অনলাইনে কাপড় ও পোশাক ব্যবসা সম্মৃদ্ধ করার ৬ টি দারুন কৌশল একনজরে!
আপনার ব্যবসায় সবচেয়ে বেশি ক্রেতা ও মুনাফার সান্নিধ্য পেতে চান? অনলাইনে কাপড় বা পোশাক ব্যবসা আপনার জন্য কল্পনাতীত সুফল বয়ে আনতে পারে!
বস্তুত করোনার এই ক্রান্তিকালে সবাই যখন লোকাল মার্কেট ঘুরে কেনাকাটা পরিহার করে অনলাইন শপিং এর দিকে ঝুকছে, ঠিক সেই মুহূর্তে অনলাইনে পোশাক ব্যবসা শুরু করা আপনার জন্য যুগোপযোগী সিদ্ধান্ত হতে পারে!
আর যখন ফ্যাশনের প্রসঙ্গ আসে, আমরা প্রত্যেকেই অনলাইনে ব্লগের মাধ্যমে নতুন জামাকাপড় ও পোশাকের ডিজাইন খুঁজে থাকি। অনলাইনে আপনার কাঙ্খিত পোশাক ক্রেতাকে টার্গেট করতে যা সহায়ক ভূমিকা পালন করবে!
আপনি যদি একজন উদ্যোক্তা হয়ে থাকেন এবং একটি নিজস্ব কাপড়ের ব্যবসার মালিক হয়ে থাকেন, তাহলে অনলাইনে এই পোশাক ব্যবসাকে আরও বেশি সম্মৃদ্ধ করতে কিছু কৌশল জেনে নিতে পারেন স্বল্প পরিসরে!
১) আপনার লক্ষ্য ও উদ্দেশ্য ঠিক করুন
অনলাইনে আপনার স্টোর সেটআপ করার আগে সর্বপ্রথমে সকল পণ্যের তালিকা তৈরী করে ফেলুন। কাঙ্খিত মুনাফা অর্জনের লক্ষ্যে একটি সম্ভাব্য তালিকা করুন এবং সে অনুসারে আপনার পোশাক ব্যবসার লক্ষ্য ও উদ্দেশ্য ঠিক করুন।
এক্ষেত্রে নিম্নোক্ত কিছু বিষয়ে লক্ষ্য রাখা অতি জরুরীঃ
- আপনার ব্যবসার নাম
- ব্যবসার প্রয়োজনীয় নীতিমালা
- মুনাফা অর্জনের লক্ষমাত্রা
- আপনার অনলাইন শপ সম্পর্কে কিছু সূচনা বাক্য
২) প্রকৃত পণ্য বাছাই করুন
এখন আপনার ব্যবসায়িক উদ্যোগ সম্পর্কে যুগোপযোগী প্ল্যান করা দরকার, এজন্য কিছু বিষয়ে এখনি কাজ শুরু করা জরুরী। যখন আপনি ছেলেদের পোশাক, মেয়েদের পোশাক ও বাচ্চাদের পোশাক বিক্রয় করতে চাইবেন, সেক্ষেত্রে সেই পোশাক ক্যাজুয়াল নাকি ফর্মাল অথবা কোন নির্দিষ্ট ব্র্যান্ডের কিনা; সেসব বিষয় অবশ্যই খতিয়ে দেখা জরুরী। আপনার টার্গেট ক্রেতা খুঁজে পেতে এই পদক্ষেপ দারুন ভূমিকা পালন করবে।
৩) আপনার অনলাইন স্টোর উদ্বোধন করুন
আপনার অনলাইন স্টোর উদ্বোধন করে বিশাল ভার্চুয়াল ই-কমার্স দুনিয়ায় প্রবেশ করার এখনি সময়। আপনি বিভিন্ন উপায়ে একটি অনলাইন বিজনেস ওয়েবসাইট দাঁড় করাতে পারেন, যেখান থেকে ক্রেতারা আপনার পণ্য-সামগ্রী অর্ডার করতে পারবে অনায়াসে। একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অথবা যেকোন ই-কমার্স ওয়েবসাইটের মাধ্যমেই একটি অনলাইন শপ শুরু করা সম্ভব।
৪) পেশাদারি ব্যবসায়িক কার্যক্রমে বিনিয়োগ করুন
আপনার অনলাইন স্টোরের কার্যক্রম একবার শুরু হয়ে গেলে লক্ষ্য রাখতে হবে অধিক ট্র্যাফিক ও বিক্রয় বাড়ানোর দিকে। আপনার অনলাইন স্টোরে বিক্রয় বাড়াতে পোশাক কালেকশনকে আরও বেশি নান্দনিক পরিসরে সাজাতে হবে, ক্রেতাকে যত বেশি পরিমাণে আকৃষ্ট করতে পারবেন, ততই অধিক বিক্রয় ও মুনাফার দিকে অগ্রসর হতে পারবেন।
এক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে খেয়াল রাখতে পারেনঃ
- আপনার পণ্যকে সুন্দরভাবে উপস্থাপন করতে পেশাদার চিত্রগ্রাহক ও মডেল নিযুক্ত করতে পারেন,
- বেশি ট্র্যাফিক পেতে স্পন্সর করা অ্যাডের মাধ্যমে আপনার স্টোরের বিজ্ঞাপন দিতে পারেন,
- লিফলেট, পত্র-পত্রিকায় প্রেস রিলিজ এবং স্থানীয় ব্লগারদের মাধ্যমে অনলাইন স্টোরের প্রচার-প্রচারণা চালাতে পারেন।
৫) অনলাইনে আপনার স্টোরের উপস্থিতি জানান দিন
উপরোক্ত নিয়মাবলির আলোকে যদি আপনার অনলাইন স্টোর ইতোমধ্যে চলমান থাকে, তাহলে এখন স্টোরের অনলাইন প্রচার-প্রচারণায় মনোনিবেশ করা জরুরী। এসইও কিওয়ার্ড দ্বারা আপনার স্টোর ওয়েবপেজ অপ্টিমাইজ করার মাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে অনলাইনে ক্রেতার সাথে সার্বক্ষনিক মেল বন্ধন রক্ষা করা সম্ভব। অনলাইন স্টোরের সফল কেনাবেচায় যা যথার্থ বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করবে!
