কিভাবে সহজে দারাজে পণ্য ফেরত দিয়ে টাকা রিফান্ড পাবেন?

অনেকেই অনলাইনে অর্ডার করতে সংকোচ বোধ করেন। একটা বড় কারণ- দুর্ঘটনাবশত যদি আপনাকে ভুল পণ্য কিংবা ত্রুটিপূর্ণ পণ্য ডেলিভার করা হয়- তাহলে কি করবেন? আশঙ্কাটা অমূলক নয়, যেহেতু অনলাইন কেনাকাটায় এমনটা হওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া ততক্ষণে আপনি পণ্যের দামও মিটিয়ে দিয়েছেন। তাই ভুল পণ্য ফেরত দিয়ে কিভাবে রিফান্ড পাবেন তা নিয়ে অনেকেই দুশ্চিন্তা করেন। কিন্তু দারাজ বাংলাদেশের সহজ ও শক্তিশালী রিফান্ড পলিসি আপনাকে দিচ্ছে অতি সহজে ও দ্রুত অনাকাঙ্ক্ষিত পণ্য ফেরত দিয়ে মূল্য ফেরত পাবার সুবিধা।

চলুন একনজরে দেখে নেয়া যাক দারাজে কিভাবে পণ্য ফেরত দিয়ে সহজেই রিফান্ড পেতে পারেন-

১) দারাজ অ্যাপে লগিন করে ACCOUNT অপশনে যান।

২) MY ORDER সেকশনের VIEW ALL এ ক্লিক করুন। এখানে আপনার করা আগের সকল অর্ডারের তালিকা দেখতে পাবেন। 

৩) যে পণ্যটি ফেরত দিতে চান তার নামের নিচের RETURN অপশনটিতে ক্লিক করুন।

how to return product on daraz

৪) এবার রিটার্ন রিকোয়েস্ট কর্মে পণ্যটি ফেরত দেয়ার কারণ ও ড্রপ অফ সিলেক্ট করে আপনার নিকটস্থ ড্রপ অফ পয়েন্টটি সিলেক্ট করুন।

>> এখন ঘরে বসেই হবে দরকারি গ্রোসারি পণ্যের সেরা শপিং <<

how to return product on Daraz

৫) এবার RETURN METHOD এ ভাউচার কিংবা ব্যাংক ট্রান্সফার সিলেক্ট করুন। 

৬) BANK TRANSFER এর মাধ্যমে নিজের ব্যাংকের নাম, ব্যাংক একাউন্ট নাম, নাম্বার ও কোন ব্রাঞ্চ তা সিলেক্ট করে কনফার্ম করুন। 

৭) সফলভাবে রিটার্ন রিকোয়েস্ট সম্পন্ন হলে আপনাকে অর্ডার নাম্বার, ট্র্যাকিং নাম্বার প্রভৃতি তথ্যসহ একটি RA Code RN  নাম্বার দেয়া হবে। 

how to return product on Daraz

৮) উক্ত তথ্যগুলো হাতে লিখে আপনার পণ্যের বক্সে লেবেল লাগিয়ে পূর্বের বাছাই করা নিকটবর্তী দারাজ ড্রপ অফ পয়েন্টে দিয়ে এলেই দ্রুততম সময়ে আপনার পছন্দের মাধ্যমে রিফান্ড পৌঁছে যাবে আপনার কাছে।

মনে রাখবেন, পণ্যভেদে দারাজ ৭ দিন থেকে ১৪ দিনের রিটার্ন পলিসি কার্যকর রাখে। আপনাকে অবশ্যই ঐ সময়ের মধ্যে পণ্যটি রিটার্ন করতে হবে। এছাড়া এই রিটার্ন পদ্ধতি সম্পূর্ণ ফ্রি যার মাধ্যমে আপনার প্রদান করা শিপিং ফি-ও রিফান্ড করা হবে। তাহলে আর দেরি কেন? এখন দারাজের সঙ্গে অনলাইন কেনাকাটা আরো জমে উঠুক দারুণ অভিজ্ঞতায়।

 

এছাড়া আরো দেখতে পারেন,
যেভাবে সহজে দারাজ অ্যাপ থেকে শপিং করবেন

যেভাবে দারাজ কালেকশন পয়েন্ট খুঁজে পাবেন খুব সহজে !

