রমজানের দরকারি গ্রোসারি পণ্য সাশ্রয়ী মূল্যে কিনুন অনলাইনে ২০২৩ 2 4248

Last updated on মে 31st, 2023 at 04:33 অপরাহ্ন

দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির কারনে রমজানের নিত্য প্রয়োজনীয় গ্রোসারি পণ্যের শপিং নিয়ে চিন্তিত? তবে দারাজে আপনার জন্য থাকছে সাশ্রয়ী মূল্যে গ্রোসারি শপিং এর শতভাগ নিশ্চয়তা। এখন স্থানীয় বাজার থেকেও সুলভ মূল্যে রমজানের যাবতীয় বাজার সদাই দারাজ রমজান বাজার ক্যাম্পেইন ২০২৩ থেকে এক ক্লিকেই সেরে ফেলা সম্ভব। আর পণ্যের দাম নিয়েও এখন চিন্তার দিন শেষ, বিশেষ ছাড়ে বাজেট দামে রোজার শপিং হবে এখন শুধুমাত্র দারাজে।

রোজার যেসব প্রয়োজনীয় গ্রোসারি পণ্য এখন অর্ডার করতে পারবেন

চাল

buy rice from daraz

বাইরে হয়ত সবসময় চাল কিনতে বেরোনোর মত পরিস্থিতি নাও থাকতে পারে, তাই বলে কি বাসায় ভাত রান্না বন্ধ থাকবে? তাই এখনই অর্ডার করে রাখতে পারেন পরিমাণ মাফিক বিভিন্ন ব্র্যান্ডের মিনিকেট চাল, পোলাও চিনিগুড়া চাল এবং বাসমতি সহ অন্যান্য চাল ব্যাপক ছাড়ে।

ডাল

buy dal from daraz

চালের মতই বেশ সস্তা দামে ডাল এখন কিনতে পারবেন অনলাইনে। মসুর ডাল, মুগ ডাল, বুটের ডাল সহ সকল প্রকার ডাল এখন অর্ডার করা সহজ ও সাশ্রয়ী অনলাইনে।

তেল

buy oil from daraz

যেকোন ভাল ব্র্যান্ডের ভোজ্য তেল এখন অনলাইনে অর্ডার করাই শ্রেয়। আসলে অনলাইনে তেল কেনার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে লোভনীয় ডিসকাউন্ট। একারনে এই আতঙ্কের মুহুর্তে ঘরে থাকুন, ঘরে বসেই বিভিন্ন ব্র্যান্ডের সয়াবিন তেল ও সরিষার তেল সহ সানফ্লাওয়ার অয়েল, রাইস বিন অয়েল এবং অলিভ অয়েল অনলাইনে অর্ডার করে ফেলুন।

আটা ও ময়দা

buy flour from daraz

অনলাইনে যদি গ্রোসারি শপিং করা যায়, তবে সেটা এখন ঘরে বসে সেরে ফেলাই ভাল। এখন তো ঘরে বসেই আটা এবং ময়দা কেনাকাটা অনলাইনে বেশ সহজ ও সাশ্রয়ী। তাই পছন্দের ব্র্যান্ড বেছে সবচেয়ে ভাল দামের আটা ও ময়দা অর্ডার করে ফেলতে পারেন বিশেষ ছাড়ে।

নুডলস

buy noodles from daraz

মহামারির এই সময়ে যেহেতু সবাইকে ঘরে বসেই সময় কাটাতে হবে, সেক্ষেত্রে সকালে অথবা বিকালে নাস্তায় একটু নুডলস যেন না হলেই নয়। আর ম্যাগি নুডলস, কোকোলা ও মিস্টার নুডলস সহ জনপ্রিয় সকল ব্র্যান্ডের নুডলস শপিং এখন নিশ্চিন্তে সেরে ফেলতে পারেন অনলাইনে।

চিনি

buy sugar from daraz

দীর্ঘ সময় বাসায় থাকলে চা ও কফি ছাড়া কি বেশিক্ষণ থাকা যায়? তাছাড়াও আরও কত শত প্রয়োজনে চিনির দরকার তো পড়েই। তাই বাইরে যাওয়ার দুশ্চিন্তা এড়িয়ে অনলাইনে চিনি অর্ডার করতে পারেন ঘরে বসেই।

লবণ

buy salt from daraz

লবণ ছাড়া যেমন তরকারি রান্না করা অসম্ভব, তেমনি এখন করোনা সংক্রমণের ভয়ে বাইরে যাওয়াও সমান অসম্ভব হয়ে পড়েছে। সেকারনে সবচেয়ে প্রয়োজনীয় মুদি সামগ্রী লবণ এর অর্ডার এখন অনলাইনেই সারতে পারেন জনপ্রিয় বিভিন্ন ব্র্যান্ড ভেদে।

আরও গ্রোসারি পণ্য খুঁজছেন? এখনই দারাজ মার্ট থেকে দেখে নিন নিত্য প্রয়োজনীয় গ্রোসারি পণ্য, যেখান থেকে ঢাকা সহ সারা দেশে সবচেয়ে কম সময়ে ডেলিভারি পাবেন ঘরে বসে।

দারাজ রমজান বাজার ২০২৩ (আকর্ষণীয় অফার ও ডিসকাউন্ট)

Found this insightful? Choose your network to share:

Previous ArticleNext Article

2 Comments

মন্তব্য করুন