক্ষ লক্ষ পণ্য- যেখান থেকে ডিজিটাল শপিং এর মাধ্যমে দেশের যেকোনো প্রান্ত থেকে কেনাকাটা করতে পারছে দশ লক্ষেরও বেশি গ্রাহক।

এবং এই প্রোগ্রামের সেরা আকর্ষণ? দারাজ মে ও জুন মাসের জন্য এই বিক্রেতাদেরকে ০% কমিশন চার্জ করবে!

সুতরাং, আজই দেশের বৃহত্তম অনলাইন শপিং ওয়েবসাইট দারাজের একটি অংশ হয়ে যান এবং দারাজের এক্সক্লুসিভ সব সুবিধা ব্যবহার করে নিজের ব্যবসাকে আরো প্রসারিত করুন!

কেন দারাজের একজন বিক্রেতা হবেন?

তথ্য প্রযুক্তির এই যুগে অনলাইন ব্যবসাই যে বাংলাদেশের সকল প্রকার বাণিজ্যের ভবিষ্যৎ হতে যাচ্ছে সে ব্যাপারে কারো সন্দেহ থাকার কথা নয়।

বিশ্বের অন্যতম ই-কমার্স জায়ান্ট আলিবাবা গ্রুপ দ্বারা দারাজকে অধিগ্রহণের ফলে, আপনি সহজেই বুঝতে পারবেন- বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় অনলাইন বাণিজ্য প্রযুক্তি এবং লজিস্টিক ব্যবহার করে কিভাবে ঘরে বসেই ব্যবসা পরিচালনার মাধ্যমে নিজের ব্যবসা ও উপার্জন বাড়িয়ে তোলা সম্ভব।

দারাজ সেলার মৈত্রী প্রোগ্রাম -এর সাথে যুক্ত হয়ে যেভাবে লাভবান হতে পারেন-

চলুন এক নজরে জেনে নেয়া যাক কিভাবে দারাজের সাথে সংযুক্ত হয়ে বাংলাদেশের অনলাইন মার্কেটপ্লেসে নিজের একটি শক্ত অবস্থান গড়ে তুলতে পারেন-

ব্যবসায় সহায়তা:

  • যেকোনো ক্ষুদ্র থেকে শুরু করে মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান দারাজে তাদের দোকান সেটআপ করে পেতে পারে ২৪/৭ ঘন্টার নিরবিচ্ছিন্ন ও ডেডিকেটেড কনসালটেন্সি। এছাড়া ফ্রী এনালিটিক্যাল টুলের মাধ্যমে ব্যবসায়ীরা পাচ্ছেন তাদের অনলাইন বিজনেসকে আরো প্রসারিত করার দারুন সুযোগ।

আর্থিক সহায়তা:

  • এই অস্থির সময়ে বিক্রেতাদের কিছুটা স্বস্তি দিতে দারাজ গ্রহণ করেছে ০% কমিশন উদ্যোগ। সকল নিবন্ধিত ও নতুন বিক্রেতারা ১ মে থেকে ৩০ জুন পর্যন্ত এই অফার উপভোগ করতে পারবেন। এছাড়া ফ্রী পিকআপ ও স্টোরেজ সুবিধা ছাড়াও আপনি পাবেন প্রমোশনাল ক্রেডিট ও প্যাকেজিং সুবিধা।

অনবোর্ডিং এবং প্রশিক্ষণ:

  • আপনি যদি দারাজ এর মাধ্যমে নিচের অনলাইন ব্যবসা কি আরো প্রসারিত করতে চান তবে ওয়েবিনার ও দারাজ ইউনিভার্সিটির আপনার জন্য থাকছে ফ্রি প্রশিক্ষণ ও অনলাইন সেলার এডুকেশন ব্যবস্থা।

এক্সপ্রেস সাইন-আপ:

  • নতুন বিক্রেতাদের জন্য থাকছে এক্সপ্রেস সাইন আপ ব্যবস্থা যার মাধ্যমে একজন বিক্রেতা ২ দিনেরও কম সময়ে দারাজে নিজের ব্যবসা শুরু করতে পারেন।

