কিভাবে ডিমার্ট (dMart) থেকে সহজে পণ্য অর্ডার করবেন?

‘কম খরচে মাসের বাজার’ – এমনটা শুনেই বোঝা যায় গ্রাহকদেরকে বিশেষ কিছু নিয়ে প্রস্তুত দারাজ বাংলাদেশের অনলাইন গ্রোসারি শপ – ডিমার্ট (dMart)। আর আপনিও যদি ঘরে বসে দৈনন্দিন বাজার, ওষুধসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য সবচেয়ে সেরা দামে ও দ্রুততম সময়ে হোম ডেলিভারি চান, তবে ডিমার্ট হতে পারে আপনার কেনাকাটার এক নির্ভরযোগ্য গন্তব্য। এখন ডিমার্টের মাধ্যমে সেরা পণ্য সেরা দামে, বাজার হবে ঘরে বসে বেশ অনায়াসেই বলা চলে।

কেন প্রতিদিনের মুদি পণ্য কেনাকাটায় ডিমার্টকে প্রাধান্য দেবেন?

✔ জনপ্রিয় পণ্যসমূহ

✔ সর্বনিম্ন শিপিং ফি

✔ ওয়্যারহাউজে দ্রুত প্রসেসিং

✔সুলভ মূল্যের নিশ্চয়তা

এছাড়া রয়েছে দ্রুততম সময়ের মধ্যে পণ্য ডেলিভারি সুবিধা, মানসম্পন্ন ঔষধের সেরা কালেকশন ও নিয়মিত ডিসকাউন্ট অফার ও ভাউচার।

>> সেরা মূল্যে ভালো ব্র্যান্ডের রেফ্রিজারেটর কিনুন <<

সহজে যেভাবে ডিমার্ট থেকে পণ্য অর্ডার করবেন!

১) প্রথমেই গুগোল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোর থেকে দারাজ অ্যাপ ডাউনলোড করে নিন

২) এবার দারাজ অ্যাপ ওপেন করে ডিমার্ট (dMart) আইকনটিতে ক্লিক করুন

৩) এবার পণ্যের তালিকা হতে আপনার পছন্দের পণ্যটি নির্বাচন করুন ও ‘Buy Now’ ক্লিক করুন

৫) একাধিক পণ্যের ক্ষেত্রে ‘Add to Cart’ অপশনে ক্লিক করলেই সকল পণ্য আপনার কার্টে যোগ হয়ে যাবে

৬) কার্ট থেকে ‘Proceed to Pay’ ক্লিক করে মূল্য পরিশোধ করুন ও আপনার অর্ডারটি কনফার্ম করুন

বাংলাদেশের অনলাইন গ্রোসারি শপিং স্টোর

উপরে উল্লেখিত নিয়ম মেনে ডিমার্ট (dMart) থেকে আপনি খুব সহজেই সেরা মানের নিত্য-প্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন খুব সহজেই। সারা দেশের যেকোন প্রান্ত থেকে কম দামে সেরা গ্রোসারি পণ্য, ঔষধ ও করোনা ভাইরাস প্রতিরোধী সামগ্রী কিনতে আজই ভিজিট করুন দারাজের ডিমার্ট অনলাইন গ্রোসারি শপে- আপনার সকল চাহিদা পূরণ এখন এক জায়গাতেই। ডিমার্ট  (dmart) অর্ডার ডেলিভারি ফি কত টাকা সেটা জেনে এখন খুব সহজেই আপনি সাশ্রয়ী মূল্যে অর্ডার করতে পারবেন দারাজ থেকে।

Download Daraz App to watch the best BD cricket live streaming without buffering.

এছাড়া আরো দেখতে পারেন-
দারাজে কেনাকাটায় সেরা অভিজ্ঞতা পেতে যেসব বিষয় অবশ্যই খেয়াল রাখবেন

ই-সিম কী এবং বাংলাদেশে আপনার বর্তমান সিমকে কীভাবে ই-সিমে স্থানান্তর করবেন?

প্রযুক্তি উল্লেখযোগ্যভাবে বিকশিত হচ্ছে এবং একটি দুর্দান্ত অভিজ্ঞতা প্রদানের জন্য আরও বেশি সুবিধাজনক উদ্ভাবন প্রবর্তন করছে। ই-সিম হল অন্যতম উল্লেখযোগ্য মোবাইল প্রযুক্তি যা মোবাইল ফোন ব্যবহারকারীদের একটি বিশাল সুবিধা দেয়।

বাংলাদেশে, ই-সিম ১ মার্চ, ২০২২-এ মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য দুর্দান্ত সুবিধা নিয়ে আসে। এখন, আপনি আপনার গ্রামীণফোনের বর্তমান সিমটি ই-সিমে স্থানান্তর করতে পারেন এবং এই সিমটি কিছু নির্দিষ্ট ফোন মডেলের জন্য উপলব্ধ।

যদিও এখন ই-সিম কী তা একটি সাধারণ প্রশ্ন, অনেক স্মার্টফোন ব্যবহারকারী ইতিমধ্যেই ই-সিমে স্থানান্তরিত হয়েছে। আপনি কি আপনার ফোনে একটি ই-সিম রাখতে চান?

