কিভাবে দারাজ অ্যাপ থেকে শপিং করবেন?

নতুন দারাজ অ্যাপে শপিং হবে এখন আরো সহজে। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন দারাজ মোবাইল অ্যাপ হতে পারে অনলাইন কেনাকাটায় আপনার বিশ্বস্ত সঙ্গী। এখন সহজ কিছু ধাপে অর্ডার করলেই আঙ্গুলের ডগায় হাজির হওয়া বিশাল পণ্যতালিকা থেকে আপনার ঘরের দরজায় হাজির হবে পছন্দের সেরা পণ্যটি। বিশেষভাবে জনপ্রিয় দারাজ ক্যাম্পেইন উপলক্ষে দারুণ সব ডিল অপেক্ষা করছে আপনার জন্য, জানতে এখনই ভিজিট করুন বিশ্বের সবচেয়ে বড় অনলাইন শপে।

অ্যাপ থেকে সহজে শপিং করার পদ্ধতি

চলুন একনজরে দেখে নেয়া যাক দারাজ অ্যাপের মাধ্যমে কিভাবে অতি সহজে সারতে পারবেন অনলাইন শপিং

১) আপনার ফোনে যদি এখনও নতুন দারাজ অ্যাপটি না থাকে তবে দ্রুত গুগল প্লেস্টোরের এই ঠিকানায় গিয়ে ইনস্টল করে নিন কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এই অত্যাধুনিক অ্যাপটি।

daraz-app (দারাজ অ্যাপ)

২) এবার দারাজ অ্যাপটি ওপেন করে উপরের সার্চবার কিংবা ব্যানারের নিচে একেবারে ডান কোণার লাল কালি চিহ্নিত ‘ধরণ’ বা ‘Categories’ মেনুর মাধ্যমে পছন্দের পণ্যটি বেছে নিয়ে ক্লিক করুন।

daraz-app (দারাজ অ্যাপ)

৩) যেখানে আপনার পণ্য ডেলিভারি দেয়া হবে সেই ঠিকানা যদি পরিবর্তন করতে চান, তবে প্রোডাক্ট পেইজে ডেলিভারি অপশনের নিচের দেয়া ঠিকানার পাশে ‘পরিবর্তন করুন’ বা ‘CHANGE’ বাটনে ক্লিক করে সহজেই ডেলিভারির ঠিকানা পরিবর্তন করে নিতে পারেন। তারপর নিচের ‘এখনই কিনুন’ বা ‘Buy Now’ বাটনে ক্লিক করে চেকআউট পেইজে যান।

daraz-app (দারাজ অ্যাপ)

৪) এবার চেকআউট পেইজের নিচের দিকে লাল কালি চিহ্নিত ঘরে ভাউচার কোডটি (যদি থাকে) লিখে ‘প্রযোজ্য’ বা ‘APPLY’ বাটনে ক্লিক করুন। এরপর একেবারে নিচের ‘অর্ডার প্লেস করুন’ বা ‘Place Order’ বাটনে ক্লিক করুন।

daraz-app (দারাজ অ্যাপ)

৫) এবার পেমেন্ট মেথড সিলেকশন পেইজের তিনটি অপশন ‘ক্রেডিট/ডেবিট কার্ড’, ‘বিকাশ’ ও ‘নগদ মূল্যে ডেলিভারি (ক্যাশ অন ডেলিভারি)’-এর মধ্য থেকে নিজের সুবিধানুযায়ী মূল্য পরিশোধের মাধ্যমটি নির্বাচন করুন।

daraz-app (দারাজ অ্যাপ)

৬) নির্বাচিত মেনুর মাধ্যমে নির্দিষ্ট পেমেন্ট পেইজে গেলে একেবারে নিচে ‘এখন পরিশোধ করুন’ বা ‘Pay Now’ বাটন দেখতে পাবেন। ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে সেখানে ক্লিক করলেই আপনার অর্ডারটি সফলভাবে গ্রহণ করে আপনাকে একটি অর্ডার নাম্বার প্রেরণ ও কবে নাগাদ আপনার অর্ডারটি ডেলিভার করা হবে তা জানিয়ে দেয়া হবে। ভবিষ্যতের জন্য অর্ডার নাম্বারটি সংরক্ষণ করুন। সেই সাথে আপনার ফোনে বা মেইলে একটি কনফার্মেশন মেসেজ পৌঁছে যাবে।

daraz-app (দারাজ অ্যাপ)

৭) এছাড়া বিকাশ পেমেন্ট মেথড নির্বাচন করলে পরবর্তী পেইজে আপনার অর্ডারটি গ্রহণ করে একটি রেফারেন্স নাম্বার প্রদান করা হবে। এরপর পেইজের নিচে উল্লেখিত পেমেন্টের নিয়মাবলিসমূহ অনুসরণ করে নিজের মোবাইল থেকে উক্ত রেফারেন্স নম্বরটি ব্যবহার করে বিকাশে পেমেন্ট করুন। 

daraz-app (দারাজ অ্যাপ)

কিংবা ডেবিট অথবা ক্রেডিট কার্ড নির্বাচন করে পরের পেইজে আপনার কার্ডের প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে কার্ডে অনলাইন পেমেন্ট নিশ্চিত করুন।

daraz-app (দারাজ অ্যাপ)

অভিনন্দন! আপনি সফলভাবে দারাজ বাংলাদেশে পছন্দের পণ্যটি অর্ডার করে ফেলেছেন। এরপর আপনাকে আর শুধু একটা কাজই করতে হবে, পছন্দের পণ্যটি দরজায় টোকা দেবার আগ পর্যন্ত অপেক্ষা। বুঝতেই পারছেন- এবার নিরাপদ অনলাইন শপিং হবে আরো দ্রুত গতিতে, আরো সহজে, দারাজ মোবাইল অ্যাপে। হ্যাপি শপিং !

অনলাইনে কার্ড পেমেন্ট নিরাপদ ও সহজ কেন?

ক্যাশ পেমেন্ট নাকি অনলাইন কার্ড পেমেন্ট?

