সাফল্যের সাথে দারাজ উদযাপন করতে চলেছে ‘সেভেন্থ আনিভার্সারি ক্যাম্পেইন’ (২০২১)!
আলিবাবা গ্রুপের অঙ্গ সংগঠন ও দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ (daraz.com.bd) উদযাপন করছে দারাজ ৭ম অ্যানিভার্সারি ক্যাম্পেইন এর মোড়কে বর্ষপূর্তি উৎসব। ডিজিটাল প্রেস কনফারেন্সের মাধ্যেমে ক্যাম্পেইনটির উদ্বোধন ঘোষণা করা হয়। নানা রকম আকর্ষণীয় ডিল নিয়ে আয়োজিত এই সেল উৎসবটির অংশ হতে চোখ রাখতে পারেন দারাজ অনলাইন শপিং অ্যাপ ও ওয়েবসাইটে।
এক নজরে সেভেন্থ অ্যানিভার্সারি ক্যাম্পেইন এর লক্ষ্যমাত্রা:
-
অ্যানিভার্সারি ক্যাম্পেইনের প্রথম তিন দিনেই গত বছরের তুলনায় ২০ গুণ এর অধিক বিক্রয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
-
সাধারণ দিনের তুলনায় প্রায় ৫ গুণ বেশি অর্ডার এর লক্ষ্যমাত্রা থাকছে ক্যাম্পেইনের দিনগুলোতে।
-
এবছর ক্যাম্পেইনে অংশগ্রহন করতে চলেছে গতবারের চেয়ে দ্বিগুণ সংখ্যক সেলার।
সেরাদের সেরা:
-
ক্যাম্পেইন জুড়ে সবচেয়ে বেশি বিক্রি হওয়া পণ্যগুলোর মধ্যে থাকে শাওমি, রিয়েলমি, স্যামসাং ও অপ্পো মোবাইল ফোন। মিডিয়া ১.৫ – ৩ টন এসি, নেভিফোরস ঘড়ি, সনি ও স্যামসাং টিভি এবং ওয়ালটন ফ্রিজ সহ আরও মূল্যবান সামগ্রী।
-
ক্যাম্পেইনের সময় জনপ্রিয় ব্র্যান্ডগুলো হল- রিয়েলমি, অ্যাপেক্স, ভিশন ইলেক্ট্রনিক্স, ডাবর স্যানেটাইজ, স্টুডিও এক্স, স্যামসাং, শাওমি প্রভৃতি।
-
ক্যাম্পেইন চলাকালীন সময়ে ফ্যাশন প্রোডাক্ট, ইলেক্ট্রনিক অ্যাক্সেসরিজ, ফোন ও ট্যাবলেট, হোম অ্যান্ড লিভিং, হেলথ অ্যান্ড বিউটি এই ক্যাটাগোরির পণ্যগুলো সবচেয়ে বেশি বিক্রি হয়ে থাকে।
উল্লেখ্য, গ্রাহকদের জন্য দারাজ সেভেন্থ অ্যানিভার্সারি ক্যাম্পেইনে থাকছে বিশাল ডিসকাউন্টে নানা ধরণের পণ্য, মেগা ভাউচার, মেগা ডিল, দারাজ মল ভাউচার মিস্ট্রি বক্স, মিশন ভাউচার ও ডেইলি ফ্ল্যাশ সেল সহ আরো নানা রকম অফার।
অ্যানিভার্সারি ক্যাম্পেইনের ছাড় যেহেতু বেশি, তাই পণ্য স্টক আউট হওয়ার রেটও অনেক বেশি। তাই আকর্ষণীয় দামে পছন্দের পণ্য কিনতে চাইলে দেরি না করে এখনই ঢুকতে হবে দারাজ অ্যাপে। যদি পছন্দের পণ্য আকর্ষণীয় ডিসকাউন্ট ও সেরা দামে লুফে নিতে চান, তাহলে সেসব পণ্য এখনি অ্যাড করে রাখতে পারেন উইশলিস্টে। হ্যাপি অ্যানিভার্সারি শপিং!