দারাজ রমজান বাজারে চলছে আকর্ষণীয় অফার ও ডিসকাউন্ট ২০২৩ 0 1308

Last updated on মে 31st, 2023 at 04:32 অপরাহ্ন

পবিত্র রমজান মাস চলে এসেছে। আপনার যদি ইফতার এবং সেহরির জন্য মুদির সামগ্রীর প্রয়োজন হয়, দারাজের অনলাইন মুদি দোকান, দারাজ মার্ট বরাবরের মতোই সবথেকে সেরা। এখানে আপনি খেজুর, তেল, ছোলার বুট, চিনি, বেসন, ভেষজ, এবং রমজানের প্রয়োজনীয় সামগ্রী সহ সব ধরনের মুদির সামগ্রী সর্বনিম্ন মূল্যে পাবেন। এছাড়াও, দারাজ রমজান বাজার সেল ক্যাম্পেইন আপনার জন্য ক্যাটাগরি-নির্দিষ্ট ফ্রি শিপিং ভাউচার, নতুন ব্যবহারকারী ভাউচার, প্রি-পেমেন্ট ভাউচার, শেক শেক এবং আরও অনেক কিছু সহ আপনার জন্য অনেক বিশেষ অফার এবং ডিল নিয়ে এসেছে।

রমজান বাজার সেল ক্যাম্পেইনের ডিসকাউন্ট অফার ও ভাউচার সমূহ

new user voucher in daraz

আপনার কি দারাজে নতুন? নতুন ব্যবহারকারীদের জন্য দারাজ দিচ্ছে আকর্ষণীয় অফার। লুফে নিন সকল কেনাকাটায় ২৫% ছাড়। ন্যূনতম ১০০ টাকার কেনাকাটা করলে আপনি উপভোগ করতে পারবেন ২৫% ছাড়ের ভাউচার। এই অফারে সর্বোচ্চ ৫০ টাকা পর্যন্ত ডিস্কাউন্ট পাবেন রমজান বাজার সেল ক্যাম্পেইনে।

giveaway for daraz sign up in ramadan

আপনি যদি নতুন ব্যবহারকারী হয়ে থাকেন তবে আপনার জন্য দারাজ দিচ্ছে স্মার্টফোন জেতার সুবর্ণ সুযোগ। এর জন্যে নতুন ব্যবহারকারীদের প্রথমে দারাজে সাইন আপ করতে হবে। তারা স্বয়ংক্রিয়ভাবে একটি স্মার্টফোন জেতার জন্য পুলে থাকবেন৷ আপনিও হতে পারেন বিজয়ী। বিজয়ীর সাথে অ্যাপের মাধ্যমে যোগাযোগ করা হবে। আজই খুলে ফেলুন দারাজে আপনার নতুন একাউন্ট।

Ramadan free shipping on daraz

রমজানের গ্রোছারি কেনাকাটায় ফ্রী ডেলিভারি উপভোগ করতে চাচ্ছেন? দারাজ অনলাইন রমজান বাজার দিচ্ছে আপনার পছন্দের বিভিন্ন ব্র্যান্ডের পণ্য কেনাকটায় কোন প্রকার ডেলিভারি চার্জ ছাড়াই অর্ডার করার সুযোগ। এক্ষেত্রে আপনাকে রমজান বাজার সেল চলাকালীন সময়ে নির্দিষ্ট ক্যাটাগরি থেকে পণ্য অর্ডার করতে হবে।

shake shake offer in ramadan

রমজান বাজার সেল ক্যাম্পেইনে আপনি শেক শেক চলাকালীন সময় ৫ বার এই অফারটি ব্যাবহার করতে পারবেন। আপনি ভাউচার জিতেছেন কিনা তার বিস্তারিত তথ্য দারাজ অ্যাপের ‘My Voucher‘ এ পাওয়া যাবে।  এক্ষেত্রে ডিসকাউন্ট পেতে আপনাকে সংশ্লিষ্ট ভাউচারের জন্য ন্যূনতম পরিমাণ অর্থ প্রদান করতে হবে।

রমজান বাজার সেল ক্যাম্পেইনে আপনি প্রথম প্রিপেমেন্ট অর্ডারে পাবেন ৫০% ছাড়। সর্বনিম্ন ১০০ টাকার অর্ডার করলে আপনি পাবেন সর্বোচ্চ ৫০ টাকা পর্যন্ত ছাড়।

ন্যূনতম ১০০ টাকার অর্ডার করলে উপভোগ করতে পারবেন ২৫% ডিসকাউন্ট ফ্যাশন, বিউটি, ইলেকট্রনিক, এবং বাসাবাড়ির প্রয়োজনীয় সামগ্রী এর উপর সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ছাড়।

আরও সেরা ডিল ও অফার খুঁজে পেতে ভিজিট করুন দারাজ রমজান বাজার সেল ক্যাম্পেইন ২০২৩। এবার উল্লেখযোগ্য ছাড়ে রমজান এর গ্রোছারি কেনাকাটা হবে মনভরে।

আরও পড়ুন

Found this insightful? Choose your network to share:

Previous ArticleNext Article

মন্তব্য করুন