“অনলাইন শপিং” শতাব্দির সব থেকে কাঙ্খিত প্রসঙ্গ যেটি, মাঝে-মধ্যে মানুষের আশা-আকাঙ্খার বিপরীতে কিছুটা সংশয়ের কারনও হয়ে ওঠে এটি।  বর্তমানে উন্নত বিশ্বের বেশির ভাগ দেশের অনলাইন শপিং এর জনপ্রিয়তার রেশ বাংলাদেশের মত তৃতীয় বিশ্বের দেশ সমূহে এসে ঠেকলেও ক্রেতাদের শত ভাগ আস্থা অর্জনের প্রক্রিয়াটি এখনো উন্নয়নশীল অবস্থাতেই বিদ্যমান আছে।

যার কারনে পণ্যের গুণগত মান সহ বেশকটি গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষ করে অনলাইন শপিং এ কার্ড পেমেন্টের ক্ষেত্রে ক্রেতাদের উৎকণ্ঠা প্রায়শই লাইমলাইটে চলে আসে। তবে এখন দিন বদলেছে, বদলেছে অনলাইনে কার্ড পেমেন্টের ধরণও। দারাজের সম্মানিত গ্রাহকদেরকে তাই এই মর্মে আশ্বস্ত করা যাচ্ছে যে বর্তমানে অনলাইনে কার্ড পেমেন্ট আসলেই অনেক নিরাপদ ও স্বস্তিদায়ক।

অনলাইনে কার্ড পেমেন্ট নিরাপদ ও সহজ, কারণ

Safety and Security of online card payment

নিরাপত্তা ও সুরক্ষা

অনলাইনে যেকোন কাজেই আমাদের সবার আগে মাথায় আসে নিরাপত্তা ও সুরক্ষার কথা, আর অনলাইনে শপিং এর ক্ষেত্রে তো এটার বিকল্প বলতে  আর কিছুই নেই। তবে অবাক করার মত হলেও এটাও সত্যি যে অনলাইনে কার্ড পেমেন্টে এখন সব ধরণের সাইবার হামলা থেকে সুরক্ষা পাওয়া আসলেই সম্ভব। এখন ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড সহ অনলাইনের মাধ্যমে করা সকল পেমেন্টে গোপনীয়তা খুব কঠোরভাবে অনুসরণ করা হয়। এছাড়া ব্যক্তিগত সকল তথ্যই সর্বসাকুল্যে গোপন রাখা হয়।

রেকর্ড ট্রেস করার সুবিধা

Tracing Record of Card

কার্ডের মাধ্যমে পেমেন্টের সকল তথ্য রেকর্ড করা থাকে, যা কার্ড বা ব্যাংক স্টেটমেন্ট থেকে যেকোন সময় জেনে নেয়া যায়। যদি কখনো কোন অনাকাঙ্ক্ষিত লেনদেন হয়েও থাকে সেটা খুঁজে বের করা সম্ভব এই ফিচারটির মাধ্যমে।

 

দূরে সরিয়ে কষ্টকর পেমেন্ট প্রক্রিয়া

Effortless Card Payment

কল্পনা করুন, একটি বড় মানিব্যাগ বের করে ক্রয়ের সময় আপনি বিক্রেতাকে নগদ টাকা প্রদান করবেন। এমতাবস্থায় বোঝার আসলেই কোন উপায় নেই যে কোন ছিঁচকে চোর আপনার মানিব্যাগটির দিকে সতর্ক দৃষ্টি তাক করে আছে, অর্থাৎ যে কোন মূহুর্তেই যেকোন কিছু হয়ে যাওয়ার আশংকা থাকেই। অন্যদিকে, কার্ডগুলি বড় আকারের অর্থ বহন করতে সক্ষম হওয়ায় অযথা আপনাকে নগদ টাকার টানা-হেঁচড়ার দিকে যেতে হচ্ছে না। এক্ষেত্রে কার্ডের মাধ্যমে পেমেন্ট আরো সুবিবেচনাপ্রসূত উপায় প্রস্তাব করে এবং লেনদেনকে আরো দ্রুত ও যৌক্তিক করে তোলে।

কার্ড পুনরুদ্ধার করা যায়, কিন্তু ক্যাশ?

হাতের ক্যাশ টাকা হারিয়ে গেলে খুঁজে বের করা প্রায়শই অসম্ভব, কিন্তু কার্ড হারালে কখনই দুশ্চিন্তার কিছু থাকে না, বরং এক মিনিটে কার্ড বন্ধ করে নতুন কার্ড ইস্যু করানো সম্ভব। এদিক থেকে ক্যাশের থেকে নিশ্চয়ই কার্ডের মাধ্যমে অনলাইন পেমেন্ট নিঃসন্দেহে বাড়তি সুবিধা দিবে ক্রেতাদের।

কার্ডের মাল্টি লেয়ার নিরাপত্তা সুবিধা

কার্ডে কখনো যদি ব্যক্তিগত ডাটা চুরির সম্ভাবনা তৈরী হয়ে থাকে, তখন ইএমভি চিপস সক্ষম কার্ড পেমেন্টের সিকিউরিটির একটি অতিরিক্ত স্তর প্রদান করে। কার্ডে একটি ডায়নামিক ডেটা তখন স্বয়ংক্রিয়ভাবেই তৈরি হয়, প্রতিটি চিপ লেনদেনকে আরো অনন্য ও সহজ করে তোলে। এই অনন্য লেনদেন কোড শুধুমাত্র সেই বিশেষ ক্রয় লেনদেনের সময়ই ব্যবহারযোগ্য হয়, যার ফলে প্রতিটা লেনদেন তখন একটি বিশেষ নিরাপত্তার চাদরে আবর্তিত হয়।

ভ্রমণকারীদের জন্য কার্ড দেয় অসাধারণ নিরাপত্তা

ভ্রমণকারীদের জন্যও কার্ডে থাকে বিশেষ নিরাপত্তা সুবিধা। কিছু পেমেন্ট কার্ড ট্র্যাফিক বীমা অফার করে, যা ব্যক্তিগত দুর্ঘটনা, হারানো জিনিসপত্র এবং ভ্রমণের আনুসঙ্গিক সুবিধা প্রদান করে। আপনার ইস্যুকারী ব্যাংকে ভ্রমণের সাথে তাদের দেওয়া পরিষেবাটি অনুসন্ধান করুন।

কার্ড হারালে বা চুরি হলে ব্যাংক দিবে বাড়তি নিরাপত্তা

দুর্ঘটনা সম্পূর্ণভাবে এড়ানো যায় না, যে কারণে ক্ষতির পরিমাণ কমানোর জন্য ব্যাংকগুলি ব্যবস্থা রাখে। যদি আপনি মনে করেন যে আপনার কার্ড হারিয়েছে বা চুরি হয়ে গেছে, তাহলে আপনার ব্যাংক কে অবিলম্বে অবহিত করুন যাতে তারা আপনার অর্থ সুরক্ষিত করতে পরবর্তী পদক্ষেপ নিতে পারে!

