কিভাবে হতে পারবেন দারাজ সেলার? 77 24516

দেশের বৃহত্তম অনলাইন শপ দারাজের মাধ্যমে আপনি সহজেই পণ্য বিক্রয় করতে পারবেন। দারাজে পণ্য বিক্রি করার মতো টাকা ইনকাম করার সহজ উপায় বাংলাদেশে খুব কমই আছে। দারাজের মাধ্যমে পণ্য বিক্রয় করলে সবসময়ের মতই থাকছে বিশেষ কিছু সুবিধা, যেমন দারাজের মাধ্যমে আপনি পৌঁছে যেতে পারবেন লাখো ক্রেতার কাছে, বিনামূল্যে তালিকাভুক্ত হতে পারবেন দারাজ বাংলাদেশ ওয়েবসাইটে(daraz.com.bd), পাবেন নিরাপদ ও নির্বিঘ্নে পেমেন্টের সুবিধা এবং আরো হরেক রকমের সুযোগ-সুবিধা। এবার চলুন জেনে নেই ৫ টি সহজ ধাপের কথা যেভাবে খুব সহজেই দারাজের সেলার হওয়া যাবে।

sell on daraz

দারাজ বাংলাদেশে সেলার হবার সহজ পদ্ধতি

প্রথম ধাপ- সাইন আপ করুন

দারাজ বিক্রেতা কেন্দ্র লগইন পেইজে যান এবং আপনার দ্রুত নিবন্ধন সম্পূর্ণ করুন। শুধুমাত্র আপনার ফোন নম্বর দিয়ে আমাদের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে আপনার অ্যাকাউন্ট তৈরি করুন।

Sign up page for daraz seller

দ্বিতীয় ধাপ- প্রোফাইলে তথ্য যোগ করুন

আপনার ইমেল এবং স্টোরের নাম প্রদান করে আপনার প্রোফাইল সম্পূর্ণ করুন যাতে আমরা আপনাকে সনাক্ত করতে পারি।

Add profile information of daraz seller

তৃতীয় ধাপ- ঠিকানা বিবরণ প্রদান করুন

আপনার ব্যবসার সমস্ত ঠিকানা বিবরণ প্রদান করুন ।

Daraz seller address information

চতুর্থ ধাপ- আইডি এবং ব্যাঙ্ক তথ্য যোগ করুন

আপনার আইডি এবং ব্যবসা সম্পর্কিত বিবরণ যোগ করুন। অর্থপ্রদানের জন্য প্রয়োজনীয় ব্যাঙ্ক তথ্য অন্তর্ভুক্ত করুন।

ID and bank information verification of daraz seller

পঞ্চম ধাপ- পণ্য তালিকাভুক্ত করুন

বিক্রেতা কেন্দ্রের মাধ্যমে আপনার দোকানে পণ্য যোগ করুন। মান নিয়ন্ত্রণের মধ্য দিয়ে যাওয়ার পরে আপনার পণ্যগুলি লাইভ হওয়ার সাথে সাথে বিক্রি শুরু করুন।

Add products on daraz after registration

অভিনন্দন! এখন আপনি সবাই দারাজ অনলাইন শপের একজন সফল বিক্রেতা হওয়ার জন্য প্রস্তুত। আরও যেকোন সহায়তার জন্য, আপনি দারাজ বিক্রেতা কেন্দ্রের হেল্পলাইন নম্বর (+88) 096 100 00 123 ব্যবহার করতে পারেন।

পণ্য তালিকাভুক্ত হওয়ার পর এখন আপনি সহজেই অর্ডার গ্রহন করতে পারবেন এবং সারাদেশে পণ্য বিক্রয় করতে পারবেন। দারাজ সেলার সেন্টারের মাধ্যমে পরিচালনা করুন গ্রহণকৃত অর্ডার।

অর্ডার গ্রহণের পর, পণ্য মোড়কজাত করে বাকিটা ছেড়ে দিন দারাজের উপর অথবা মোড়কজাত পণ্যগুলো চাইলে পৌঁছে দিতে পারেন দারাজের পার্টনার লোকেশনে। উল্লেখ্য, দারাজ ফার্স্ট সার্ভিসের মাধ্যমে আপনি শুধুমাত্র দারাজকে পণ্য পৌঁছে দিলেই, দারাজ আপনার পণ্য সংরক্ষণ, মোড়কজাতকরণ এবং ডেলিভারি করবে।

সহজেই আপনার অ্যাকাউন্ট-এ পৌঁছে যাবে পেমেন্ট এবং আপনি নিশ্চিন্তে প্ল্যান করুন কিভাবে ব্যবসার পরিধি বাড়াবেন। উল্লিখিত সহজ প্রক্রিয়া অনুযায়ী, সেলফ সাইন আপের মাধ্যমে আপনি সহজেই পারবেন আপনার পন্যের বিক্রয় বাড়াতে। তাই দেরি না করে আজই সাইন আপ করুন। হ্যাপি সেলিং!

