বর্তমানে বাংলাদেশের অনলাইন মোবাইল বাজার বেশ সম্মৃদ্ধির পথে, দেশি-বিদেশি বিভিন্ন মোবাইল ব্র্যান্ড উন্নতমানের স্মার্টফোন বাজারজাত করে ইতোমধ্যেই পুরো বিশ্বকেই তাক লাগিয়ে দিতে সক্ষম হয়েছে। তবুও বর্তমানে কোন মোবাইল কোম্পানির ফোন সবচেয়ে ভালো, এ বিষয়ে প্রায় সারাবছরই ক্রেতাদের মধ্যে ভিন্ন প্রতিক্রিয়া লক্ষ করা যায়।
এক্ষেত্রে পছন্দের মোবাইল বা স্মার্টফোন কেনার আগে যা জানা দরকার, তা হল যুগোপযোগী স্মার্টফোন কেনার টিপস। আর অনলাইনেও স্যামসাং মোবাইল সহ জনপ্রিয় ব্র্যান্ডের মোবাইল কেনার পরামর্শ খুব সহজেই এখন পেয়ে যেতে পারেন। অনলাইনে এখন চলছে দেশের সবচেয়ে বড় অনলাইন মেলা দারাজ ইলেকট্রনিক্স উইক ক্যাম্পেইন ২০২৩, যার মাধ্যমে ভালো স্মার্টফোন অনলাইনে কেনা যাবে একেবারে নিশ্চিন্তে।
জনপ্রিয় ৫ টি ব্র্যান্ডের সেরা মোবাইল ফোন ২০২৩
কম দামে স্মার্টফোন কিনতে চান? দেখে নিন জনপ্রিয় ৫ টি ব্র্যান্ডের সেরা মোবাইল ফোনঃ
রিয়েলমি জিটি মাস্টার এডিশন (৮/১২৮) জিবি
- ডিসপ্লেঃ ৬.৪৩” সুপার এএমওএলইডি ডিসপ্লে
- মেমোরিঃ ৮ জিবি র্যাম – ১২৮ জিবি রম
- রেয়ার ক্যামেরাঃ ৬৪ এমপি কোয়াড ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ৩২ এমপি সেলফি ক্যামেরা
- অপারেটিং সিস্টেমঃ এন্ড্রয়েড ১১
- ব্যাটারিঃ ৪৩০০ এমএএইচ
স্যামসাং গ্যালাক্সি এম ৫৩ – ৫জি (৮/১২৮) জিবি
- ডিসপ্লে সাইজঃ ৬.৭”
- ব্যাক ক্যামেরাঃ (১০৮+৮+২+২) এমপি
- ফ্রন্ট ক্যামেরাঃ ৩২ এমপি
- র্যামঃ ৮ জিবি
- রমঃ ১২৮ জিবি
- অপারেটিং সিস্টেমঃ এন্ড্রয়েড ১২
- ব্যাটারিঃ ৫০০০ এমএএইচ
রিয়েলমি সি ৫৫ (৬/১২৮) জিবি
- ডিসপ্লে সাইজঃ ৬.৭২”
- অপারেটিং সিস্টেমঃ এন্ড্রয়েড ১৩
- সিপিইউঃ অক্টা-কোর
- র্যামঃ ৬ জিবি
- রমঃ ১২৮ জিবি
- রেয়ার ক্যামেরাঃ (৬৪+২) এমপি
- সেলফি ক্যামেরাঃ ৮ এমপি
- ব্যাটারিঃ ৫০০০ এমএএইচ
অপ্পো এফ ২১ প্রো (৮/১২৮) জিবি

- ডিসপ্লেঃ ৬.৪৩”
- মেমোরিঃ ৮ জিবি র্যাম + ১২৮ জিবি রম
- রেয়ার ক্যামেরাঃ ৬৪ এমপি
- ফ্রন্ট ক্যামেরাঃ ৩২ এমপি
- অপারেটিং সিস্টেমঃ এন্ড্রয়েড ১২
- ব্যাটারিঃ ৪৫০০ এমএএইচ
ভিভো ওয়াই ২২ এস (৬/১২৮) জিবি
- অপারেটিং সিস্টেমঃ এন্ড্রয়েড ১২
- র্যাম / রমঃ ৬ জিবি / ১২৮ জিবি
- ব্যাটারিঃ ৫০০০ এমএএইচ
- ডিসপ্লেঃ ৬.৫৫”
- রেয়ার ক্যামেরাঃ ৫০ + ২ এমপি
- ফ্রন্ট ক্যামেরাঃ ৮ এমপি
কম দামে ভালো ফোন (2023) বাংলাদেশ: সেরা গন্তব্য দারাজ অনলাইন শপ
ক্রমবর্ধমান আধুনিক প্রযুক্তির এই যুগে অগণিত বিখ্যাত মোবাইল ব্র্যান্ডের ভিড়ে একটা ভালো স্মার্টফোন বাছাই করা বেশ কঠিনই বলা চলে। তবে ভালো ফিচার বিশেষ করে স্টোরেজ, প্রসেসর, ব্যাটারি ও ক্যামেরা সহ আনুষঙ্গিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে খেয়াল রাখতে পারলে দারাজ দারাজ ইলেকট্রনিক্স উইক সেল থেকে ১০০০০ হাজার টাকার মধ্যে সেরা মোবাইল কিনে লাভবান হতে পারবেন একেবারে নিশ্চিন্তে। তবে নতুন যেকোন ফিচার মোবাইল ফোন, শাওমি মোবাইলের দাম জানতে কিংবা স্মার্টফোনের বিষয়ে আপনার সুনির্দিষ্ট মতামত থাকলে সেটা জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে।
>>জনপ্রিয় ব্র্যান্ডের মোবাইল ফোন খুঁজুন এই লিঙ্কে<<
আরও দেখতে পারেন,
<<বাংলাদেশে ভালো মোবাইল কিনবেন যেভাবে>>
দারাজ ইলেকট্রনিক্স উইক শপিং গাইড ২০২৩
Found this insightful? Choose your network to share:
২০২০ সালের স্মার্ট ফোনের তথ্য গুলো জেনে খুবই উপকৃত হলাম। কিন্তু ২০২১ সালের জন্য কোন নতুন স্মার্টফোন আসতে চলেছে কি আপনাদের কোম্পানিতে? জানালে ভীষণ উপকার হবে।
সাথেই থাকুন। খুব শীঘ্রই আমরা নিয়ে আসছি দারুণ সব নতুন ফোন নিয়ে বিস্তারিত পোস্ট।