দ্রুতগতিসম্পন্ন, সহজ ও নিরাপদ

Easy Card Payment

অনলাইনে কার্ড পেমেন্ট যেমন সহজ ও নিরাপদ, তেমনি এটি যে একটি অধিকতর দ্রুতগতি সম্পন্ন একটি মাধ্যম, সেই বিষয়ে কোন সন্দেহ থাকে না। তাই বলাই যায় যে অনলাইনে পেমেন্ট ভাল, কার্ডে আরও ভাল।

তাহলে বুঝতেই পারছেন, অনলাইনে কার্ড পেমেন্ট এখন কতটা সহজ ও নিরাপদ। সুতরাং অফলাইন ক্যাশ পেমেন্টে বাড়তি ঝুঁকি নিয়ে অনলাইনে কার্ড পেমেন্টের সহজ ও নিরাপদ অনলাইন শপিং সুবিধা কেন হাতছাড়া করবেন? আর অনলাইনে কার্ড ও মোবাইল ব্যাংকিং পেমেন্টের বিস্তারিত প্রসেস জানতে এখনি ভিজিট করতে পারেন দারাজ অফিশিয়াল ওয়েবসাইট (Daraz.com.bd) তে অথবা দারাজ মোবাইল অ্যাপে যে কোন সময়েই। এছাড়া সাম্প্রতিক দারাজ মেগা ক্যাম্পেইনে যাবতীয় কেনাকাটা নিশ্চিন্তে কার্ড পেমেন্টেই সারতে পারেন।

সেরা দামে সেরা অনলাইন শপিং করতে ভিজিট করতে পারেন ক্যাম্পেইন যেখানে আপনার জন্য অপেক্ষা করছে সেরা মানের সকল পণ্যের উপর দারুণ সব ডিসকাউন্ট অফার ও ভাউচার।

অনলাইন শপিং সম্পর্কে আরও পড়ুনঃ নিরাপদ অনলাইন শপিং | সুরক্ষায় ১০টি টিপস

দারাজ ৯ম অ্যানিভার্সারি ক্যাম্পেইন ২০২৩; সকল অফার ও ডিসকাউন্ট

দেশের সবচেয়ে বড় অনলাইন শপ দারাজে শুরু হতে চলেছে জনপ্রিয় একটি মেগা সেল ক্যাম্পেইন – দারাজ ৯ম অ্যানিভার্সারি ক্যাম্পেইন (২০২৩), যেটা ১২ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে চলবে একেবারে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত

দারাজ ইতিমধ্যেই সেরা দামে বাংলাদেশের ক্রেতাদের কাছে সেরা ও মানসম্মত পণ্য সরবরাহ করে গ্রাহকদের বিশ্বাস, নির্ভরতা এবং আস্থা অর্জনের সাথে সাথে চমৎকার গ্রাহক সন্তুষ্টি অর্জন করেছে। মূলত সেই সফলতার রেশ ধরেই দারাজের আয়োজনে এবার থাকছে অষ্টম অ্যানিভার্সারি ক্যাম্পেইন সেরা সব ডিল ও ছাড়ের সমারোহে।

699tk any 3 items 2

আর অনলাইনে বাংলাদেশি ক্রেতারা যাতে চাহিদার সেরা পন্যটি সবচেয়ে সেরা দামে নিজের হাতে পায়, সেটা নিশ্চিত করতে দারাজের আকর্ষণীয় ডিসকাউন্ট অফার ও লাভজনক দারাজ ভাউচার তো থাকছেই!

দারাজের ৯ম অ্যানিভার্সারি ক্যাম্পেইনের আকর্ষণীয় অফার

সেরা বাজেট, সেরা ব্র্যান্ড

আপনি যদি দারাজ অ্যানিভার্সারি ক্যাম্পেইনের সবচেয়ে বড় আকর্ষণ খুঁজতে চান, তাহলে সেটা হবে বাজেট দামে সেরা পণ্য নিঃসন্দেহে। এই আকর্ষণীয় ক্যাম্পেইনে দারাজ আপনাকে নিশ্চিত করবে পছন্দের পণ্য-সামগ্রীর সাশ্রয়ী দাম, অফিশিয়াল ব্র্যান্ড ওয়্যারেন্টি ও সহজ রিটার্ণ পলিসি। তাছাড়া ক্রেতারা যেকোন নির্দিষ্ট ব্র্যান্ডের ১০০% আসল পণ্যই পছন্দ মাফিক কিনতে পারবেন।

Daraz anniversary mega deals 2023

সেরা পণ্য, সাশ্রয়ী দাম, সেরা মূল্যছাড়

দারাজ অ্যানিভার্সারি ক্যাম্পেইনের সকল পণ্যের উপর অবিশ্বাস্য মূল্যছাড় উপভোগ করা এখন বেশ সহজ। ক্রেতারা বর্তমানে নামীদামী বিভিন্ন সামগ্রী কল্পনার চেয়েও অধিক ডিসকাউন্ট অফারে অর্ডার করতে পারবেন।

daraz anniversary offers
anniversary campaign offers
daraz anniversary sale deals

অনলাইন পেমেন্ট মেথডে বাড়তি ডিসকাউন্ট

Daraz anniversary sale cashback offers on bkash, nagad and bank card payment

অ্যানিভার্সারি সেল এর সকল প্রকার আকর্ষনীয় ডিলের বাইরেও ক্যাম্পেইনের পেমেন্ট পার্টনার ব্যাংক এর যেকোন ডেবিট ও ক্রেডিট কার্ড এর মাধ্যমে গ্রাহকরা অতিরিক্ত ছাড় লুফে নিতে পারবেন। আর বিকাশ পেমেন্টে লোভনীয় ক্যাশব্যাক অফার তো থাকছেই।

Daraz anniversary campaign sale hot deals

থাকছে ডাবল টাকা ও মেগা ডিল ভাউচার

পছন্দের পণ্য আরও বেশি সুলভ মূল্যে বুঝে পেতে দারাজে থাকছে অ্যানিভার্সারি স্পেশাল ডাবল টাকা ভাউচার এবং মেগা ডিল ভাউচার। তাছাড়া দারাজের সবচেয়ে লাভজনক কালেক্টিবল ভাউচার তো থাকছেই।

Double taka voucher offers on anniversary sale 2023
দারাজ ভাউচার

ডিসকাউন্টের পাশাপাশি থাকছে ফ্ল্যাশ সেল

দারাজ এর যেকোন মেগা ক্যাম্পেইন মানেই নতুন চমক! এরকমই একটা চমক হিসেবে দারাজ অ্যানিভার্সারি ক্যাম্পেইন চলাকালীন সময়ে থাকছে দূর্দান্ত ফ্ল্যাশ সেল। বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের মোবাইল ফোন, এসি ও ফ্রিজ সহ সকল পণ্য ও এক্সেসরিজের উপর আকর্ষনীয় ফ্ল্যাশ সেল চলমান থাকবে।

Daraz anniversary sale 9 taka deals

অ্যানিভার্সারি ক্যাম্পেইনের আকর্ষনীয় ডিলগুলো লুফে নিতে এখনই ভিজিট করতে পারেন দারাজ অ্যানিভার্সারি সেল ক্যাম্পেইন পেজে। আর ক্যাম্পেইনের সকল ডিল ও ডিসকাউন্ট অফার সম্পর্কে প্রতিনিয়ত আপডেট পেতে লগইন করে রাখতে পারেন আপনার দারাজ অ্যাপ অ্যাকাউন্টে।

Free delivery on daraz anniversary sale 2023

মহিলাদের চুলের বৃদ্ধি এবং ঘনত্ব বাড়ানোর জন্য প্রাকৃতিক তেল (২০২৪)

আপনি কি চুলের বৃদ্ধি বাড়ানোর জন্য একটি প্রাকৃতিক উপায় খুঁজছেন? এখানে আমরা আপনার চুলের স্বাস্থ্য এবং ঘনত্ব বাড়াতে চুলের বৃদ্ধির তেল ব্যবহার করার বিষয়ে আপনার যা জানা দরকার তা নিয়ে আলোচনা করব।

স্বাস্থ্যকর চুল আমাদের সামগ্রিক চেহারার একটি মূল অংশ, এবং আমরা অনেকেই এটি বজায় রাখার জন্য অনেক বেশি পরিশ্রম করি। যাইহোক, স্ট্রেস, দুর্বল পুষ্টি এবং বয়সের মতো কারণগুলি চুল পড়া বা ধীর বৃদ্ধির কারন। চুলের বৃদ্ধির জন্য কিছু প্রাকৃতিক তেল রয়েছে যা স্বাস্থ্যকর চুলের বৃদ্ধি এবং চুলের গোরা মজবুত করে।

হেয়ার গ্রোথ অয়েল কেন ব্যবহার করবেন?