৬) ক্রেতাদেরকে যথাপোযুক্ত মতামত এবং রেটিং ও রিভিউ প্রদানে উৎসাহিত করুন
সব কথার শেষ কথা হল একজন সফলভাবে কেনাকাটা সম্পন্ন করা ক্রেতাকে পণ্য সম্পর্কে মূল্যবান মতামত, পজেটিভ রেটিং ও রিভিউ (ছবি সহ) প্রদানে উৎসাহিত করতে হবে। এই রেটিং-রিভিউ পরবর্তীতে অন্যান্য ক্রেতাকে আপনার অনলাইন স্টোরে পোশাক অর্ডারে উৎসাহ প্রদান করবে!
দারাজ সেলার প্রোগ্রামের মাধ্যমে রেজিস্ট্রেশন করুন এবং অনলাইনে আপনার পোশাক ব্যবসাটি সম্মৃদ্ধ করুন!
দারাজ বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন মার্কেটপ্লেস, যেখানে পাচ্ছেন অনলাইনে পণ্য বিক্রয়ের ঝামেলা বিহীন অভিজ্ঞতা! দারাজের মাধ্যমে খুব সহজেই লক্ষাধিক ক্রেতার কাছে পৌছে যাওয়া সম্ভব। উল্লেখ্য, বর্তমানে দারাজের রয়েছে ১০০ টির বেশি ক্যাটাগোরির আওতাভুক্ত প্রায় ২০ লক্ষাধিক পণ্য!
কিভাবে দারাজে বিক্রয় করবেন?
দারাজে ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় করা এখন সবচেয়ে সোজা!
দারাজে সেলার হওয়ার জন্য দারাজ সেলার সাইন আপ পেজে ভিজিট করুন এবং উল্লিখিত পদক্ষেপ সমূহ সঠিকভাবে অনুসরণ করুন। ঠিক এভাবেই আপনি দারাজে ইলেকট্রনিক্স পণ্যের সেলার হতে পারবেন!
দারাজে সেলার হওয়ার সুবিধাঃ
⇒ সারা বাংলাদেশ জুড়ে লক্ষাধিক ক্রেতার সঙ্গে যুক্ত হতে পারবেন।
⇒ নতুন সেলারদের জন্য দারাজে আছে এক্সপ্রেস সাইন-আপ সুবিধা, যার মাধ্যমে মাত্র ২ দিনের কম সময়ে দারাজে বিক্রয় শুরু করতে পারবেন!
⇒ প্রত্যেক সেলারকে ফ্রি অ্যানালিটিকস টুল ব্যবহারের সুবিধা দেওয়া হয়, যা তাদের ডিজিটাল ভেনচারগুলোকে অপটিমাইজ করতে সহায়তা করে।
⇒ নতুন সেলারদের জন্য কোন লিস্টিং ফি নেই, পণ্য বিক্রয়ের পরও পরিশোধ করা সম্ভব!
⇒ আপনার অর্ডারের জন্য সবচেয়ে দ্রুত ও বিশ্বস্ত শিপিং সুবিধা পাচ্ছ।
⇒ আপনি সময়মত নিরাপদ পেমেন্টের বিষয়ে আশ্বস্ত থাকতে পারেন।
⇒ পণ্য নিষ্পত্তি সহ অন্যান্য কাজের সার্বিক সহযোগিতায় আপনাকে প্রোফেশনাল সার্ভিস প্রদান করা হবে।
আরও পড়তে পারেন,