দেশের সবচেয়ে বড় অনলাইন শপ দারাজ বাংলাদেশ। প্রতিদিন অসংখ্য ক্রেতা দারাজ থেকে প্রয়োজনীয় কেনাকাটা সারেন। বিশেষ করে করোনা প্রাদুর্ভাবের সময়ে অনলাইনে কেনাকাটা এখন একটি সাধারণ ব্যাপারে পরিণত হয়েছে। তবুও আমরা অনেকেই হয়ত এখনো জানি না অনেক সাধারণ প্রশ্ন, যার ফলে দারাজ অনলাইন শপ হয়ে উঠতে পারে আপনার বিশ্বস্ত শপিং অ্যাসিস্ট্যান্ট। একসাথে কিভাবে অনেকগুলো পণ্য অর্ডার করা যায় দারাজ থেকে- অনেকেই মনে মনে এমন প্রশ্নের উত্তর খুঁজতে পারেন। তাদের জন্যই আমাদের আজকে এই পোস্ট।
দারাজ (daraz) থেকে একাধিক পণ্য একসাথে অর্ডার করতে পারেন যেভাবে-
১) যে পণ্যটি কিনতে চান, তার নিচে ‘Add to Cart’ অপশনে ক্লিক করুন
২) একইভাবে একাধিক পছন্দের পণ্যের ক্ষেত্রেও ‘Add to Cart’ অপশনে ক্লিক করুন
৩) নিচের মেনু বারে মাই একাউন্ট অপশনের পাশে ‘Cart’ এ ক্লিক করুন। এখানে আপনার কার্টে নেয়া সকল পণ্য দেখতে পাবেন।
>> যেভাবে দারাজ অ্যাপ থেকে শপিং করবেন <<
৪) যেসব পণ্য কিনতে চান, সেগুলোর বাম পাশে টিক চিহ্ন দিন। নিচে আপনার সর্বমোট কত টাকার পণ্য কিনতে যাচ্ছেন সেটি দেখাবে। এবার পাশের ‘Check Out’ অপশনে ক্লিক করুন।
৫) পরবর্তী চেক আউট পেইজে আপনার ব্যক্তিগত বিস্তারিত তথ্যের সাথে ডেলিভারি চার্জসহ পেমেন্টের অংক দেখাবে। এবার ‘Proceed to Pay’ অপশনে ক্লিক করলে আপনাকে পরবর্তী পৃষ্ঠায় নিয়ে যাওয়া হবে।
৬) এখান থেকে পছন্দের পেমেন্ট মেথডটি সিলেক্ট করুন ও পরবর্তীতে ‘Confirm Order’ অপশনে ক্লিক করে আপনার অর্ডারটি নিশ্চিত করুন।
এভাবে সহজেই দারাজ থেকে একাধিক পণ্য একসাথেই অর্ডার করতে পারবেন আপনি। একটি একটি করে পণ্য অর্ডারের ঝামেলা থেকে মুক্তি পেতে দারাজ অ্যাপ আপনাকে দিচ্ছে কার্টে পণ্য অ্যাড করার সুবিধা। এমনকি আপনি কার্টে পণ্য যোগ করে সহজেই পরবর্তীতে নিজের সুবিধামতো সময়ে অর্ডার করতে পারবেন পছন্দের পণ্যগুলো।
এখন দারাজ বাংলাদেশে অনলাইন শপিং হবে আরো সহজে, আরো বেশি ছাড়ে- আপনার বিশ্বস্ত শপিং অ্যাসিস্ট্যান্ট দারাজ অ্যাপের সাথে। হ্যাপি শপিং।
আরো পড়তে পারেনঃ
>>How to Buy Multiple Products on Single Orders?<<
Found this insightful? Choose your network to share:
দারাজমল ছাড়া অন্য দোকান থেকে অর্ডার করে দারাজের পিক আপ পয়েন্ট থেকে পণ্য সংগ্ৰহ করলে ডেলিভারি চার্জ দিতে হবে?
না, পিক-আপ পয়েন্ট থেকে কালেক্ট করলে কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না।
আপনার লেখা অনেক ভাল হয়ছে। আশা করি আরো ভাল লেখা আমাদের মাঝে শেয়ার করবেন।
ধন্যবাদ
এক সাথে ওর্ডার করলে কি একাধিক পণ্য এক সাথে পাবো নাকি এক একটা করে পাবো? যদি এক সাথে না পাই তা হলে তো সমস্যা থেকেই গেলো। কারন একেকটা পণ্যের জন্য একেকটা দিন নষ্ট হয় ডেলিভারী ম্যানের জন্য অপেক্ষা করতে করতে, দয়া করে জানাবেন।
দোকান ভেদে একসাথে পাবেন অর্থাৎ একই শপের সকল ডেলিভারি একসাথে পাওয়া যাবে। সেলার ভিন্ন হলে ডেলিভারিও আলাদা আলাদা।
আমি ইমেইল আইডি দিয়েছি তারপরও ইমেইল চাওয়া হচ্ছে।
বিস্তারিত সাহায্যের জন্য কল করতে পারেন 16492 বা দারাজ কাস্টমার কেয়ার নাম্বারে +8809610096111
আমি ৮ টা থ্রিপিস অর্ডার করতে চাচ্চি।কিন্তু procced to pay a click korle payment option আসছেনা।লেখা দেখায়,sorry,something went wrong on your order.please contact customer service to address the issu.বুঝতেছিনা কি করব?
Hello, You can reach us through these mediums:
Live chat link: https://tinyurl.com/yyyorefm
You can also contact us on our Facebook page: https://www.facebook.com/DarazBangladesh
For further assistance, please call 16492 Or +8809610096111 (daraz customer care number)
ধন্যবাদ অনেক সুন্দর হয়েছে
ধন্যবাদ
Delivery chargeকি সব পন্যের জন্য একটি না প্রত্যেক টির জন্য আলাদা ?
দোকান অনুযায়ী আলাদা
My email does not work
Properly . It seems that it is a valid email . So what should i do .. tell me so that i can make my order
With the best deal daras .
+8809610096111 (daraz customer care number)
কিংবা নিচের লিঙ্কের মাধ্যমে আমাদের লাইভ চ্যাটে যোগাযোগ করুন-
https://tinyurl.com/yyyorefm
চ্যাট ওপেন হলে লিখুন Agent, তাহলে আমাদের একজন কাস্টমার কেয়ার এজেন্ট সরাসরি আপনার সমস্যাটি সমাধান করে দেবেন