এখনি ডাউনলোড করুন দারাজ সেলার সেন্টার অ্যাপ

download the daraz seller center app

sell on daraz

আরও পড়ুনঃ

কিভাবে দারাজে অ্যাফিলিয়েট পার্টনার হবেন?

Spread the love
Previous ArticleNext Article

77 Comments

        1. আমাদের একটি ইনভয়েস বিল সফটওয়্যার দিলে ভালো হতো। প্রতি মাসে দারাজ থেকে কত টাকা লাভ হচ্ছে তা খুব সহজেই জানতে পারতাম।

    1. অর্ডার হওয়া পণ্যটি আপনার নিকটস্থ দারাজের ড্রপ অফ পয়েন্টে পৌঁছে দিলেই আপনার পণ্যটি আমরা পৌঁছে দেবো নির্দিষ্ট গ্রাহকের কাছে।

  1. আমি দারাজ একটি সেলার একাউন্ট খুলেছিলাম সেলার একাউন্ট এর তিনটি ধাপ সম্পন্ন করেই আছি এবং দারাজ থেকে একে ইমেইলে ম্যাটেরিয়াল বক্স ক্রয় করিয়াছি কিন্তু এখন আমি প্রোডাক্ট রেডি করতে পারছিনা প্রায় 80 পার্সেন্ট রেডি হয় কিন্তু সম্পূর্ণটা রেডি হয়না এমন এমতাবস্থায় আমি কি করতে পারি যদি একটু দেখিয়ে দিতেন নতুন সেলার কিভাবে প্রডাক্ট রেডি ফর্ম সম্পূর্ণরূপে সহজে পূরণ করতে পারে। দারাজ কত টাকা মূল্যের পণ্য কত পারসেন্ট দারাজ কে দিতে হয়

    1. ধন্যবাদ।
      বিস্তারিত সাহায্যের জন্য এখানে ক্লিক করে দারাজ ইউনিভার্সিটির কোর্সগুলো শুরু থেকে দেখলে অনেকটাই পরিষ্কার ধারণা পেয়ে যাবেন।

        1. দারাজ সেলার হওয়ার জন্য নিচের নাম্বারে কল করুন
          (+88) 096 100 00 123
          সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬টা

          বা ক্লিক করতে পারেন নিচের লিঙ্কে-
          https://www.daraz.com.bd/sell-on-daraz/

          বিস্তারিত জানতে লিঙ্কের গাইডটি ফলো করুন-
          https://blog.daraz.com.bd/2020/05/13/guide-to-become-a-daraz-seller/

          Call Daraz Seller Hotline (+88) 096 100 00 123 for any kind of assistance

  2. আমি বগুড়া থাকি ত্রকাউন্ট করেছিলাম রিজেক্ট করে দিছে বলতেছে আমরা ত্রই লোকেশন থেকে সেলার নিচ্ছী না নওগা লোকেশন দিয়ে করছিলাম সেম অবস্থা আপনারা র্বতামানে কোথায় কোথায় থেকে সেলার নিচ্ছেন জানাবেন পিল্জ

  3. আমি বগুড়া থাকি ত্রকাউন্ট করেছিলাম রিজেক্ট করে দিছে বলতেছে আমরা ত্রই লোকেশন থেকে সেলার নিচ্ছী না নওগা লোকেশন দিয়ে করছিলাম সেম অবস্থা আপনারা র্বতামানে কোথায় কোথায় থেকে সেলার নিচ্ছেন জানাবেন পিল্জআমি বগুড়া থাকি ত্রকাউন্ট করেছিলাম রিজেক্ট করে দিছে বলতেছে আমরা ত্রই লোকেশন থেকে সেলার নিচ্ছী না নওগা লোকেশন দিয়ে করছিলাম সেম অবস্থা আপনারা র্বতামানে কোথায় কোথায় থেকে সেলার নিচ্ছেন জানাবেন পিল্জ

    1. দারাজ সেলার হওয়ার জন্য নিচের নাম্বারে কল করুন
      (+88) 096 100 00 123
      সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬টা

      বা লিঙ্কের গাইডটি ফলো করুন-
      https://blog.daraz.com.bd/2020/05/13/guide-to-become-a-daraz-seller/

      Call Daraz Seller Hotline (+88) 096 100 00 123 for any kind of assistance

    1. অবশ্যই পারবেন। দারাজ সেলার হওয়ার জন্য নিচের নাম্বারে কল করুন
      (+88) 096 100 00 123
      সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬টা

      বা ক্লিক করতে পারেন নিচের লিঙ্কে-
      https://www.daraz.com.bd/sell-on-daraz/

      বিস্তারিত জানতে লিঙ্কের গাইডটি ফলো করুন-
      https://blog.daraz.com.bd/2020/05/13/guide-to-become-a-daraz-seller/

      Call Daraz Seller Hotline (+88) 096 100 00 123 for any kind of assistance

মন্তব্য করুন

কিভাবে অনলাইনে টাকা আয় করতে পারবেন বাংলাদেশে (২০২৪)? 25 50341

সহজে টাকা ইনকাম বা আয় করার উপায়

টাকা ইনকাম করার সহজ উপায় বাংলাদেশে কি কি আছে তা অনেকেই জানতে চান। এমন অনেক লোক আছেন যারা ছাত্র থাকাকালীন বাংলাদেশে ঘরে বসে অনলাইনে টাকা আয় করার মাধ্যমে নিজের ব্যয় পরিচালনা করতে চান। আবার অনেকে বাংলাদেশের সেরা অনলাইন আর্নিং সাইট কোনটি বা কোনও খরচ ছাড়াই অনলাইনে কিভাবে টাকা ইনকাম করা যায় বা কীভাবে অর্থ উপার্জন করতে হয়; সে সম্পর্কে জানতে চান।

আপনি যদি ছাত্রদের জন্য অনলাইনে আয় বা শিক্ষার্থীদের জন্য কোন বিনিয়োগ ছাড়াই অনলাইনে কীভাবে ফ্রি টাকা ইনকাম করা যায় বা ঘরে বসে কিভাবে সহজে টাকা আয় করা যায়, সে ব্যাপারে জানতে আগ্রহী এবং বাংলাদেশের অনলাইন উপার্জনকারী সাইটগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে উদগ্রীব, তবে আপনি সঠিক জায়গায় আছেন। আপনি কি টাকা ইনকাম করার ওয়েবসাইট খুঁজছেন? তাহলে অনলাইনে ইনকাম বাংলাদেশী সাইট অথবা অনলাইন ইনকাম সাইট লিখেও গুগোল সার্চ করতে পারেন।

sell on daraz

কিভাবে অনলাইনে অর্থ উপার্জন করতে হয় তার সম্পূর্ণ গাইড অনুসরণ করে অনলাইনে ইনকাম করার উপায় জেনে আপনিও সহজেই বাংলাদেশে অনলাইনে অর্থ উপার্জন করতে পারবেন। অনেকে ঘরে বসে টাকা আয় করতে চাই বলে গুগোলে সার্চ করে থাকেন; কিভাবে টাকা আয় করা যায় অথবা টাকা উপার্জন করা যায়, সেই আলোচনাই থাকছে আজকের পর্বে।

কিভাবে অনলাইনে টাকা ইনকাম করা যায় ?

  • ইকমার্স সাইটগুলোতে বিক্রয় করুন
  • অ্যাফিলিয়েট মার্কেটিং দিয়ে অর্থোপার্জন করুন
  • একজন রিসেলার হয়ে হয়ে উঠুন
  • আপনার অল্প ব্যবহৃত পণ্য বিক্রয় করুন
  • রাইড শেয়ারিং সার্ভিসের সাথে নিজেকে যুক্ত করুন
  • ফ্রিল্যান্সিং
  • আপনার গাড়িটি ভাড়ায় পরিচালনা করুন
  • জরিপ এর মাধ্যমে আয়
  • একজন গৃহশিক্ষক হয়ে উঠুন (অনলাইন / অফলাইন)
  • একটি ইউটিউব চ্যানেল শুরু করুন
  • একজন সফল ইনফ্লুয়েন্সার হয়ে উঠুন
  • একটি ব্লগ শুরু করুন
  • একজন লেখক হন
  • একজন পর্যালোচক হয়ে উঠুন
  • একজন খন্ডকালীন ফটোগ্রাফার হন
  • বিকাশের মাধ্যমে টাকা আয় করুন

আসুন এক ঝলক দেখে নেওয়া যাক কিভাবে বাংলাদেশে ঘরে বসে অনলাইনে বাংলাদেশি আর্নিং সাইট থেকে অর্থ উপার্জন করা যায়। আমাদের টিউটোরিয়ালটি অনুসরণ করে অনলাইনে টাকা ইনকাম করার সহজ উপায় সম্পর্কে জেনে নিতে পারেন।

বাংলাদেশে অনলাইনে কিভাবে ইনকাম করা যায়?