মহিলাদের জন্য হেয়ার গ্রোথ অয়েল ব্যবহারের অনেক উপকারিতা রয়েছে। এর মধ্যে কয়েকটি হোলোঃ

  • স্বাস্থ্যকর চুল বৃদ্ধি করে
  • চুল পড়া এবং ভাঙ্গা কমায়
  • চুলের ফলিকল এবং মাথার ত্বকে পুষ্টি যোগায়
  • চুলে উজ্জ্বলতা এবং দীপ্তি যোগ করে
  • চুলের গঠন এবং পুরুত্ব বাড়ায়।

হেয়ার গ্রোথ অয়েলে কী কী থাকে?

চুলের বৃদ্ধির তেল বেছে নেওয়ার সময়, চুলের বৃদ্ধি এবং স্বাস্থ্যের জন্য কিছু উপাদানগুলি দেখে নিবেন যার মধ্যে রয়েছে:

  • ক্যাস্টর অয়েল
  • নারিকেল তেল
  • আরগান তেল
  • জোজোবা তেল
  • রোজমেরি তেল
  • পেপারমিন্ট তেল
mint oil

দেখুনঃ কীভাবে চুলের ডগার রুক্ষতা বন্ধ করবেন: কারণ এবং প্রতিকার

মহিলাদের জন্য সেরা ৫ টি চুল বৃদ্ধি করার তেল

মেয়েদের চুলের জন্য কোন তেল ভালো, রুক্ষ চুলের জন্য কোন তেল ভালো, এবং চুলের জন্য কোন অলিভ অয়েল ভালো? এখানে মহিলাদের জন্য চুলের বৃদ্ধির সেরা পাঁচটি প্রাকৃতিক তেল রয়েছে:

ক্যাস্টর অয়েল

castor oil

ক্যাস্টর অয়েল ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ যা চুলের পুষ্টি জোগায় এবং স্বাস্থ্যকর বৃদ্ধিকে উৎসাহিত করে। এটি একটি প্রাকৃতিক প্রদাহ বিরোধী, যা মাথার ত্বকের জ্বালা এবং প্রদাহ কমায়।

ক্যাস্টর অয়েল

দেখুনঃ চুল রিবন্ডিংয়ের জনপ্রিয় স্টাইল

নারিকেল তেল

coconut oil

নারিকেল তেল ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ যা স্বাস্থ্যকর চুলের বৃদ্ধির জন্য প্রয়োজনীয়। এটিতে লরিক অ্যাসিডও রয়েছে, যা চুলের খাদ ভেদ করে চুলের ক্ষতি থেকে রক্ষা করে।

নারিকেল তেল

দেখুনঃ কালো চুলের জন্য চুলের রঙের ধরন: ১৬-৫০ বছর বয়সী মহিলাদের জন্য

আরগান তেল

argan oil

শুষ্ক বা ক্ষতিগ্রস্থ চুলের জন্য আর্গান তেল দুর্দান্ত। এটি ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ, যা পরিবেশগত ক্ষতি থেকে চুল মেরামত এবং রক্ষা করতে সাহায্য করে।

আরগান তেল

দেখুনঃ ঘরে বসেই কোঁকড়া চুল সোজা আর সিল্কি করার উপায়; কার্যকরী টিপস

জোজোবা তেল

jojoba oil

জোজোবা তেল আমাদের ত্বকের প্রাকৃতিক তেলের অনুরূপ, এটি সংবেদনশীল ত্বকের জন্য এটি একটি দুর্দান্ত পছন্দ। এটি ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ যা চুলকে পুষ্ট এবং শক্তিশালী করে।

জোজোবা তেল

দেখুনঃচুল পড়া বন্ধ করার ঘরোয়া সমাধান

রোজমেরি তেল

fenugreek

রোজমেরি তেল মাথার ত্বকে রক্ত ​​​​প্রবাহ বাড়িয়ে চুলের বৃদ্ধি ঘটায়। এটিতে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যও রয়েছে যা মাথার ত্বকের সংক্রমণ প্রতিরোধে সহায়তা করে।

রোজমেরি তেল

দেখুনঃলম্বা চুলের জন্য কার্যকরী টিপস

সেরা ফলাফলের জন্য চুলের বৃদ্ধির তেল কীভাবে ব্যবহার করবেন?

চুলের বৃদ্ধির তেল ব্যবহার করতে, আপনার চুলের ধরন এবং প্রয়োজনের জন্য সঠিক চুলের তেল বেছে নিয়ে শুরু করুন। তারপর, এই পদক্ষেপগুলি অনুসরণ করুন:

  • আপনার চুলকে অল্প অল্প করে ভাগ করুন।
  • আঙুলের ডগায় কয়েক ফোঁটা তেল লাগান।
  • বৃত্তাকার ভবে আপনার মাথার ত্বকে তেল ম্যাসাজ করুন।
  • আপনার চুলের নিচের দিকে তেল দেওয়ার সময় চুলের প্রান্তে তেল দিতে ভুলবেন না।
  • তেলটি চুলে অন্তত ৩০ মিনিট বা সারারাত রেখে দিন।
  • যথারীতি উষ্ণ জল এবং শ্যাম্পু ( সালফেট ফ্রি শ্যাম্পু) দিয়ে আপনার চুল ভালভাবে ধুয়ে ফেলুন।

দেখুনঃ অরগানিক হেয়ার ফল শ্যাম্পু

এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে সেরা ফলাফল দেখতে চুলের বৃদ্ধির তেল নিয়মিত ব্যবহার করা উচিত। সপ্তাহে অন্তত একবার বা আপনার চুল বিশেষ করে শুষ্ক বা ক্ষতিগ্রস্থ হলে আরও বেশি বার ব্যবহার করুন।

আরও দেখুনঃ চুলের বৃদ্ধির প্রাকৃতিক উপায়: কিভাবে পাতলা চুল ঘন করা যায়

তেল দিয়ে চুলে ম্যাসাজ করার উপকারিতা

চুলের বৃদ্ধির তেল ব্যবহারের সুবিধার পাশাপাশি, তেল দিয়ে আপনার মাথার ত্বকে ম্যাসাজ করার সুবিধাও রয়েছে। এর মধ্যে রয়েছে-