আপনি কি দারাজে অর্ডার কৃত যেকোন পণ্য কম মূল্যে হোম ডেলিভারি উপভোগ করতে চান? তাহলে নির্দিষ্ট সময়সীমার মধ্যেই চলে আসতে পারেন নিকটস্থ দারাজ কালেকশন পয়েন্টে। দারাজ ওয়েবসাইট বা অ্যাপ থেকে কালেকশন পয়েন্ট অ্যাড্রেস বাছাই করার পদ্ধতি খুবই সহজ, দারাজে পণ্য অর্ডার করার সময়েই আপনার কাঙ্খিত ও নির্ধারিত এলাকাভিত্তিক পিক আপ পয়েন্টটি ডেলিভারি অপশন থেকে বেছে নিতে পারবেন কোন প্রকার ঝামেলা ছাড়াই।

তাছাড়া দারাজ কালেকশন পয়েন্টের বড় সুবিধা হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যেই নির্দিষ্ট পয়েন্ট থেকে আপনি পণ্য সংগ্রহ করতে পারবেন সব থেকে কম ডেলিভারি চার্জে (২৫ টাকা মাত্র)। এছাড়া দারাজে করা আপনার অর্ডারটির স্ট্যাটাস ট্র্যাক করতে (bd dex tracking) পারবেন এখন খুব সহজেই।

দারাজ কালেকশন পয়েন্ট সম্পর্কে প্রয়োজনীয় কিছু তথ্য

১। দারাজে পণ্য অর্ডার করার সময়ে কিভাবে কালেকশন পয়েন্ট বাছাই করবেন?

>> আপনার বাছাইকৃত পণ্যের ধরণ, সাইজ ও ক্যাটাগোরি অনুসারে স্বয়ংক্রিয়ভাবেই দারাজে নির্দিষ্ট এলাকাভিত্তিক কালেকশন পয়েন্টের অপশন দেখানো হবে। তাই অর্ডার চেক আউটের সময় পছন্দানুসারে নির্দিষ্ট পিক আপ পয়েন্টটি নিশ্চিন্তে বেছে নিতে পারবেন।

২। দারাজ কালেকশন পয়েন্ট সপ্তাহে কয়দিন খোলা থাকে?

>> দারাজ কালেকশন বা পিক আপ পয়েন্ট সপ্তাহে ৬ দিন (শনিবার থেকে বৃহস্পতিবার) সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত খোলা থাকে।

৩। কাস্টমারের পক্ষ থেকে অন্য কেও পারসেল গ্রহণ করতে পারবে?

>> আপনার ম্যাসেজে পাঠানো ওটিপি সাথে থাকলে যে কেও পারসেলটি গ্রহণ করতে পারবে।

৪। দারাজ কালেকশন পয়েন্ট থেকে কিভাবে পণ্য সংগ্রহ করবেন?

  • স্টেশন এজেন্টের কাছে আপনার ট্র্যাকিং নাম্বারটি প্রদান করুন,
  • প্যাকেজ ইনফরমেশন সতর্কতার সাথে চেক করুন,
  • স্টেশন এজেন্টকে আপনাকে পাঠানো ওটিপি দেখান।

৫। দারাজে কিভাবে আমার অ্যাড্রেস পরিবর্তন করতে পারবো? এবং কিভাবে নতুন ডেলিভারি অ্যাড্রেস যুক্ত করতে পারবো?