ফ্রী মার্কেটিং প্রমোশন:

  • কোন রকমের বাড়তি ফি ছাড়াই ফ্রী অন অ্যাপ প্রমোশনেরর মাধ্যমে আরো বেশি সংখ্যক ক্রেতার কাছে আপনার ব্যবসাকে পৌঁছে দিন আর উপভোগ করুন নিজের ব্যবসার দারুণ প্রসার।

দারাজ বিশ্বাস করে যে দারাজ সেলার মৈত্রী প্রোগ্রাম এর মাধ্যমে এই অস্থির সময়ে দেশের হাজার হাজার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান আবার তাদের নিজের পায়ে দাঁড়াতে পারবে। সেই সাথে লক্ষ লক্ষ অনলাইন গ্রাহকের কাছে নিজের ব্যবসাকে তুলে ধরে উপভোগ করতে পারবে বাংলাদেশের অনলাইন ব্যবসার সেরা সুবিধাগুলো।

কিভাবে দারাজে বিক্রেতা হবেন?

আপনি যদি দারাজে কিভাবে দোকান খুলবেন কিংবা দারাজে কিভাবে নিজের ব্যবসা শুরু করবেন তা জানতে চান, তবে দুশ্চিন্তার কোনো কারণ নেই। দারাজ অনলাইন শপে নিজের ব্যবসা শুরু করা খুবই সহজ ও ঝামেলাহীন।

এছাড়া আপনি দারাজ সেলার সাইনআপ পেইজে রেজিস্ট্রেশন করতে ও  নিচের ৩টি সহজ ধাপ অনুসরণ করতে পারেন-

ধাপ-১:

রেজিস্টার করুন ও পণ্য তালিকাভুক্ত করুন

  • দারাজ ওয়েবসাইটে যান এবং রেজিস্ট্রেশন করে আপনার পণ্য তালিকাভুক্ত করুন
  • আপনার ব্যক্তিগত এবং ব্যবসায়ের বিস্তারিত তথ্য দিন
  • আপনি দারাজে যে পণ্যগুলি বিক্রয় করতে চান সে সম্পর্কিত তথ্য প্রদান করুন

ধাপ-২:

অর্ডার গ্রহণ করুন এবং সারা বাংলাদেশে বিক্রয় করুন

  • আপনার পণ্য এবং ব্যবসার সমস্ত বিবরণ তালিকাভুক্ত হয়ে গেলে আপনি বিক্রয় শুরু করতে পারবেন
  • দারাজ সেলার সেন্টার অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে বিক্রেতাদের অর্ডার গ্রহণ এবং পরিচালনা করুন
  • কোন অর্ডার পেলে আপনার কাজ শুধু পণ্যটি প্যাকেজ করা পর্যন্তই। ক্রেতার কাছে প্যাকেজ শিপিং দারাজই পৌঁছে দেবে।

ধাপ-৩:

টাকা বুঝে নিন ও আপনার ব্যবসা বৃদ্ধি করুন

  • সরাসরি আপনার অ্যাকাউন্টে আপনার অর্ডারের অর্থ পৌঁছে যাবে
  • এভাবে আরো সহজে, আরও বেশি বিক্রয়ের মাধ্যমে আপনার ব্যবসা প্রসারণ শুরু করুন

তো আর দেরি কেন? আজই দারাজ সেলার মৈত্রী প্রোগ্রাম -এর মাধ্যমে সাইন আপ করুন এবং নিজের ব্যবসা বৃদ্ধি করুন বাংলাদেশের বৃহত্তম অনলাইন শপ দারাজের সাথে!

এখনই দারাজ সেলার সেন্টার অ্যাপটি ডাউনলোড করে হাতের মুঠোয় নিয়ে নিন নিজের সম্পূর্ণ ব্যবসা, সবচেয়ে সহজ পদ্ধতিতে!

DARAZ SELLER APP copy 1