  • মাথার ত্বকে রক্ত ​​​​প্রবাহ বাড়ায়, যা চুলের বৃদ্ধিকে উন্নীত করে
  • স্ট্রেস এবং টেনশন কমায়, যা চুল পড়ার ক্ষেত্রে অবদান রাখে
  • মাথার ত্বক এবং চুলের ফলিকলকে পুষ্টি দেয়, সামগ্রিক চুলের স্বাস্থ্যের উন্নতি করে।

নিজেকে তেল দিয়ে মাথার তালু ম্যাসাজ করতে, আপনার নির্বাচিত তেলের কয়েক ফোঁটা আপনার আঙ্গুলের ডগায় লাগান এবং কয়েক মিনিটের জন্য বৃত্তাকার ভাবে আপনার মাথার ত্বক ম্যাসাজ করুন। সর্বাধিক উপকারের জন্য আপনি চুলের বৃদ্ধির তেল প্রয়োগ করার আগে বা পরে এটি করতে পারেন।

এখানে দেখুনঃ পাতলা এবং ফ্ল্যাট চুলের জন্য ট্রেন্ডি চুলের স্টাইল

হেয়ার গ্রোথ অয়েল রেসিপি

আপনি আপনার চুলের বৃদ্ধির তেল বাড়িতেও তৈরি করতে পারেন। চেষ্টা করার জন্য এখানে দুটি সহজ রেসিপি রয়েছে:

ক্যাস্টর অয়েল এবং নারকেল তেলের মিশ্রণ

  • ২ টেবিল চামচ ক্যাস্টর অয়েল
  • ২ টেবিল চামচ নারকেল তেল

তেল মেশান এবং উপরে নির্দেশিত হিসাবে আপনার চুলে প্রয়োগ করুন।

রোজমেরি তেল এবং জোজোবা তেলের মিশ্রণ

  • ২ টেবিল চামচ জোজোবা তেল
  • ১০ ফোঁটা রোজমেরি এসেনশিয়াল অয়েল

তেল মেশান এবং উপরে নির্দেশিত হিসাবে আপনার চুলে প্রয়োগ করুন।

স্বাস্থ্যকর চুল বৃদ্ধির জন্য টিপস

চুলের বৃদ্ধির তেল ব্যবহার করার পাশাপাশি, স্বাস্থ্যকর চুলের বৃদ্ধির জন্য এমন আরও কিছু জিনিস রয়েছে।

  • ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ একটি স্বাস্থ্যকর, সুষম খাদ্য খান।
  • আপনার চুলে হিট স্টাইলিং টুল ব্যবহার করা এড়িয়ে চলুন।
  • একটি টুপি পরা বা এস পি এফ সহ একটি লিভ-ইন কন্ডিশনার ব্যবহার করে আপনার চুলকে সূর্যের ক্ষতি থেকে রক্ষা করুন।
  • আপনার চুল অত্যধিক ধোয়া এড়িয়ে চলুন, যা এটিকে প্রাকৃতিক তেল থেকে মুক্ত করতে পারে।
  • বিভক্ত প্রান্ত এবং ভাঙ্গন রোধ করতে নিয়মিত ট্রিম করুন।

চুলের বৃদ্ধির তেল ব্যবহার করা আপনার চুলের স্বাস্থ্য বৃদ্ধি এবং লুকিং পরিবর্তন করার একটি দুর্দান্ত প্রাকৃতিক উপায়। আপনার চুলের ধরন এবং প্রয়োজনের জন্য সঠিক তেল বেছে নেওয়ার মাধ্যমে এবং মাথার ত্বকে ম্যাসাজের সাথে এটি নিয়মিত ব্যবহার করে, আপনি চুলের স্বাস্থ্যকর বৃদ্ধি ঘটানো এবং চুল পড়া এবং ভাঙ্গা কমাতে পারেন। একটি সুষম খাদ্য এবং তাপ স্টাইলিং সরঞ্জাম এড়ানোর মতো স্বাস্থ্যকর অভ্যাসের মাধ্যমে আপনার চুলের যত্ন নেওয়ার কথাও মনে রাখবেন।

দেখুনঃ চুলের প্রাকৃতিক রঙ নষ্টের কারণ এবং প্রতিকার

আরও জানুন

চুলের বৃদ্ধির তেল কি আমার চুল দ্রুত বৃদ্ধি করতে পারে?

যদিও চুলের বৃদ্ধির তেল স্বাস্থ্যকর চুলের বৃদ্ধিতে সহায়তা করে, এটি আপনার চুলকে দ্রুত বৃদ্ধি করবে না। প্রত্যেকের চুল আলাদাভাবে বৃদ্ধি পায়, তাই চুলের বৃদ্ধির তেল ব্যবহারে ধৈর্য ধরুন।

আমি কত ঘন ঘন চুল বৃদ্ধি তেল ব্যবহার করা উচিত?

সপ্তাহে অন্তত একবার চুলের বৃদ্ধির তেল ব্যবহার করুন, বা আপনার চুল বিশেষ করে শুষ্ক বা ক্ষতিগ্রস্থ হলে তার বেশিবার ব্যবহার করুন।

আমি কি সারারাত চুলে হেয়ার গ্রোথ অয়েল রেখে দিতে পারি?

হ্যাঁ, আপনার চুলে সারারাত হেয়ার গ্রোথ অয়েল দিয়ে রেখে দিলে, এটি আপনার চুলকে পুষ্টি ও মজবুত করতে সাহায্য করবে।

চুলের বৃদ্ধির তেল কি মাথার ত্বকে জ্বালা হতে পারে?

যদিও চুলের বৃদ্ধির তেল সাধারণত বেশিরভাগ মানুষের জন্য নিরাপদ, তবে অ্যালার্জির প্রতিক্রিয়া বা মাথার ত্বকে জ্বালা অনুভব করা সম্ভব। আপনি যদি কোন চুলকানি বা লালভাব লক্ষ্য করেন, তাহলে ব্যবহার বন্ধ করুন এবং আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে পরামর্শ করুন।

পুরুষরাও কি চুলের বৃদ্ধির তেল ব্যবহার করতে পারেন?

হ্যাঁ, চুলের বৃদ্ধির তেল স্বাস্থ্যকর চুলের বৃদ্ধি এবং শক্তি বাড়াতে পুরুষ এবং মহিলা উভয়ই ব্যবহার করতে পারেন।

কিভাবে ডিমার্ট (dMart) থেকে সহজে পণ্য অর্ডার করবেন?

