দারাজ ১১.১১ সেল ক্যাম্পেইনে আবারও পাবেন ডাবল টাকা ভাউচার!

আসছে ১১ নভেম্বর বাংলাদেশে দারাজ আবারো আয়োজন করতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় অনলাইন ক্যাম্পেইন দারাজ ১১.১১ সেল ২০২০। একদিনের এই বিশাল ক্যাম্পেইনে আপনার পছন্দের পণ্যের উপর থাকছে ব্যাপক ছাড়। পাশাপাশি বিভিন্ন ভাউচারের সমন্বয়ে একটি উল্লেখযোগ্য শপিং ফেস্টিভালের অংশ হতে যাচ্ছেন আপনিও। কিন্তু এত কিছুর পরও ডাবল টাকা ভাউচার না থাকলে কি অনলাইনে শপিং জমে? তাই আপনাদের সুবিধার কথা চিন্তা করেই আসন্ন দারাজ এগারো এগারো (১১.১১) ক্যাম্পেইনে আবারও হাজির হচ্ছে সেই কাঙ্ক্ষিত ডাবল টাকা ভাউচার!

BABC47FD B538 43BA BD13 6E8852367829 20201022161838

যেসব ডাবল টাকা ভাউচার থাকছে এবারের দারাজ ১১.১১ সেল ক্যাম্পেইনে

ডাবল টাকা ভাউচার
ডাবল টাকা ভাউচারের নাম ডিসকাউন্টের পরিমাণ সর্বনিম্ন পরিশোধযোগ্য টাকা
DBL – 500 BDT 500 BDT 1,000
DBL – 1000 BDT 1,000 BDT 2,000
DBL – 2000 BDT 2,000 BDT 4,000
DBL – 5000 BDT 5,000 BDT 10,000
DBL – 10000 BDT 10,000 BDT 20,000

কিভাবে ডাবল টাকা ভাউচার গুলো ব্যবহার করা যাবে?

১) ডাবল টাকা ভাউচার চালু হবে ২৭ ও ২৯ অক্টোবর সহ পহেলা, পঞ্চম ও দশম নভেম্বরে

২) একজন ক্রেতা একটি ডাবল টাকা ভাউচার একবারই জিততে পারবেন

৩) ডাবল টাকা ভাউচার এর ডিসকাউন্ট উপভোগ করা যাবে ১১ নভেম্বরেই

৪) এই ডিসকাউন্ট উপভোগ করতে চাইলে ভাউচার প্রতি একটি সর্বনিম্ন পরিমাণ টাকা পরিশোধ করতে হবে 

৫) পাশাপাশি ক্রেতারা ব্র্যান্ড ভাউচারও উপভোগ করতে পারবেন

৬) ডাবল টাকা ভাউচার জিততে নির্ধারিত সময়ের মধ্যে ক্রেতারা ৫ বার অংশগ্রহণ করতে পারবেন

৭) দারাজ অ্যাপের ‘মাই ভাউচার’ অপশন থেকে ক্রেতারা ভাউচার সমূহের বিবরণ জেনে নিতে পারেন

৮) ডাবল টাকা ভাউচার শুধুমাত্র দারাজ অ্যাপের শেক শেক ফিচারের মাধ্যমেই উপভোগ করা সম্ভব

৯) ডাবল টাকা ভাউচার শুধুমাত্র ডিজিটাল প্রোডাক্ট, বেবি টোডলার ফুড, বেবি ডায়াপার, মেডিসিন, পিয়রইট, রিয়েলমি এবং স্যামসাং এম৪০ ছাড়া অন্যান্য সকল পণ্যের জন্যই প্রযোজ্য

১০) ডাবল টাকা ভাউচার সমূহ অফেরতযোগ্য ভাউচার।

তাই আর দেরি না করে ডাবল টাকা ভাউচার এর স্টক শেষ হওয়ার পূর্বেই দারাজ অ্যাপ শেক করে সংগ্রহ করে ফেলুন, আর দারাজ ১১.১১ সেল ক্যাম্পেইনে উপভোগ করুন সেরা শপিং এর আনন্দ।            