১। ইকমার্স সাইটগুলোতে বিক্রয় করুন

বাংলাদেশে খুব সহজে কিভাবে টাকা ইনকাম করা যায় এসব নিয়ে ভাবছেন? তবে সহজ একটি অনলাইন ইনকাম পদ্ধতি সম্পর্কে জেনে নেওয়া যাক। যেহেতু ই-বাণিজ্য খাতটি দিন দিন দ্রুত বাড়ছে, দারাজ বাংলাদেশের মতো এত জনপ্রিয় ও সবচেয়ে বড় ইকমার্স ওয়েবসাইটে পণ্য বিক্রি করা এখন অনলাইনে আয় করার নিশ্চিত উপায় হিসেবে গণ্য হয়। কিভাবে দারাজে বিক্রয়কারী হিসেবে সাইন আপ করবেন তা জেনে আপনি সহজেই অনলাইনে বিক্রয় শুরু করতে পারেন। ঘরে বসে অর্থ উপার্জন করার এটাও একটি সুবর্ণ সুযোগ।

দারাজে পণ্য বিক্রি করে টাকা ইনকাম করার সহজ উপায়

sell on daraz

২। অ্যাফিলিয়েট মার্কেটিং দিয়ে অর্থোপার্জন করুন

আপনার যদি কোনও ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, বা ফেসবুক পেজ থেকে থাকে, তবে অর্থ উপার্জনের জন্য সেরা অনলাইন মাধ্যম হতে পারে অ্যাফিলিয়েট মার্কেটিং। ফেসবুকে কিভাবে টাকা আয় করা যায়? ফেসবুকে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করা যায়। অনলাইনে নিশ্চিন্তে অর্থ উপার্জনের জন্য আপনি দারাজ অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোগ্রামটিতে আস্থা রাখতে পারেন, যেখানে বিকাশ সহ অন্যান্য পেমেন্ট মেথড ব্যবহারের সুযোগ রয়েছে।

কিভাবে দারাজে অ্যাফিলিয়েট পার্টনার হবেন?

daraz affiliate program sign up

৩। একজন রিসেলার হয়ে হয়ে উঠুন

একজন রিসেলার হয়েও বাংলাদেশে অর্থ উপার্জনের যথেষ্ট সুযোগ রয়েছে। এজন্য আপনাকে পুনরায় বিক্রয় উপযোগী সঠিক পণ্যটি বেছে নিতে হবে এবং তারপর যথাসম্ভব সর্বনিম্ন পাইকারি দামে থেকে ক্রয় করতে হবে। এরপর আপনার নিজস্ব প্রফিট মার্জিন সেট করতে পারলেই সে অনুযায়ী পণ্য বিক্রয় করে একজন সফল রিসেলার হিসেবে লাভবান হতে পারবেন আপনিও।

৪। আপনার অল্প ব্যবহৃত পণ্য বিক্রয় করুন

আপনার পুরনো ব্যবহৃত যেসব অক্ষত জিনিস অযোথা বাসায় পড়ে আছে, সেসব দ্রব্য সামগ্রী বিক্রি করেও অনলাইনে অর্থ উপার্জন করতে পারেন। বর্তমানে বাংলাদেশে বিক্রয় ডটকম, ইবাজার, ক্লিকবিডি সহ অসংখ্য পুরাতন মালামাল বিক্রির ওয়েবসাইট থেকে আপনি এই বিশেষ সুবিধা পেতে পারেন। এটাও শিক্ষার্থীদের জন্য বিনিয়োগ ব্যতীত অনলাইনে অর্থ উপার্জনের এক দুর্দান্ত উপায়।

৫। রাইড শেয়ারিং সার্ভিসের সাথে নিজেকে যুক্ত করুন

আপনার যদি মোটরসাইকেল অথবা কার থেকে থাকে, তাহলে পাঠাও, উবার, ওভাই, সহজ প্রভৃতি রাইডিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে সহজ আয়ের একটা বিশাল সুযোগ লুফে নিতে পারেন। এসব রাইডার ভিত্তিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে সাইন আপ করে আপনি অনলাইন আয়ের একটি মাধ্যম হিসেবে অর্থ উপার্জন শুরু করতে পারেন। এমন আরো অনেক অ্যাপ বা ওয়েবসাইট ভিত্তিক প্রতিষ্ঠান থেকে অনলাইনে অর্থ উপার্জন করা বেশ সহজ বটে। এছাড়া আপনি যদি সাইকেল দাম দিয়ে কিনে ফেলে রেখেছেন- এমন হয় তাহলে খুব সহজেই ফুড ডেলিভারি করে ভালো পরিমাণ অর্থ আয় করতে পারেন।