আসুন ই-সিম এর ধারণা, ই-সিম এর মাইগ্রেশন প্রক্রিয়া, ই-সিম এর খরচ এবং ই-সিম এর সুবিধাগুলি জেনে নেই।

ই-সিম কি?

ই-সিম বলতে এমবেডেড সিম বোঝায়। এই ধরনের সিম আপনাকে আলাদা কোনও সিম ছাড়াই আপনার নির্বাচিত অপারেটরের সাথে সংযোগ করতে দিবে৷ এই সিমের সাহায্যে একটি ফিজিক্যাল সিম ঢোকানোর পরিবর্তে একটি স্মার্টফোনে ইলেকট্রনিকভাবে প্রোগ্রাম করা যায়।

ই-সিম এর সুবিধা কি কি?

ই-সিম ফিজিক্যাল সিমের ব্যবহার কমিয়ে দেয় যাতে আপনি আরও সুবিধা সহ ভার্চুয়াল সিম ব্যবহার করতে পারেন। বাংলাদেশে ই-সিম চালু আমাদের দেশের পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এটি ফোন ব্যবহারকারীদের বাংলাদেশে থাকলেও একটি আন্তর্জাতিক অপারেটর ব্যাবহার করতে দিবে। চলুন দেখে নেই ই-সিম ব্যবহারের সুবিধাগুলো।

ইনস্টল করা সহজ

ই-সিম ইনস্টল করা সহজ এবং আপনি বর্তমানে যে সিমটি ব্যবহার করছেন তার চেয়ে এটি আরও সুবিধাজনক।

নিরাপদ

ই-সিম বর্তমান ব্যবহৃত সিমের চেয়েও নিরাপদ। কারণ এখন আপনার সিম কার্ড হারানো নিয়ে আতঙ্কিত হওয়ার দরকার নেই।

পরিবেশ বান্ধব

হয়তো আপনি বর্তমানে বাংলাদেশে একটি ফিজিক্যাল সিম ব্যবহার করছেন যা প্লাস্টিক দিয়ে তৈরি। এই উপাদান পরিবেশ বান্ধব নয়, তাই না? আপনার কাছে ই-সিম থাকলে, আপনাকে আলাদা সিম কার্ড ব্যবহার করতে হবে না।

কে বা কারা এই মুহূর্তে ই-সিম ব্যবহার করতে পারবে?

নির্দিষ্ট কিছু প্যাকেজ এবং স্মার্টফোনের কিছু নির্দিষ্ট মডেল ই-সিম এ অন্তর্ভুক্ত করা হয়েছে। আসুন নীচের তালিকাটি একবার দেখে নেওয়া যাক।

ই-সিম প্রাপ্ত পণ্য 

  • প্রিপেইড (নিশ্চিন্ত)
  • পোস্টপেইড (মাই প্লান)
  • মাইগ্রেশন

প্রিপেইড এবং পোস্টপেইড সহ বিজনেস সলিউশন গ্রাহকরা ই-সিম-এর জন্য যোগ্য নয়।

বাংলাদেশে কোন ব্র্যান্ডের স্মার্টফোন ই-সিম সমর্থন করে?

আইফোন ডিভাইস

আইফোন এক্স আর, আইফোন ১১ প্রো, আইফোন ১২, এবং ১৩ এ বিল্ট-ইন ই-সিম সমর্থন রয়েছে।

স্যামসাং ডিভাইস

স্যামসাং গ্যালাক্সি এস ২০, এস ২১, নোট ২০, এবং গ্যালাক্সি ফোল্ড এর সংস্করণ।

গুগল পিক্সেল ডিভাইস

গুগল পিক্সেল ৩, ৩-এ, ৪, ৪-এ, ৫, ৫-এ, এবং ৬-প্রো ই-সিম সমর্থন করে।

গ্রামীণফোন ই-সিম কোথায় পাবেন?