আরও দেখতে পারেন,

>>Double Taka Voucher for Daraz 11.11 Sale 2020<<

unnamed

দারাজে সেলার হওয়ার জন্য আপনার সম্পূর্ণ গাইড

আপনার কি ক্ষুদ্র বা মাঝারি ব্যবসা রয়েছে? বাড়িতে বসে আপনি যদি ব্যবসা থেকে আরও বেশি উপার্জন করতে চান বা নিজের ব্যবসা কে আরো বড় করতে চান তবে দারাজ সেলার মৈত্রী প্রোগ্রাম আপনার জন্য হতে পারে একটি চমৎকার সুযোগ।

বাংলাদেশের বৃহত্তম অনলাইন শপ দারাজে ১০০+ ক্যাটাগরিতে রয়েছে লক্ষ লক্ষ পণ্য- যেখান থেকে ডিজিটাল শপিং এর মাধ্যমে দেশের যেকোনো প্রান্ত থেকে কেনাকাটা করতে পারছে দশ লক্ষেরও বেশি গ্রাহক।

এবং এই প্রোগ্রামের সেরা আকর্ষণ? দারাজ মে ও জুন মাসের জন্য এই বিক্রেতাদেরকে ০% কমিশন চার্জ করবে!

সুতরাং, আজই দেশের বৃহত্তম অনলাইন শপিং ওয়েবসাইট দারাজের একটি অংশ হয়ে যান এবং দারাজের এক্সক্লুসিভ সব সুবিধা ব্যবহার করে নিজের ব্যবসাকে আরো প্রসারিত করুন!

কেন দারাজের একজন বিক্রেতা হবেন?

তথ্য প্রযুক্তির এই যুগে অনলাইন ব্যবসাই যে বাংলাদেশের সকল প্রকার বাণিজ্যের ভবিষ্যৎ হতে যাচ্ছে সে ব্যাপারে কারো সন্দেহ থাকার কথা নয়।

বিশ্বের অন্যতম ই-কমার্স জায়ান্ট আলিবাবা গ্রুপ দ্বারা দারাজকে অধিগ্রহণের ফলে, আপনি সহজেই বুঝতে পারবেন- বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় অনলাইন বাণিজ্য প্রযুক্তি এবং লজিস্টিক ব্যবহার করে কিভাবে ঘরে বসেই ব্যবসা পরিচালনার মাধ্যমে নিজের ব্যবসা ও উপার্জন বাড়িয়ে তোলা সম্ভব।

দারাজ সেলার মৈত্রী প্রোগ্রাম -এর সাথে যুক্ত হয়ে যেভাবে লাভবান হতে পারেন-

চলুন এক নজরে জেনে নেয়া যাক কিভাবে দারাজের সাথে সংযুক্ত হয়ে বাংলাদেশের অনলাইন মার্কেটপ্লেসে নিজের একটি শক্ত অবস্থান গড়ে তুলতে পারেন-

ব্যবসায় সহায়তা:

  • যেকোনো ক্ষুদ্র থেকে শুরু করে মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান দারাজে তাদের দোকান সেটআপ করে পেতে পারে ২৪/৭ ঘন্টার নিরবিচ্ছিন্ন ও ডেডিকেটেড কনসালটেন্সি। এছাড়া ফ্রী এনালিটিক্যাল টুলের মাধ্যমে ব্যবসায়ীরা পাচ্ছেন তাদের অনলাইন বিজনেসকে আরো প্রসারিত করার দারুন সুযোগ।

আর্থিক সহায়তা:

  • এই অস্থির সময়ে বিক্রেতাদের কিছুটা স্বস্তি দিতে দারাজ গ্রহণ করেছে ০% কমিশন উদ্যোগ। সকল নিবন্ধিত ও নতুন বিক্রেতারা ১ মে থেকে ৩০ জুন পর্যন্ত এই অফার উপভোগ করতে পারবেন। এছাড়া ফ্রী পিকআপ ও স্টোরেজ সুবিধা ছাড়াও আপনি পাবেন প্রমোশনাল ক্রেডিট ও প্যাকেজিং সুবিধা।

অনবোর্ডিং এবং প্রশিক্ষণ:

  • আপনি যদি দারাজ এর মাধ্যমে নিচের অনলাইন ব্যবসা কি আরো প্রসারিত করতে চান তবে ওয়েবিনার ও দারাজ ইউনিভার্সিটির আপনার জন্য থাকছে ফ্রি প্রশিক্ষণ ও অনলাইন সেলার এডুকেশন ব্যবস্থা।