৬। ফ্রিল্যান্সিং

বাংলায় একটা প্রবাদ আছে, “থাকে কাজ তো সকালে সাজ, নেই কাজ তো খই ভাঁজ!” কিন্তু ফ্রিল্যান্সিং বর্তমানে এতটাই লাভজনক যে পেশাটিকে বর্তমানে অনেকে চাকরি ও ব্যবসা এর উপরে প্রাধান্য দিয়ে থাকেন। আর আপনি যদি সর্বাধিক নির্ভরযোগ্য অনলাইন অর্থোপার্জন উপযোগী সাইটগুলোর সন্ধান করে থাকেন বা ঘরে বসে কিভাবে আয় করা যায় তা জানতে চান, তবে ফ্রিল্যান্সিং সাইটগুলি আপনার জন্য সেরা সমাধান হতে পারে। আপনি আপওয়ার্ক, ফাইভার এবং ফ্রিল্যান্সার ডটকম এ আপনার দক্ষতা লিখে সহজেই অনলাইনে অর্থ উপার্জন করতে পারেন এবং ঘর থেকেই আপনার ক্লায়েন্টের জন্য কাজ করতে পারেন।

৭। আপনার গাড়িটি ভাড়ায় পরিচালনা করুন

আপনার যদি কোন গাড়ি থেকে থাকে তবে সেটা ভাড়ায় চালনা করে অর্থ উপার্জন করা সম্ভব। অর্থাৎ গাড়ি ভাড়া দিয়েই আপনি কোন কাজ ছাড়াই খুব সহজে অর্থ উপার্জন করতে পারছেন। এখন অনলাইনে গাড়ি ভাড়া দিয়ে অর্থ উপার্জনের জন্য কয়েকটি সেরা অ্যাপ ও ওয়েবসাইট রয়েছে।

৮। জরিপ এর মাধ্যমে আয়

বাংলাদেশে টাকা আয় করার জন্য বর্তমানে বেশ কয়েকটি সেরা ওয়েবসাইট রয়েছে যা বিভিন্ন বিষয় জরিপের মাধ্যমে অনলাইনে ওয়েবসাইট থেকে আয় করার সুযোগ দেয়। অর্থ উপার্জনের জন্য আপনাকে নির্দিষ্ট একটি জরিপে অংশ নিতে হবে। শিক্ষার্থীদের জন্য অনলাইনে টাকা আয় করার ওয়েবসাইট হিসেবে আপনি কয়েকটি সেরা অর্থের বিনিময়ে জরিপ সাইটগুলি খুঁজে পেতে পারেন।

৯। একজন গৃহশিক্ষক হয়ে উঠুন (অনলাইন / অফলাইন)

অফলাইনে ও অনলাইনে টাকা আয় করার অনেকগুলি উপায় রয়েছে। আর সেগুলোর মধ্যে অন্যতম একটি হল টিউশন। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য টিউশনি টাকা আয়ের এক দুর্দান্ত মাধ্যম হতে পারে। ছাত্র-ছাত্রীকে বাসায় গিয়ে পড়িয়ে অথবা ঘরে বসে অনলাইনে পড়ানোর মাধ্যমে টাকা ইনকাম করা এখন অনেক সহজ।

১০। একটি ইউটিউব চ্যানেল শুরু করুন

বাংলাদেশে বর্তমানে অনলাইনে টাকা আয়ের অতি উত্তম একটি মাধ্যম হল ইউটিউব। এটিকে বাংলাদেশের সেরা অনলাইন আয়ের সাইট হিসেবেও বিবেচনা করা হয়। আপনার যদি কোন ইউটিউব চ্যানেল থাকে তবে আপনি সহজেই অনলাইনে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন।

১১। একজন সফল ইনফ্লুয়েন্সার হয়ে উঠুন

বর্তমানে ইনফ্লুয়েন্সিং পেশাটি অনেক জনপ্রিয় হয়ে উঠতে শুরু করেছে। অনলাইনে সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুক, ইন্সটাগ্রাম অথবা ইউটিউব কিংবা ওয়েবসাইটের মাধ্যমেও আপনি একজন সফল ইনফ্লুয়েন্সার হয়ে অনলাইনে অর্থ উপার্জন করতে পারেন। এটি অনলাইনে টাকা ইনকাম করার একটি দুর্দান্ত উপায়। এই পেশার মাধ্যমে আপনি টার্গেট করা অডিয়েন্সকে প্রভাবিত করে কিছু নগদ টাকা আয় করে নিতে পারেন।

১২। একটি ব্লগ শুরু করুন

আপনি যদি কখনও অনলাইনে কিভাবে অর্থ উপার্জন করা যায় সেটা নিয়ে ভেবে থাকেন, তবে একটি ব্লগ শুরু করা হবে আপনার জন্য সহজ সমাধান। আপনি যদি গুগোল থেকে আপনার সাইটে একটি বড় অংকের অর্গানিক ট্র্যাফিক দখল করতে পারেন, তবে আপনার ওয়েবসাইটটি একটি আসল অনলাইন আয়ের সাইট হতে পারে।