‘কম খরচে মাসের বাজার’ – এমনটা শুনেই বোঝা যায় গ্রাহকদেরকে বিশেষ কিছু নিয়ে প্রস্তুত দারাজ বাংলাদেশের অনলাইন গ্রোসারি শপ – ডিমার্ট (dMart)। আর আপনিও যদি ঘরে বসে দৈনন্দিন বাজার, ওষুধসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য সবচেয়ে সেরা দামে ও দ্রুততম সময়ে হোম ডেলিভারি চান, তবে ডিমার্ট হতে পারে আপনার কেনাকাটার এক নির্ভরযোগ্য গন্তব্য। এখন ডিমার্টের মাধ্যমে সেরা পণ্য সেরা দামে, বাজার হবে ঘরে বসে বেশ অনায়াসেই বলা চলে।

কেন প্রতিদিনের মুদি পণ্য কেনাকাটায় ডিমার্টকে প্রাধান্য দেবেন?

✔ জনপ্রিয় পণ্যসমূহ

✔ সর্বনিম্ন শিপিং ফি

✔ ওয়্যারহাউজে দ্রুত প্রসেসিং

✔সুলভ মূল্যের নিশ্চয়তা

এছাড়া রয়েছে দ্রুততম সময়ের মধ্যে পণ্য ডেলিভারি সুবিধা, মানসম্পন্ন ঔষধের সেরা কালেকশন ও নিয়মিত ডিসকাউন্ট অফার ও ভাউচার।

>> সেরা মূল্যে ভালো ব্র্যান্ডের রেফ্রিজারেটর কিনুন <<

সহজে যেভাবে ডিমার্ট থেকে পণ্য অর্ডার করবেন!

১) প্রথমেই গুগোল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোর থেকে দারাজ অ্যাপ ডাউনলোড করে নিন

২) এবার দারাজ অ্যাপ ওপেন করে ডিমার্ট (dMart) আইকনটিতে ক্লিক করুন

৩) এবার পণ্যের তালিকা হতে আপনার পছন্দের পণ্যটি নির্বাচন করুন ও ‘Buy Now’ ক্লিক করুন

৫) একাধিক পণ্যের ক্ষেত্রে ‘Add to Cart’ অপশনে ক্লিক করলেই সকল পণ্য আপনার কার্টে যোগ হয়ে যাবে

৬) কার্ট থেকে ‘Proceed to Pay’ ক্লিক করে মূল্য পরিশোধ করুন ও আপনার অর্ডারটি কনফার্ম করুন

বাংলাদেশের অনলাইন গ্রোসারি শপিং স্টোর

উপরে উল্লেখিত নিয়ম মেনে ডিমার্ট (dMart) থেকে আপনি খুব সহজেই সেরা মানের নিত্য-প্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন খুব সহজেই। সারা দেশের যেকোন প্রান্ত থেকে কম দামে সেরা গ্রোসারি পণ্য, ঔষধ ও করোনা ভাইরাস প্রতিরোধী সামগ্রী কিনতে আজই ভিজিট করুন দারাজের ডিমার্ট অনলাইন গ্রোসারি শপে- আপনার সকল চাহিদা পূরণ এখন এক জায়গাতেই। ডিমার্ট  (dmart) অর্ডার ডেলিভারি ফি কত টাকা সেটা জেনে এখন খুব সহজেই আপনি সাশ্রয়ী মূল্যে অর্ডার করতে পারবেন দারাজ থেকে।

Download Daraz App to watch the best BD cricket live streaming without buffering.

এছাড়া আরো দেখতে পারেন-
দারাজে কেনাকাটায় সেরা অভিজ্ঞতা পেতে যেসব বিষয় অবশ্যই খেয়াল রাখবেন

নতুন বছরে সাফল্যের ধারা অব্যাহত রাখার প্রত্যয়ে নতুন রূপে এলো দারাজ!

অবশেষে নিজেদের নতুন লোগো ও ব্র্যান্ড লুক উন্মোচন করল দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ(daraz.com.bd)। বিগত বছরের ব্যাপক সাফল্যের ধারা অব্যাহত রাখতেই সকলের কাছে নিজেদের নতুন রুপে তুলে ধরল ইকমার্স প্ল্যাটফর্মটি।

দারাজ গ্রুপের প্রতিষ্ঠাতা ও সিইও বিয়ার্কে মিকেলসেন মনে করেন দারাজের এই নতুন সূচনা প্রতিষ্ঠানটিকে সামনের দিকে এগিয়ে নিতে অনন্য ভূমিকা রাখবে।

তিনি বলেন, বিগত ৭ বছরে দারাজের ব্যবসায়িক পরিধি অনেক বৃদ্ধি পেয়েছে এবং এখনই সময় দারাজের নতুন এক অধ্যায়ে পদাপর্ণ করার। নতুন এ অধ্যায়ে দারাজের মূল লক্ষ্য থাকবে ক্রেতার জন্য উন্নত এবং আনন্দদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করা। তিনি আরও বলেন, ব্র্যান্ডের নতুন লুক এখনও দারাজের মূল ভ্যালুগুলোই ধারণ করে, একই সাথে নতুন দারাজে যুক্ত হচ্ছে পারসোনালাইজড এক্সপেরিয়েন্স যাতে করে প্ল্যাটফর্মে ক্রেতা ও বিক্রেতা আরও দৃঢ়ভাবে সংযুক্ত হতে পারেন।

ব্র্যান্ডকে নতুন রূপে প্রকাশ করার পেছনে দারাজের অন্যতম উদ্দেশ্য হচ্ছে, দক্ষিণ এশিয়ার পাঁচটি দেশ যথা বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল এবং মিয়ানমারে দারাজকে মানুষের দৈনন্দিন জীবনের অন্যতম অংশে পরিণত করা।

মিকেলসেন আরও বলেন, “এই লক্ষ্য অর্জনের জন্য আমাদের গ্রাহকদের অভিজ্ঞতা উন্নত করতে হবে, গ্রাহকদের কেনাকাটার যাত্রার প্রতিটি ধাপে মানসম্পন্ন পণ্য ও সেবা নিশ্চিত করতে হবে এবং গ্রাহকদের বিনোদন প্রদান ও যুক্ত করার নতুন উপায় তৈরি করতে হবে. এসব গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আমাদের সেবা উন্নত ও বিকশিত করার ক্ষেত্রে ব্র্যান্ড রিফ্রেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

দারাজকে নতুন আঙ্গিকে হাজির করার ক্ষেত্রে অন্যতম পরিবর্তন হচ্ছে এর নতুন আইকন। কীভাবে ই-কমার্স প্ল্যাটফর্ম এসএমই বিক্রেতাদের ক্রেতাদের সাথে যুক্ত করছে, তা তুলে ধরতে প্রতীক হিসেবে কাজ করে আইকনটি। আইকনের কেন্দ্রে একটি তীর রয়েছে, যা প্রবৃদ্ধি এবং দ্রুত ডেলিভারিতে দারাজের বিশেষ গুরুত্ব প্রদানের ওপর আলোকপাত করে। এটি দেখতে একটি ‘প্লে বাটন’ এর মতো, যা ব্যবহারকারীদের জন্য আরও অসাধারণ কনটেন্ট অভিজ্ঞতা তৈরিতে দারাজ যে নিরলস উদ্ভাবন করছে, তা প্রকাশ করে।

