লুডু টুর্নামেন্টের কথা আপনার মনে আছে নিশ্চয়? এ ধরণের প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে গ্রাহকদের ব্যাপক সাড়া পাওয়ার দরুন দারাজ ফার্স্ট গেমের আওতায় এবার শুরু হতে চলেছে ফ্রি ফায়ার টুর্নামেন্ট! হ্যা, আপনি ঠিকই শুনেছেন। টুর্নামেন্টির বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে সর্বমোট আড়াই লক্ষ টাকার প্রাইজ পুল, যেখানে প্রথম বিজয়ী লুফে নিতে পারবেন এক লক্ষ টাকার ভাউচার! আজই আপনার পরিচিত ফ্রি ফায়ার ভক্তদেরকে আমন্ত্রণ জানান, সুযোগটি থাকছে খুবই সীমিত সময়ের জন্য।
ফ্রি ফায়ার টুর্নামেন্টের সময়সীমাঃ
দারাজ ফ্রি ফায়ার টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন চালু হবে জুলাইয়ের ১৬ তারিখে এবং রেজিস্ট্রেশন বন্ধ ঘোষণা করা হবে ২০ তারিখে। উল্লেখ্য, সর্বমোট ১ লক্ষ গেমার এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবেন, তাই স্লট শেষ হওয়ার পূর্বেই আপনার রেজিস্ট্রেশন নিশ্চিত করতে হবে।
ফ্রি ফায়ার টুর্নামেন্টটি ২৩ জুন শুরু হয়ে চলবে ২৫ তারিখ পর্যন্ত। আপনাকে গ্রুপ স্টেজ, কোয়ালিফায়ার রাউন্ড উত্তির্ণ হয়েই ফাইনাল রাউন্ডে খেলতে হবে।
ফ্রি ফায়ার টুর্নামেন্টে কিভাবে রেজিস্ট্রেশন করবেন?
- আপনার স্মার্টফোনে দারাজ অ্যাপ ডাউনলোড করুন,
- এরপর আপনার দারাজ অ্যাকাউন্টে লগ-ইন করুন,
- দারাজ অ্যাপ থেকে দারাজ ফার্স্ট গেমের আইকনটি সিলেক্ট করুন এবং গেম সেন্টারে প্রবেশ করুন,
- সেখানে উল্লিখিত ফ্রি-ফায়ার ব্যানারে ক্লিক করুন,
- এখন আপনার ফ্রি-ফায়ার অনলাইন আইডি দিয়ে রেজিস্ট্রেশন করুন।
এর কিছুক্ষণ পরেই দারাজের পক্ষ থেকে একটি সফল রেজিস্ট্রেশনের বার্তা পাবেন ।
ফ্রি ফায়ার টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবেন যেভাবে!
- গেম শুরু হওয়ার পূর্বে গ্রাহক গেমটিতে যোগ দিতে একটি অ্যাপ নোটিফিকেশন অথবা এসএমএস পাবেন, যেখানে গেমে অংশগ্রহণ করার জন্যে রুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে।
- গ্রাহকের মোবাইলে অবশ্যই ফ্রি ফায়ার গেমটি ইন্সটল করা থাকতে হবে।
- এখন স্মার্টফোনে ফ্রি ফায়ার গেমটি ওপেন করুন,
- এরপর রুম আইডি ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করুন।
- আপনি সফলভাবে গেম রুমে যোগদান করেছেন।
এবার দারাজ ফার্স্ট গেম বা ডিএফজি -তে ফিরে গেমের আসল পর্বে অংশ নিন ।
দারাজ ফার্স্ট গেম সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ তথ্য পেতে মোবাইলে দারাজ অ্যাপ ইন্সটল করে রাখুন। ডিএফজি এর যেকোন গেমে অংশগ্রহণের পূর্বে আপনার ইন্সটল করা দারাজ অ্যাপ আপডেট করে নিতে ভুলবেন না কিন্তু।
Shuvo Roy, an enthusiastic Content Writer & Researcher, has expertise in several industries, especially in IT, Software & E-commerce. Moreover, he is a strategic planner.
Bangladesh