১৩। একজন লেখক হন

আপনি যদি একজন লেখক হয়ে থাকেন, তবে ইজিটাইপিংজব এর মত প্রতিষ্ঠানগুলোর জন্য লেখালেখি করে টাকা আয় করতে পারবেন। বাংলাদেশের অনেক অনলাইন আর্নিং সাইটে কন্টেন্ট রাইটার হিসেবে অর্থ উপার্জন করা সম্ভব।

১৪। একজন পর্যালোচক হয়ে উঠুন

রিভিউ বা পর্যালোচনা এখন অনলাইন মার্কেটিং এর প্রবল সম্ভাবনার প্রতীক। এখন অনলাইনে পণ্য রিভিউ করে ঘরে বসেই পর্যাপ্ত টাকা আয় করতে পারেন।

১৫। একজন খন্ডকালীন ফটোগ্রাফার হন

শাটারস্টক ডটকমের মতো অনেকগুলি সেরা ওয়েবসাইট রয়েছে যেখানে আপনার সেরা ক্যাপচার করা ফটোগ্রাফ গুলো তাদের কাছে বিক্রি করে কিছু আয় করার সুযোগ দেয়। কেবল কিছু দুর্দান্ত ফটোগ্রাফি করেই নগদ অর্থ উপার্জনের একটি দুর্দান্ত উপায় হতে পারে এটি।

১৬। বিকাশের মাধ্যমে টাকা আয় করুন

অনলাইনে ইনকাম করার জন্য আরো অনেক গুলো বাস্তব সুযোগ রয়েছে। যেমন বিকাশে টাকা ইনকাম করার উপায় হিসেবে আপনি ঘরে বসে মোবাইল দিয়ে আয় করে বিকাশে টাকা পাচ্ছেন মোবাইলে। কিভাবে গেম খেলে টাকা আয় বিকাশে করা যায়, দেখে নিতে পারেন অনলাইনে। আপনি কি জানেন কিভাবে ভিডিও দেখে টাকা ইনকাম করা যায়? ভিডিও দেখে টাকা ইনকাম করে পেমেন্ট বিকাশে নিতে পারবেন বর্তমানে।

বাংলাদেশে টাকা ইনকাম করার সহজ উপায় আরো যেসব পদ্ধতিতে:

অনলাইনে কি কি কাজ করা যায় আর? গেম খেলে টাকা আয় বিকাশে করা যায়। আরো টাকা ইনকাম করার গেম আছে যেমন লুডু খেলে টাকা ইনকাম, জাভা গেম খেলে টাকা আয়, তাস খেলে টাকা ইনকাম, free fire খেলে টাকা ইনকাম, quiz খেলে টাকা আয় এমনকি টিকটক ও লাইকি থেকে টাকা ইনকাম এখন অনেক সহজ। অনলাইনে গেম খেলে টাকা ইনকাম করার অ্যাপস খুঁজে পেতে গেম খেলে টাকা আয় বা গেম খেলে টাকা ইনকাম লিখে সার্চ করতে পারেন।

আর google থেকে টাকা ইনকাম করতে এডসেন্স থেকে টাকা তোলার পদ্ধতি ও কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলব -এ সংক্রান্ত তথ্যে চোখ বুলিয়ে নিতে পারেন। আর টাকা আয় করার apps বা টাকা ইনকাম করার অ্যাপ অনলাইনে খুঁজে পেতে বাংলাদেশি app দিয়ে টাকা ইনকাম লিখে গুগোল সার্চ করতে পারেন। এক্ষেত্রে টাকা ইনকাম করার অ্যাপ লিখেও গুগোলে সার্চ করে দেখতে পারেন। আপনার মোবাইল দিয়ে টাকা আয় করা যায় কিভাবে সেটা জানার জন্য কিছু বিকাশে আয় করার সাইট দেখে নিতে পারেন। সেই সাথে ডলার আয় করার উপায় আছে অনলাইনে।