এক্সপ্রেস সাইন-আপ:

  • নতুন বিক্রেতাদের জন্য থাকছে এক্সপ্রেস সাইন আপ ব্যবস্থা যার মাধ্যমে একজন বিক্রেতা ২ দিনেরও কম সময়ে দারাজে নিজের ব্যবসা শুরু করতে পারেন।

ফ্রী মার্কেটিং প্রমোশন:

  • কোন রকমের বাড়তি ফি ছাড়াই ফ্রী অন অ্যাপ প্রমোশনেরর মাধ্যমে আরো বেশি সংখ্যক ক্রেতার কাছে আপনার ব্যবসাকে পৌঁছে দিন আর উপভোগ করুন নিজের ব্যবসার দারুণ প্রসার।

দারাজ বিশ্বাস করে যে দারাজ সেলার মৈত্রী প্রোগ্রাম এর মাধ্যমে এই অস্থির সময়ে দেশের হাজার হাজার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান আবার তাদের নিজের পায়ে দাঁড়াতে পারবে। সেই সাথে লক্ষ লক্ষ অনলাইন গ্রাহকের কাছে নিজের ব্যবসাকে তুলে ধরে উপভোগ করতে পারবে বাংলাদেশের অনলাইন ব্যবসার সেরা সুবিধাগুলো।

কিভাবে দারাজে বিক্রেতা হবেন?

আপনি যদি দারাজে কিভাবে দোকান খুলবেন কিংবা দারাজে কিভাবে নিজের ব্যবসা শুরু করবেন তা জানতে চান, তবে দুশ্চিন্তার কোনো কারণ নেই। দারাজ অনলাইন শপে নিজের ব্যবসা শুরু করা খুবই সহজ ও ঝামেলাহীন।

এছাড়া আপনি দারাজ সেলার সাইনআপ পেইজে রেজিস্ট্রেশন করতে ও  নিচের ৩টি সহজ ধাপ অনুসরণ করতে পারেন-

ধাপ-১:

রেজিস্টার করুন ও পণ্য তালিকাভুক্ত করুন

  • দারাজ ওয়েবসাইটে যান এবং রেজিস্ট্রেশন করে আপনার পণ্য তালিকাভুক্ত করুন
  • আপনার ব্যক্তিগত এবং ব্যবসায়ের বিস্তারিত তথ্য দিন
  • আপনি দারাজে যে পণ্যগুলি বিক্রয় করতে চান সে সম্পর্কিত তথ্য প্রদান করুন

ধাপ-২:

অর্ডার গ্রহণ করুন এবং সারা বাংলাদেশে বিক্রয় করুন

  • আপনার পণ্য এবং ব্যবসার সমস্ত বিবরণ তালিকাভুক্ত হয়ে গেলে আপনি বিক্রয় শুরু করতে পারবেন
  • দারাজ সেলার সেন্টার অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে বিক্রেতাদের অর্ডার গ্রহণ এবং পরিচালনা করুন
  • কোন অর্ডার পেলে আপনার কাজ শুধু পণ্যটি প্যাকেজ করা পর্যন্তই। ক্রেতার কাছে প্যাকেজ শিপিং দারাজই পৌঁছে দেবে।

ধাপ-৩:

টাকা বুঝে নিন ও আপনার ব্যবসা বৃদ্ধি করুন

  • সরাসরি আপনার অ্যাকাউন্টে আপনার অর্ডারের অর্থ পৌঁছে যাবে
  • এভাবে আরো সহজে, আরও বেশি বিক্রয়ের মাধ্যমে আপনার ব্যবসা প্রসারণ শুরু করুন

তো আর দেরি কেন? আজই দারাজ সেলার মৈত্রী প্রোগ্রাম -এর মাধ্যমে সাইন আপ করুন এবং নিজের ব্যবসা বৃদ্ধি করুন বাংলাদেশের বৃহত্তম অনলাইন শপ দারাজের সাথে!

এখনই দারাজ সেলার সেন্টার অ্যাপটি ডাউনলোড করে হাতের মুঠোয় নিয়ে নিন নিজের সম্পূর্ণ ব্যবসা, সবচেয়ে সহজ পদ্ধতিতে!

DARAZ SELLER APP copy 1