  • এখন ড্রপ ডাউন মেন্যু থেকে “ম্যানেজ মাই অ্যাকাউন্ট” -এ ক্লিক করুন
  • এরপর আপনার অ্যাকাউন্টের বাম দিকে “অ্যাড্রেস বুক” নামক একটি অপশন খুঁজে পাবেন
  • এখন “অ্যাড এ নিউ অ্যাড্রেস” বাটনে ক্লিক করুন, নতুন অ্যাকাউন্ট সম্পূর্ণ করতে enter চাপুন এবং “সেভ দিস অ্যাড্রেস”-এ ক্লিক করুন।

৬। প্যাকেজ গ্রহণ করার আগে কি চেক করা যাবে?

>> না, শুধুমাত্র প্যাকেজটি গ্রহণ করার পর অর্থাৎ ইপিওডি (ইলেক্ট্রনিক প্রুফ অব ডেলিভারি) সাইন হওয়ার পরেই আপনার প্যাকেটটি খোলা সম্ভব।

৭। আমার জন্য উপযুক্ত শিপিং অ্যাড্রেস কি বেছে নিতে পারবো?

>> হ্যা, নিজস্ব এলাকার ভিত্তিতে যেখান থেকে প্যাকেজটি গ্রহণ করতে চান, ঠিক সেই শিপিং অ্যাড্রেসটিই আপনি বেছে নিতে পারবেন।

কিভাবে আপনার জন্য উপযুক্ত কালেকশন বা পিক আপ পয়েন্ট বাছাই করবেন!

Daraz pick up point selection

আপনার নিকটবর্তি কালেকশন বা পিক আপ স্টেশন বেছে নিন

see the nearest pick point list

আপনার কালেকশন বা পিক আপ স্টেশন নিশ্চিত করুন

এরপর কনফার্ম বাটনে ক্লিক করুন। আপনার পিক আপ পয়েন্ট সিলেক্ট হয়ে গেছে। এবার আপনার অর্ডার করা পণ্যটি যখন ঐ পিক আপ পয়েন্টে পৌঁছে যাবে আপনাকে এসএমএস এর মাধ্যমে জানানো হবে।

Download Daraz App to watch the best BD cricket live streaming without buffering. 

পোস্টটি ইংরেজীতে পড়ুনঃ

>>Find your Collection Point Address on Daraz Bangladesh<<

কিভাবে দারাজ অ্যাপ থেকে শপিং করবেন?

নতুন দারাজ অ্যাপে শপিং হবে এখন আরো সহজে। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন দারাজ মোবাইল অ্যাপ হতে পারে অনলাইন কেনাকাটায় আপনার বিশ্বস্ত সঙ্গী। এখন সহজ কিছু ধাপে অর্ডার করলেই আঙ্গুলের ডগায় হাজির হওয়া বিশাল পণ্যতালিকা থেকে আপনার ঘরের দরজায় হাজির হবে পছন্দের সেরা পণ্যটি। বিশেষভাবে জনপ্রিয় দারাজ ক্যাম্পেইন উপলক্ষে দারুণ সব ডিল অপেক্ষা করছে আপনার জন্য, জানতে এখনই ভিজিট করুন বিশ্বের সবচেয়ে বড় অনলাইন শপে।

অ্যাপ থেকে সহজে শপিং করার পদ্ধতি

চলুন একনজরে দেখে নেয়া যাক দারাজ অ্যাপের মাধ্যমে কিভাবে অতি সহজে সারতে পারবেন অনলাইন শপিং

১) আপনার ফোনে যদি এখনও নতুন দারাজ অ্যাপটি না থাকে তবে দ্রুত গুগল প্লেস্টোরের এই ঠিকানায় গিয়ে ইনস্টল করে নিন কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এই অত্যাধুনিক অ্যাপটি।

daraz-app (দারাজ অ্যাপ)

২) এবার দারাজ অ্যাপটি ওপেন করে উপরের সার্চবার কিংবা ব্যানারের নিচে একেবারে ডান কোণার লাল কালি চিহ্নিত ‘ধরণ’ বা ‘Categories’ মেনুর মাধ্যমে পছন্দের পণ্যটি বেছে নিয়ে ক্লিক করুন।

daraz-app (দারাজ অ্যাপ)