অনলাইনে উপার্জনের অনেকগুলি উপায় রয়েছে যেমন বাংলাদেশে বা পিপিসিতে বিজ্ঞাপন দেখে টাকা আয় বা ইনকাম, তবে এগুলোর মধ্যে অনেকগুলিই কেবল স্প্যাম। সুতরাং আপনার অনলাইন কাজ শুরু করার আগে আপনাকে অবশ্যই অনলাইন পেজ বা সাইটের সত্যতা পরীক্ষা করতে হবে। অনলাইনে কাজ শিখুন, আপনার দক্ষতা অনুযায়ী সহজেই কিছু অনলাইন কাজ পেতে পারেন। ভাগ্য সুপ্রসন্ন হোক।

sell on daraz

Spread the love

সহজ কিস্তিতে (ইএমআই) মোটর সাইকেল কিনুন দারাজ থেকে (২০২৪)! 70 46482

Last updated on জানুয়ারি 30th, 2024 at 11:33 পূর্বাহ্ন

সকাল-সন্ধ্যা ট্র্যাফিক জ্যামে বসে থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছেন? অনেকদিন ধরেই মনে মনে একটা মোটর সাইকেলের চাহিদা অনুভব করছেন, কিন্তু বাজেটের কথা ভেবে খুব একটা সুবিধা করতে পারছেন না? অথচ প্রতিদিন অনেকগুলো টাকা হাতের ফাঁক গলে রিকশা ও বাস ভাড়া বাবদ বেরিয়ে যাচ্ছে? যদি এর কোন একটি আপনার সাথে মিলে যায়, তবে হয়ত এই পোস্টটি নিশ্চিতভাবেই আপনাকে সাহায্য করতে পারে।

আপনি যদি ঢাকা শহরে বসবাস করেন আর মোটর সাইকেল চালানোর নিয়ম জানেন, তবে যাতায়াতের জন্য একটা মোটর সাইকেলের প্রয়োজনীয়তা আপনার থেকে ভালো আর কেইবা বুঝতে পারবে। প্রতিদিনের অফিস যাওয়ার দুর্ভোগ কমাতে মোটর সাইকেল হতে পারে আপনার বিশ্বস্ত সঙ্গী। সেইসাথে দৈনন্দিন পরিবহণ খরচ কমাতেও এর জুড়ি নেই।

tvs raider 125 motorcycle black and yellow bike

এছাড়া জরুরি প্রয়োজন বা একেবারে নিজের একটা বাহন থাকার মতো সুবিধা তো থাকছেই। এত এত সব সুবিধা সত্ত্বেও বাইক কেনার ব্যাপারে আমাদের সহজে সিদ্ধান্ত নিতে না পারার প্রধান কারন মোটর সাইকেলের দামমোটর সাইকেল কিনতে চাইলে বেশ ভালো পরিমাণের অর্থ প্রয়োজন হয়। অধিকাংশ ক্ষেত্রেই এত টাকা একসঙ্গে জোগাড় করাটা একজন মধ্যবিত্তের পক্ষে বেশ কষ্টসাধ্য। কিন্তু তাই বলে একবারে নিজের একটা মোটর সাইকেলের স্বপ্নটা অপূর্ণ রয়ে যাবে? 

কেন দারাজ থেকে মোটর সাইকেল কিনবেন?

আপনার স্বপ্নপূরন করতে বাংলাদেশের বৃহত্তম অনলাইন শপ দারাজ নিয়ে এলো ০% ইন্টারেস্টে দারুণ ইএমআই সুবিধা। এর ফলে আপনি সাধ্য নিয়ে খুব বেশি দুশ্চিন্তা না করেই সহজ কিস্তিতে সাধের মোটর সাইকেলটি কিনতে পারেন।

দারাজের এই ইএমআই সুবিধাটি পাওয়া এখন খুবই সহজসাধ্য একটা ব্যাপার। আর ০% ইন্টারেস্টের কারনে মাসিক কিস্তিতে মোটর সাইকেল এর মূল মূল্যের বাইরে কোনো রূপ বাড়তি টাকাও আপনাকে গুনতে হবে না। এছাড়া বিশ্বের সবচেয়ে বড় অনলাইন মোটরসাইকেল দোকানে বিশাল সব ডিসকাউন্ট ও ভাউচারের মাধ্যমে এখন নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের সাথে সাথে মোটরসাইকেলও কিনতে পারবেন অবিশ্বাস্য কম দামে। 

bike-buy-now-daraz.com.bd

কিন্তু এটুকু পড়েই যদি আপনি ভেবে থাকেন যে, সব সমস্যার সমাধান হয়ে গেল, তো বিশাল ভুল করলেন। কারন এবার আপনাকে খুঁজে বের করতে হবে নিজের পছন্দের মোটর সাইকেলটি। বাজেট অনুসারে শুধু পারফরম্যান্স, স্পিড, হ্যান্ডলিং, মাইলেজ, ইঞ্জিন; শুধু এগুলোই মানানসই হলে হবে না, বরং দেখতেও হতে হবে স্টাইলিশ।

সবমিলিয়ে একটা কম দামে ভালো মোটর সাইকেল খুঁজে বের করাটাও যথেষ্ট ঝক্কির কাজ। কিন্তু এটা অনেকটাই সহজ হয়ে আসতে পারে যদি আপনি নামী কোনো ব্র্যান্ড থেকে দেখেশুনে একটা ভাল মোটর সাইকেল বেছে নেন।