দারাজ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদাল হক বলেন, “নতুন দারাজ এমন এক শপিং অভিজ্ঞতা নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে আসছে যা আগে কখনও ছিল না। আপনাদের সকলকে ই-কমার্সের নতুন এক যুগে স্বাগতম যেখানে দারাজ আপনার দৈনন্দিন জীবনের অংশ হিসেবে নতুন এক সংযোজন।

গ্রাহকের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে ও দারাজের অভ্যন্তরীন ব্র্যান্ড যেমন দারাজ মল, দারাজ মার্ট ইত্যাদির মাঝে সাধারণ অবিচ্ছন্দতা সৃষ্টি করতে এই নতুন যাত্রা গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। পাশাপাশি, দারাজ একটি নতুন ওয়েবসাইটও (Daraz.com) চালু করেছে, যা নতুন ব্র্যান্ডটিকে তুলে ধরবে এবং দারাজের পরিচয় ও এর কার্যক্রম সম্পর্কে মানুষকে আরও ভালোভাবে বুঝতে সহায়তা করবে।

দারাজ ১১.১১ সেল ক্যাম্পেইনে আবারও পাবেন ডাবল টাকা ভাউচার!

আসছে ১১ নভেম্বর বাংলাদেশে দারাজ আবারো আয়োজন করতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় অনলাইন ক্যাম্পেইন দারাজ ১১.১১ সেল ২০২০। একদিনের এই বিশাল ক্যাম্পেইনে আপনার পছন্দের পণ্যের উপর থাকছে ব্যাপক ছাড়। পাশাপাশি বিভিন্ন ভাউচারের সমন্বয়ে একটি উল্লেখযোগ্য শপিং ফেস্টিভালের অংশ হতে যাচ্ছেন আপনিও। কিন্তু এত কিছুর পরও ডাবল টাকা ভাউচার না থাকলে কি অনলাইনে শপিং জমে? তাই আপনাদের সুবিধার কথা চিন্তা করেই আসন্ন দারাজ এগারো এগারো (১১.১১) ক্যাম্পেইনে আবারও হাজির হচ্ছে সেই কাঙ্ক্ষিত ডাবল টাকা ভাউচার!

BABC47FD B538 43BA BD13 6E8852367829 20201022161838

যেসব ডাবল টাকা ভাউচার থাকছে এবারের দারাজ ১১.১১ সেল ক্যাম্পেইনে

ডাবল টাকা ভাউচার
ডাবল টাকা ভাউচারের নাম ডিসকাউন্টের পরিমাণ সর্বনিম্ন পরিশোধযোগ্য টাকা
DBL – 500 BDT 500 BDT 1,000
DBL – 1000 BDT 1,000 BDT 2,000
DBL – 2000 BDT 2,000 BDT 4,000
DBL – 5000 BDT 5,000 BDT 10,000
DBL – 10000 BDT 10,000 BDT 20,000

কিভাবে ডাবল টাকা ভাউচার গুলো ব্যবহার করা যাবে?

১) ডাবল টাকা ভাউচার চালু হবে ২৭ ও ২৯ অক্টোবর সহ পহেলা, পঞ্চম ও দশম নভেম্বরে

২) একজন ক্রেতা একটি ডাবল টাকা ভাউচার একবারই জিততে পারবেন

৩) ডাবল টাকা ভাউচার এর ডিসকাউন্ট উপভোগ করা যাবে ১১ নভেম্বরেই

৪) এই ডিসকাউন্ট উপভোগ করতে চাইলে ভাউচার প্রতি একটি সর্বনিম্ন পরিমাণ টাকা পরিশোধ করতে হবে 

৫) পাশাপাশি ক্রেতারা ব্র্যান্ড ভাউচারও উপভোগ করতে পারবেন

৬) ডাবল টাকা ভাউচার জিততে নির্ধারিত সময়ের মধ্যে ক্রেতারা ৫ বার অংশগ্রহণ করতে পারবেন

৭) দারাজ অ্যাপের ‘মাই ভাউচার’ অপশন থেকে ক্রেতারা ভাউচার সমূহের বিবরণ জেনে নিতে পারেন

৮) ডাবল টাকা ভাউচার শুধুমাত্র দারাজ অ্যাপের শেক শেক ফিচারের মাধ্যমেই উপভোগ করা সম্ভব

৯) ডাবল টাকা ভাউচার শুধুমাত্র ডিজিটাল প্রোডাক্ট, বেবি টোডলার ফুড, বেবি ডায়াপার, মেডিসিন, পিয়রইট, রিয়েলমি এবং স্যামসাং এম৪০ ছাড়া অন্যান্য সকল পণ্যের জন্যই প্রযোজ্য

১০) ডাবল টাকা ভাউচার সমূহ অফেরতযোগ্য ভাউচার।

তাই আর দেরি না করে ডাবল টাকা ভাউচার এর স্টক শেষ হওয়ার পূর্বেই দারাজ অ্যাপ শেক করে সংগ্রহ করে ফেলুন, আর দারাজ ১১.১১ সেল ক্যাম্পেইনে উপভোগ করুন সেরা শপিং এর আনন্দ।            

আরও দেখতে পারেন,

>>Double Taka Voucher for Daraz 11.11 Sale 2020<<

unnamed

দারাজে সেলার হওয়ার জন্য আপনার সম্পূর্ণ গাইড

আপনার কি ক্ষুদ্র বা মাঝারি ব্যবসা রয়েছে? বাড়িতে বসে আপনি যদি ব্যবসা থেকে আরও বেশি উপার্জন করতে চান বা নিজের ব্যবসা কে আরো বড় করতে চান তবে দারাজ সেলার মৈত্রী প্রোগ্রাম আপনার জন্য হতে পারে একটি চমৎকার সুযোগ।

বাংলাদেশের বৃহত্তম অনলাইন শপ দারাজে ১০০+ ক্যাটাগরিতে রয়েছে লক্ষ লক্ষ পণ্য- যেখান থেকে ডিজিটাল শপিং এর মাধ্যমে দেশের যেকোনো প্রান্ত থেকে কেনাকাটা করতে পারছে দশ লক্ষেরও বেশি গ্রাহক।

এবং এই প্রোগ্রামের সেরা আকর্ষণ? দারাজ মে ও জুন মাসের জন্য এই বিক্রেতাদেরকে ০% কমিশন চার্জ করবে!

সুতরাং, আজই দেশের বৃহত্তম অনলাইন শপিং ওয়েবসাইট দারাজের একটি অংশ হয়ে যান এবং দারাজের এক্সক্লুসিভ সব সুবিধা ব্যবহার করে নিজের ব্যবসাকে আরো প্রসারিত করুন!

কেন দারাজের একজন বিক্রেতা হবেন?