৩) যেখানে আপনার পণ্য ডেলিভারি দেয়া হবে সেই ঠিকানা যদি পরিবর্তন করতে চান, তবে প্রোডাক্ট পেইজে ডেলিভারি অপশনের নিচের দেয়া ঠিকানার পাশে ‘পরিবর্তন করুন’ বা ‘CHANGE’ বাটনে ক্লিক করে সহজেই ডেলিভারির ঠিকানা পরিবর্তন করে নিতে পারেন। তারপর নিচের ‘এখনই কিনুন’ বা ‘Buy Now’ বাটনে ক্লিক করে চেকআউট পেইজে যান।

daraz-app (দারাজ অ্যাপ)

৪) এবার চেকআউট পেইজের নিচের দিকে লাল কালি চিহ্নিত ঘরে ভাউচার কোডটি (যদি থাকে) লিখে ‘প্রযোজ্য’ বা ‘APPLY’ বাটনে ক্লিক করুন। এরপর একেবারে নিচের ‘অর্ডার প্লেস করুন’ বা ‘Place Order’ বাটনে ক্লিক করুন।

daraz-app (দারাজ অ্যাপ)

৫) এবার পেমেন্ট মেথড সিলেকশন পেইজের তিনটি অপশন ‘ক্রেডিট/ডেবিট কার্ড’, ‘বিকাশ’ ও ‘নগদ মূল্যে ডেলিভারি (ক্যাশ অন ডেলিভারি)’-এর মধ্য থেকে নিজের সুবিধানুযায়ী মূল্য পরিশোধের মাধ্যমটি নির্বাচন করুন।

daraz-app (দারাজ অ্যাপ)

৬) নির্বাচিত মেনুর মাধ্যমে নির্দিষ্ট পেমেন্ট পেইজে গেলে একেবারে নিচে ‘এখন পরিশোধ করুন’ বা ‘Pay Now’ বাটন দেখতে পাবেন। ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে সেখানে ক্লিক করলেই আপনার অর্ডারটি সফলভাবে গ্রহণ করে আপনাকে একটি অর্ডার নাম্বার প্রেরণ ও কবে নাগাদ আপনার অর্ডারটি ডেলিভার করা হবে তা জানিয়ে দেয়া হবে। ভবিষ্যতের জন্য অর্ডার নাম্বারটি সংরক্ষণ করুন। সেই সাথে আপনার ফোনে বা মেইলে একটি কনফার্মেশন মেসেজ পৌঁছে যাবে।

daraz-app (দারাজ অ্যাপ)

৭) এছাড়া বিকাশ পেমেন্ট মেথড নির্বাচন করলে পরবর্তী পেইজে আপনার অর্ডারটি গ্রহণ করে একটি রেফারেন্স নাম্বার প্রদান করা হবে। এরপর পেইজের নিচে উল্লেখিত পেমেন্টের নিয়মাবলিসমূহ অনুসরণ করে নিজের মোবাইল থেকে উক্ত রেফারেন্স নম্বরটি ব্যবহার করে বিকাশে পেমেন্ট করুন। 

daraz-app (দারাজ অ্যাপ)

কিংবা ডেবিট অথবা ক্রেডিট কার্ড নির্বাচন করে পরের পেইজে আপনার কার্ডের প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে কার্ডে অনলাইন পেমেন্ট নিশ্চিত করুন।

daraz-app (দারাজ অ্যাপ)

অভিনন্দন! আপনি সফলভাবে দারাজ বাংলাদেশে পছন্দের পণ্যটি অর্ডার করে ফেলেছেন। এরপর আপনাকে আর শুধু একটা কাজই করতে হবে, পছন্দের পণ্যটি দরজায় টোকা দেবার আগ পর্যন্ত অপেক্ষা। বুঝতেই পারছেন- এবার নিরাপদ অনলাইন শপিং হবে আরো দ্রুত গতিতে, আরো সহজে, দারাজ মোবাইল অ্যাপে। হ্যাপি শপিং !