নতুন ডিজাইনের সালোয়ার কামিজ; ঈদ কালেকশন ২০২৩ 0 3737

বর্তমানে বাঙালী নারীদের পোষাক হিসেবে সালোয়ার কামিজের জনপ্রিয়তা বিশ্বব্যাপী। শুধু পরিধানে আরামদায়ক বলেই নয়, বাহারি ও আকর্ষণীয় ডিজাইনের কারণে ফ্যাশনে বৈচিত্র্য আনতেও স্টাইলিশ সালোয়ার কামিজ এর জনপ্রিয়তা নারীদের কাছে সার্বজনীন। তাই ঈদ উৎসবে কিংবা নিত্য চাহিদার ক্ষেত্রে সালোয়ার কামিজ সবসময়ই নারীদের পছন্দের তালিকার একেবারে ওপরের দিকে থাকে। আরামদায়ক কাপড়, ভালো ফিটিং, চমৎকার ডিজাইন ও মানানসই রঙের ট্রেন্ডি একটি সালোয়ার কামিজ হতে পারে আপনার ব্যস্ত দিনের বিশ্বস্ত সঙ্গী।

দারাজে ঈদের সালোয়ার কামিজ কালেকশন ২০২৩

salwar kameez eid

দারাজে সব ব্র্যান্ডের সালোয়ার কামিজে বিশেষ ছাড়

আহেলিয়া- ৬০% পর্যন্ত ছাড়

ahelia fashion

স্টাইল স্টোর- ৬০% পর্যন্ত ছাড়

style store

সোলাস্তা – ৭০% পর্যন্ত ছাড়

solasta fashion

আরও ডিস্কাউন্ট অফার দেখতে এবং নতুন সালোয়ার কামিজ ঈদ কালেকশন দেখতে এখানে ক্লিক করুন।

সালোয়ার কামিজ কেনার আগে যেসব জিনিস জানা দরকার !

সালোয়ার-কামিজ বা থ্রি-পিস কেনার আগে যেসব বিষয় মাথায় না রাখলেই নয়, সেগুলো হল মানানসই ডিজাইন, কালার, পোশাকের ধরণ ও মান। কিন্তু এতো কিছু জানার পরও শপিং মলে ঘুরে নিজের জন্য পছন্দের সালোয়ার কামিজটি খুঁজে না পেতেও পারেন। যারা শপিং করতে গেলে খুব বেশি ঘোরাঘুরি করতে পছন্দ না করেন, তাদের সবার জন্য দেশের বৃহত্তম অনলাইন শপ দারাজ বাংলাদেশ (daraz.com.bd) নিয়ে এল দারাজ ঈদ ফেস্ট ক্যাম্পেইন ২০২৩ এ সর্ববৃহৎ সালোয়ার কামিজ কালেকশন। এখানে আপনি সহজেই খুঁজে পাবেন অসংখ্য সালোয়ার কামিজ ডিজাইন, যেখান থেকে নিজের বাজেটের মধ্যে সালোয়ার কামিজ এর দাম অনুযায়ী সকল মেয়েদের চাহিদার সব পোশাক খুঁজে পাবার সুবিধাও থাকছে। তাছাড়া সালোয়ার ডিজাইন ২০২৩ সালের ট্রেন্ড অনুযায়ী থাকছে অপেক্ষাকৃত কম দামে স্টাইলিশ সালোয়ার কামিজ এর ডিজাইন

কেন দারাজ থেকে ঈদের সালোয়ার কামিজ কিনবেন?

দারাজের ঈদ ক্যাম্পেইন ২০২৩ এ সালোয়ার কামিজ কালেকশনে থাকছে বিভিন্ন নামী ব্র্যান্ডের সালোয়ার কামিজ কালেকশন। এখানে আপনি পাবেন এক্সটেসি (ecstasy), নিপুণ, লেডিস মার্ট, লেডিস ড্রেস, মনোলোভা, ইয়োলো টাচ, বসন্ত হাট প্রভৃতি নামী ব্র্যান্ডের এক্সক্লুসিভ ডিজাইনের গর্জিয়াস সালোয়ার কামিজ। দারাজে আপনি পাবেন ব্র্যান্ডগুলোর অফিশিয়াল স্টোর, যেখানে রয়েছে সুতির সালোয়ার কামিজ সহ অ্যান্ডি কটন, কোরাল কটন, হাফ সিল্ক, সিল্ক, শিফন বা জর্জেটের প্রিন্ট করা কাপড়, এমব্রয়ডারি ডিজাইন করা কিংবা আনস্টিচড সালোয়ার কামিজ।

eid fashion for women 1
নতুন ডিজাইনের সালোয়ার কামিজ; ঈদ কালেকশন ২০২৩ 15

এছাড়া দারাজে পণ্য দেখতে গেলে আপনি পাবেন ইনস্ট্যান্ট জুমের সুবিধা- যেকোনো পোষাকের উপর মাউস রাখলেই স্ক্রীনে ফুটে উঠবে পোষাকটির বড় আকারের ছবি। যার ফলে আপনি খুব সহজেই কাছ থেকে দেখতে পাবেন- সালোয়ার কামিজের গলার ডিজাইন, নতুন কামিজের ডিজাইননতুন সালোয়ার ডিজাইন ট্রেন্ডগুলো। দারাজের সালোয়ার কামিজ কালেকশনে শর্ট কামিজ ডিজাইনলং কামিজ ডিজাইন অনুসারে থাকছে বাহারি রঙের সালোয়ার কামিজ। যে কালেকশনে রয়েছে সর্বনিম্ন ২৭০ টাকা থেকে শুরু করে মান, কাপড় ও ডিজাইন অনুসারে প্রায় ১৫ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন মূল্যমানের সালোয়ার কামিজ ও থ্রী-পিস

>> সকল সালোয়ার কামিজ ডিজাইন <<

আকর্ষনীয় ডিসকাউন্ট ভাউচারসহ ঘরে বসে অপেক্ষাকৃত কম দামে ভাল সালোয়ার কামিজ ২০২৩ কালেকশনের সন্ধান পেতে আজই ভিজিট করতে পারেন দারাজ ঈদ সেল ক্যাম্পেইনে। সালোয়ার কামিজ ছাড়াও দারাজ থেকে এখন নতুন থ্রি পিস কালেকশন ও থ্রি পিস ডিজাইন দেখে নিতে পারেন খুব সহজে। তাই আর দেরি না করে আজই ঘুরে আসুন দারাজ অনলাইন শপিং মল থেকে, আধুনিক ফ্যাশনে রমনী রঙিন হোক দারাজের সঙ্গে। আর সেরা ডিজাইনের কাতান শাড়ি এবং সেরা মানের বোরকা ডিজাইন সহ কানের দুলের ডিজাইন পেতে ভিজিট করুন দারাজ অ্যাপ। নতুন পাঞ্জাবি ডিজাইন দেখতে চোখ রাখুন দারাজেই।

ঈদ ফ্যাশনে সেরা পাঞ্জাবি ব্র্যান্ড দেখে নিন 

Found this insightful? Choose your network to share:

Previous ArticleNext Article

মন্তব্য করুন