দারাজ ১১.১১ সেলের আগেই যেভাবে বাড়তি ছাড় পাবেন! 24 4876

Last updated on জুন 6th, 2023 at 12:29 অপরাহ্ন

দারাজ এগারো এগারো সেল ক্যাম্পেইনের বাকি আছে আরও কয়েকটা দিন। কিন্তু আগেভাগেই যদি দারাজের ডিসকাউন্ট ভান্ডার থেকে কিছু অংশের দেখা পাওয়া যেত! হ্যা এমন স্বপ্ন এখন দেখতেই পারেন, ১১ নভেম্বর এর দারাজ ১১.১১ সেল ক্যাম্পেইন এর আগেই একটু বেশি ডিসকাউন্ট অফার উপভোগ করা এখন আসলেই সম্ভব।

যেসব সুবিধা এখন দারাজ ১১.১১ ক্যাম্পেইনের আগেই উপভোগ করা সম্ভব

মেগা ভাউচার

দারাজ ১১.১১ সেল ক্যাম্পেইন জুড়ে প্রস্তুত করা হবে বিভিন্ন প্রকার মেগা ভাউচার, তবে ক্যাম্পেইনের আগেই এরকম কিছু ভাউচার উপভোগ করতে চাইলে চোখ রাখতে পারেন দারাজ অ্যাপে।

মিশন ১১.১১

সর্বোচ্চ ডিসকাউন্ট অফার এখন বিভিন্ন উপায়ে উপভোগ করা সম্ভব, তবে দারাজ অ্যাপ বা ওয়েবসাইটে দেওয়া নির্দেশিকা অনুযায়ী দারাজ ১১.১১ মিশন কমপ্লিট করেও এবার অনেক বেশি ডিসকাউন্ট বুঝে পাওয়া সহজ হবে।

১১ টাকা মিস্ট্রি বক্স

এই তো সুযোগ, ১১.১১ ক্যাম্পেইন থেকে লুফে নিন অপার রহস্যে ঘেরা মিস্ট্রি বক্স মাত্র ১১ টাকায়! ক্যাম্পেইন চলাকালীন দিবসে নির্দিষ্ট সময়ের মধ্যেই শুধুমাত্র দারাজ অ্যাপ থেকে আপনার কাঙ্খিত মিস্ট্রি বক্স জিতে নেওয়া অনেক সহজ হবে। তবে ১১ নভেম্বর বিশ্বের সবচেয়ে বড় সেল ডে’তে আপনার দারাজ অ্যাকাউন্ট লগ ইন করে রাখতে ভুলবেন না কিন্তু।

ডেইলি অ্যাপ ভিজিট চ্যালেঞ্জ

প্রতিদিন একটি নির্দিষ্ট সময় অবধি দারাজ অ্যাপ ভিজিট করে চ্যালেঞ্জটি জিতে নিতে পারবেন বেশ অনায়াসে। বিস্তারিত তথ্য থাকছে দারাজ অনলাইন শপিং ওয়েবসাইটে। 

ফ্রি শিপিং / ডেলিভারি

অনলাইনে যে প্রশ্নটি সবচেয়ে বেশি দেখা যায় – দারাজ ১১.১১ ক্যাম্পেইনে কি ফ্রী শিপিং বা ফ্রী হোম ডেলিভারি থাকছে? হ্যা ইলেভেন ইলেভেন সিঙ্গেলস ডে ক্যাম্পেইনে অবশ্যই শর্ত সাপেক্ষে যেকোন দিনে ফ্রি ডেলিভারি থাকবে কিন্তু ক্রেতাদের জন্য সবচেয়ে বড় সুবিধা হল ক্যাম্পেইনটির আগেই সম্পূর্ণ ফ্রী হোম ডেলিভারি আবারও উপভোগ করতে পারবেন একদম নিশ্চিন্তে।

বিশ্বের সবচেয়ে বড় অনলাইন শপিং ক্যাম্পেইন দারাজ ইলেভেন ইলেভেন (এগারো এগারো) সেল এর একদিনের অপেক্ষাও ক্রেতাদের জন্য অনেক দীর্ঘ মনে হতে পারে। আর তাই আসছে ১১ নভেম্বরের বিশাল ডিসকাউন্ট অফার ও লোভনীয় ভাউচারের নাগাল পেতে দারাজ ১১.১১ গাইড আপনার জন্য সহায়ক ভূমিকা পালন করতে পারে। বিস্তারিত তথ্য জানতে দারাজ অফিশিয়াল ওয়েবসাইটের(daraz.com.bd) পাশাপাশি আজই ভিজিট করতে পারেন দারাজ অ্যাপে।

Found this insightful? Choose your network to share:

Previous ArticleNext Article

24 Comments

মন্তব্য করুন