বর্তমানে, গ্রামীণফোন নিম্নোক্ত ডেলিভারি অবস্থানে কাঙ্খিত ব্যবহারকারীদের জন্য ই-সিম প্রদান করে।

  • জিপি হাউস এক্সপেরিয়েন্স সেন্টার
  • জিপিসি লাউঞ্জ গুলশান
  • সিমান্তো স্কয়ার জিপিসি, ধানমন্ডি
  • জিপিসি লাউঞ্জ জিইসি- সিটিজি
  • বসুন্ধরা সিটি জিপিসি
  • জিপি অনলাইন শপ
  • ফার্মগেট জিপিসি
  • সিলেট করিমুল্লাহ মার্কেট জিপিসি
  • ঢাকা বিমানবন্দর জিপিসি
  • উত্তরা জসিমউদ্দিন রোড জিপিসি
  • মতিঝিল জিপিসি

কিভাবে ই-সিম কিনবেন বা সক্রিয় করবেন?

ই-সিম সক্রিয় করা খুবই সহজ। আপনাকে একটি ই-সিম ডেলিভারি লোকেশনে যেতে হবে যা উপরের বিভাগে উল্লেখ করা আছে। এবং আপনার ই-সিম সক্রিয় করতে নীচের পদক্ষেপগুলি অনুসরণ করুন৷

  • প্রথম, আপনার পরিকল্পনা চয়ন করুন
  • আপনার মোবাইল নম্বর নির্বাচন করুন
  • বায়োমেট্রিক যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ করুন
  • আপনার ফোনের ইন্টারনেট সংযোগ চালু করুন
  • সিম কিটের কিউ আর কোড স্ক্যান করুন
  • মোবাইলে আসা স্টেপগুলো পুরন করুন।

এছাড়াও আপনি আপনার আরও প্রশ্নের ব্যাখ্যার জন্য গ্রামীণফোন অনলাইন গ্রাহক পরিষেবার সাথে যোগাযোগ করতে পারেন।

কিভাবে আপনার বর্তমান সিম থেকে ই-সিম এ মাইগ্রেট করবেন?

একটি ফিজিক্যাল সিম থেকে ই-সিম এ স্থানান্তর করা সহজ এবং সুলভ। শুধু নিচের ধাপগুলো দেখে নিন।

ই-সিম এর জন্য যোগ্য হ্যান্ডসেট নিয়ে আপনাকে আপনার নিকটস্থ গ্রামীনফোন সেন্টার বা জিপি অনলাইন শপে যেতে হবে।

  • ই-সিম মাইগ্রেশনের জন্য অনুরোধ
  • বায়োমেট্রিক যাচাইকরণ প্রক্রিয়া শেষ করুন
  • আপনার মোবাইলে ডাটা কানেকশন চালু করুন
  • সিম কিটে পাওয়া কিউ আর কোডটি স্ক্যান করুন
  • আপনার ডিভাইস যে পদক্ষেপগুলি দেখায় সেগুলিকে অনুমতি দিন৷

বাংলাদেশে একটি ই-সিম কিনতে বা মাইগ্রেট করতে আপনার কত খরচ হবে?

একটি ই-সিম কেনার খরচ বেশি নয়। এখন আপনি শুধুমাত্র ২০০ টাকা খরচে একটি ই-সিম পেতে পারেন। আপনি যদি ই-সিম-এ স্থানান্তরিত করতে চান, তাহলে আপনার শুধুমাত্র ৯৯ টাকা লাগবে। কিন্তু জিপি স্টার ব্যবহারকারীদের জন্য মাইগ্রেশন সম্পূর্ণ বিনামূল্যে।

আরও একটি মজার বিষয় হল যে  শুধুমাত্র ঢাকা মেট্রোপলিটন শহরের জন্য ই-সিম এর অনলাইন ডেলিভারি পরিষেবা প্রদান করে। এই ক্ষেত্রে, আপনি আপনার ই-সিম-এর জন্য একটি অর্ডার দিতে পারেন। 

পরিশেষে

এখন আপনি আপনার জন্য একটি ই-সিম নিতে সক্ষম হয়েছেন কারণ আপনি ইতিমধ্যেই ই-সিম নিবন্ধন এবং বাংলাদেশের পছন্দসই স্থান থেকে ই-সিম স্থানান্তর করার প্রক্রিয়া সম্পর্কে নিবন্ধটি দেখেছেন।

কেনাকাটা করতে যাওয়ার আগে নিশ্চিত করুন যে আপনার প্যাকেজ এবং মোবাইল ডিভাইস ই-সিম এর সাথে সামঞ্জস্যপূর্ণ।

ইংরেজিতে পড়ুনঃ Benefits of eSIM and Where and How to Migrate eSIM in BD.

নতুন বছরে সাফল্যের ধারা অব্যাহত রাখার প্রত্যয়ে নতুন রূপে এলো দারাজ!