কিস্তিতে মোটরসাইকেল মূল্যতালিকা দেখে নেওয়া যাক একনজরে

মোটর সাইকেল ক্রয় বিক্রয় এর জন্য এখন অনলাইনই হতে পারে আপনার সবচেয়ে নির্ভরযোগ্য স্থান। দারাজের অনলাইন শপে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের মোটর সাইকেলের সর্বোচ্চ কালেকশন। হোন্ডা, ভেসপা, সুজুকি, টিভিএস মোটরসাইকেল, ওয়ালটন, অ্যাপ্রিলিয়া, কিওয়েসহ আরো সব নামকরা ব্র্যান্ডের মোটর সাইকেল পাওয়া যাবে কিস্তিতে। পছন্দের ব্র্যান্ড থেকে তাই সহজেই খুঁজে নিতে পারেন আপনার কাঙ্ক্ষিত বাইকটি।

এছাড়া এখানে আপনি পাবেন মোটর সাইকেল এর দাম অনুযায়ী ভালো বাইক এর মূল্য তালিকা, যেখানে মোটর সাইকেল ছবি ও মূল্যের সাথে তাদের স্পেসিফিকেশন সম্পর্কেও জানতে পারবেন।  পারফর্ম্যান্স ভেদে সর্বনিম্ন ৮০,০০০ টাকা থেকে শুরু করে ৩,০০,০০০ টাকা পর্যন্ত মূল্যের মোটর সাইকেল রয়েছে এখানে। সাথে সুবিধাজনক প্রাইস রেঞ্জ ব্যবহার করে নিজের কাঙ্ক্ষিত মোটর সাইকেল ও বাই সাইকেল খুঁজে পেতে পারেন সহজেই।

ব্র্যান্ডের নামমডেলের নামমূল্যতালিকাদারাজে কিস্তিতে পাব?
বাজাজ বাইকএভেঞ্জার এবিএস ১৬০ সিসি৳ ,২,৭৪,০০০হ্যাঁ
হোন্ডা মোটরসাইকেলহরনেট ১৬২.৭১ সিসি৳ ১,৫০,০০০হ্যাঁ
হিরো মটর সাইকেলহাঙ্ক প্যানথার ১৫০ সিসি৳ ১,৭৫,০০০হ্যাঁ
টিভিএস মোটরসাইকেলএপাচি আর টি আর ১৬০ সিসি৳ ১,৯৪,৯৯৯হ্যাঁ
ইয়ামাহা মটরসাইকেলএফ জেট এস ভার্সন ৩৳ ১,২৫,০০০হ্যাঁ
হিরো মটর সাইকেলহিরো গ্লামার বিএস ৪ ১২৫ সিসি৳ ১,৪০,০০০হ্যাঁ
জিপিএক্স ডেমন মটর সাইকেলক্যাফে রেসার ১৬৫ সিসি৳ ২,০৪,৯৯৯হ্যাঁ
জিপিএক্স মটর সাইকেলএফকেএম স্ট্রিট ফাইটার ১৬৫ সিসি৳ ১,৮৯,৯০০হ্যাঁ

এভেঞ্জার এবিএস ১৬০ সিসি

এভেঞ্জার এবিএস ১৬০ সিসি

হরনেট ১৬২.৭১ সিসি

হরনেট ১৬২.৭১ সিসি

হাঙ্ক প্যানথার ১৫০ সিসি

হাঙ্ক প্যানথার ১৫০ সিসি

এপাচি আর টি আর ১৬০ সিসি

apache rtr

এফ জেট এস ভার্সন ৩

এফ জেট এস ভার্সন ৩

হিরো গ্লামার বিএস ৪ ১২৫ সিসি

হিরো গ্লামার বিএস ৪ ১২৫ সিসি

ক্যাফে রেসার ১৬৫ সিসি

ক্যাফে রেসার ১৬৫ সিসি

এফকেএম স্ট্রিট ফাইটার ১৬৫ সিসি

এফকেএম স্ট্রিট ফাইটার ১৬৫ সিসি

এছাড়া দারাজে পাবেন বাইকের বিভিন্ন এক্সেসরিজ যেমন – হেলমেট, মাডগার্ড, মোটর সাইকেল চুরি প্রতিরোধী ডিস্ক লক, মোটর সাইকেল হ্যান্ডলারসহ আরো অনেক দরকারী উপকরণ।

Popular Bikes: Bajaj Discover 110 | Bajaj Discover 125 | Bajaj Pulsar 150 | TVS Metro | TVS Hunk | TVS Apache RTR 160

Popular Bicycle: Phoenix Tornado Cycle | Veloce Warrior 2.0

Spread the love