তথ্য প্রযুক্তির এই যুগে অনলাইন ব্যবসাই যে বাংলাদেশের সকল প্রকার বাণিজ্যের ভবিষ্যৎ হতে যাচ্ছে সে ব্যাপারে কারো সন্দেহ থাকার কথা নয়।

বিশ্বের অন্যতম ই-কমার্স জায়ান্ট আলিবাবা গ্রুপ দ্বারা দারাজকে অধিগ্রহণের ফলে, আপনি সহজেই বুঝতে পারবেন- বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় অনলাইন বাণিজ্য প্রযুক্তি এবং লজিস্টিক ব্যবহার করে কিভাবে ঘরে বসেই ব্যবসা পরিচালনার মাধ্যমে নিজের ব্যবসা ও উপার্জন বাড়িয়ে তোলা সম্ভব।

দারাজ সেলার মৈত্রী প্রোগ্রাম -এর সাথে যুক্ত হয়ে যেভাবে লাভবান হতে পারেন-

চলুন এক নজরে জেনে নেয়া যাক কিভাবে দারাজের সাথে সংযুক্ত হয়ে বাংলাদেশের অনলাইন মার্কেটপ্লেসে নিজের একটি শক্ত অবস্থান গড়ে তুলতে পারেন-

ব্যবসায় সহায়তা:

  • যেকোনো ক্ষুদ্র থেকে শুরু করে মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান দারাজে তাদের দোকান সেটআপ করে পেতে পারে ২৪/৭ ঘন্টার নিরবিচ্ছিন্ন ও ডেডিকেটেড কনসালটেন্সি। এছাড়া ফ্রী এনালিটিক্যাল টুলের মাধ্যমে ব্যবসায়ীরা পাচ্ছেন তাদের অনলাইন বিজনেসকে আরো প্রসারিত করার দারুন সুযোগ।

আর্থিক সহায়তা:

  • এই অস্থির সময়ে বিক্রেতাদের কিছুটা স্বস্তি দিতে দারাজ গ্রহণ করেছে ০% কমিশন উদ্যোগ। সকল নিবন্ধিত ও নতুন বিক্রেতারা ১ মে থেকে ৩০ জুন পর্যন্ত এই অফার উপভোগ করতে পারবেন। এছাড়া ফ্রী পিকআপ ও স্টোরেজ সুবিধা ছাড়াও আপনি পাবেন প্রমোশনাল ক্রেডিট ও প্যাকেজিং সুবিধা।

অনবোর্ডিং এবং প্রশিক্ষণ:

  • আপনি যদি দারাজ এর মাধ্যমে নিচের অনলাইন ব্যবসা কি আরো প্রসারিত করতে চান তবে ওয়েবিনার ও দারাজ ইউনিভার্সিটির আপনার জন্য থাকছে ফ্রি প্রশিক্ষণ ও অনলাইন সেলার এডুকেশন ব্যবস্থা।

এক্সপ্রেস সাইন-আপ:

  • নতুন বিক্রেতাদের জন্য থাকছে এক্সপ্রেস সাইন আপ ব্যবস্থা যার মাধ্যমে একজন বিক্রেতা ২ দিনেরও কম সময়ে দারাজে নিজের ব্যবসা শুরু করতে পারেন।

ফ্রী মার্কেটিং প্রমোশন:

  • কোন রকমের বাড়তি ফি ছাড়াই ফ্রী অন অ্যাপ প্রমোশনেরর মাধ্যমে আরো বেশি সংখ্যক ক্রেতার কাছে আপনার ব্যবসাকে পৌঁছে দিন আর উপভোগ করুন নিজের ব্যবসার দারুণ প্রসার।

দারাজ বিশ্বাস করে যে দারাজ সেলার মৈত্রী প্রোগ্রাম এর মাধ্যমে এই অস্থির সময়ে দেশের হাজার হাজার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান আবার তাদের নিজের পায়ে দাঁড়াতে পারবে। সেই সাথে লক্ষ লক্ষ অনলাইন গ্রাহকের কাছে নিজের ব্যবসাকে তুলে ধরে উপভোগ করতে পারবে বাংলাদেশের অনলাইন ব্যবসার সেরা সুবিধাগুলো।

কিভাবে দারাজে বিক্রেতা হবেন?

আপনি যদি দারাজে কিভাবে দোকান খুলবেন কিংবা দারাজে কিভাবে নিজের ব্যবসা শুরু করবেন তা জানতে চান, তবে দুশ্চিন্তার কোনো কারণ নেই। দারাজ অনলাইন শপে নিজের ব্যবসা শুরু করা খুবই সহজ ও ঝামেলাহীন।

এছাড়া আপনি দারাজ সেলার সাইনআপ পেইজে রেজিস্ট্রেশন করতে ও  নিচের ৩টি সহজ ধাপ অনুসরণ করতে পারেন-

ধাপ-১:

রেজিস্টার করুন ও পণ্য তালিকাভুক্ত করুন

  • দারাজ ওয়েবসাইটে যান এবং রেজিস্ট্রেশন করে আপনার পণ্য তালিকাভুক্ত করুন
  • আপনার ব্যক্তিগত এবং ব্যবসায়ের বিস্তারিত তথ্য দিন
  • আপনি দারাজে যে পণ্যগুলি বিক্রয় করতে চান সে সম্পর্কিত তথ্য প্রদান করুন

ধাপ-২:

অর্ডার গ্রহণ করুন এবং সারা বাংলাদেশে বিক্রয় করুন

  • আপনার পণ্য এবং ব্যবসার সমস্ত বিবরণ তালিকাভুক্ত হয়ে গেলে আপনি বিক্রয় শুরু করতে পারবেন
  • দারাজ সেলার সেন্টার অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে বিক্রেতাদের অর্ডার গ্রহণ এবং পরিচালনা করুন
  • কোন অর্ডার পেলে আপনার কাজ শুধু পণ্যটি প্যাকেজ করা পর্যন্তই। ক্রেতার কাছে প্যাকেজ শিপিং দারাজই পৌঁছে দেবে।

ধাপ-৩:

টাকা বুঝে নিন ও আপনার ব্যবসা বৃদ্ধি করুন

  • সরাসরি আপনার অ্যাকাউন্টে আপনার অর্ডারের অর্থ পৌঁছে যাবে
  • এভাবে আরো সহজে, আরও বেশি বিক্রয়ের মাধ্যমে আপনার ব্যবসা প্রসারণ শুরু করুন

তো আর দেরি কেন? আজই দারাজ সেলার মৈত্রী প্রোগ্রাম -এর মাধ্যমে সাইন আপ করুন এবং নিজের ব্যবসা বৃদ্ধি করুন বাংলাদেশের বৃহত্তম অনলাইন শপ দারাজের সাথে!

এখনই দারাজ সেলার সেন্টার অ্যাপটি ডাউনলোড করে হাতের মুঠোয় নিয়ে নিন নিজের সম্পূর্ণ ব্যবসা, সবচেয়ে সহজ পদ্ধতিতে!

DARAZ SELLER APP copy 1