অবশেষে নিজেদের নতুন লোগো ও ব্র্যান্ড লুক উন্মোচন করল দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ(daraz.com.bd)। বিগত বছরের ব্যাপক সাফল্যের ধারা অব্যাহত রাখতেই সকলের কাছে নিজেদের নতুন রুপে তুলে ধরল ইকমার্স প্ল্যাটফর্মটি।

দারাজ গ্রুপের প্রতিষ্ঠাতা ও সিইও বিয়ার্কে মিকেলসেন মনে করেন দারাজের এই নতুন সূচনা প্রতিষ্ঠানটিকে সামনের দিকে এগিয়ে নিতে অনন্য ভূমিকা রাখবে।

তিনি বলেন, বিগত ৭ বছরে দারাজের ব্যবসায়িক পরিধি অনেক বৃদ্ধি পেয়েছে এবং এখনই সময় দারাজের নতুন এক অধ্যায়ে পদাপর্ণ করার। নতুন এ অধ্যায়ে দারাজের মূল লক্ষ্য থাকবে ক্রেতার জন্য উন্নত এবং আনন্দদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করা। তিনি আরও বলেন, ব্র্যান্ডের নতুন লুক এখনও দারাজের মূল ভ্যালুগুলোই ধারণ করে, একই সাথে নতুন দারাজে যুক্ত হচ্ছে পারসোনালাইজড এক্সপেরিয়েন্স যাতে করে প্ল্যাটফর্মে ক্রেতা ও বিক্রেতা আরও দৃঢ়ভাবে সংযুক্ত হতে পারেন।

ব্র্যান্ডকে নতুন রূপে প্রকাশ করার পেছনে দারাজের অন্যতম উদ্দেশ্য হচ্ছে, দক্ষিণ এশিয়ার পাঁচটি দেশ যথা বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল এবং মিয়ানমারে দারাজকে মানুষের দৈনন্দিন জীবনের অন্যতম অংশে পরিণত করা।

মিকেলসেন আরও বলেন, “এই লক্ষ্য অর্জনের জন্য আমাদের গ্রাহকদের অভিজ্ঞতা উন্নত করতে হবে, গ্রাহকদের কেনাকাটার যাত্রার প্রতিটি ধাপে মানসম্পন্ন পণ্য ও সেবা নিশ্চিত করতে হবে এবং গ্রাহকদের বিনোদন প্রদান ও যুক্ত করার নতুন উপায় তৈরি করতে হবে. এসব গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আমাদের সেবা উন্নত ও বিকশিত করার ক্ষেত্রে ব্র্যান্ড রিফ্রেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

দারাজকে নতুন আঙ্গিকে হাজির করার ক্ষেত্রে অন্যতম পরিবর্তন হচ্ছে এর নতুন আইকন। কীভাবে ই-কমার্স প্ল্যাটফর্ম এসএমই বিক্রেতাদের ক্রেতাদের সাথে যুক্ত করছে, তা তুলে ধরতে প্রতীক হিসেবে কাজ করে আইকনটি। আইকনের কেন্দ্রে একটি তীর রয়েছে, যা প্রবৃদ্ধি এবং দ্রুত ডেলিভারিতে দারাজের বিশেষ গুরুত্ব প্রদানের ওপর আলোকপাত করে। এটি দেখতে একটি ‘প্লে বাটন’ এর মতো, যা ব্যবহারকারীদের জন্য আরও অসাধারণ কনটেন্ট অভিজ্ঞতা তৈরিতে দারাজ যে নিরলস উদ্ভাবন করছে, তা প্রকাশ করে।

দারাজ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদাল হক বলেন, “নতুন দারাজ এমন এক শপিং অভিজ্ঞতা নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে আসছে যা আগে কখনও ছিল না। আপনাদের সকলকে ই-কমার্সের নতুন এক যুগে স্বাগতম যেখানে দারাজ আপনার দৈনন্দিন জীবনের অংশ হিসেবে নতুন এক সংযোজন।

গ্রাহকের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে ও দারাজের অভ্যন্তরীন ব্র্যান্ড যেমন দারাজ মল, দারাজ মার্ট ইত্যাদির মাঝে সাধারণ অবিচ্ছন্দতা সৃষ্টি করতে এই নতুন যাত্রা গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। পাশাপাশি, দারাজ একটি নতুন ওয়েবসাইটও (Daraz.com) চালু করেছে, যা নতুন ব্র্যান্ডটিকে তুলে ধরবে এবং দারাজের পরিচয় ও এর কার্যক্রম সম্পর্কে মানুষকে আরও ভালোভাবে বুঝতে সহায়তা করবে।