এবার ক্ল্যাশ রয়েল গেম খেলে লাখ টাকা জিতে নিন দারাজ থেকে! 2 2415

ক্ল্যাশ রয়েল গেমের কথা শুনে স্মৃতিকাতর হয়ে পড়েছেন নিশ্চয়ই? মজার এই গেমের স্মৃতি তো ভুলবার মত নয়। তবে এখন পর্যন্ত সবচেয়ে বড় সুখবর এই যে, দারাজ ক্ল্যাশ রয়েল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারলে লাখপতি হতে পারবেন আপনিও! রেজিস্ট্রেশনের সময় বরাদ্দ আছে ২৭ আগস্ট পর্যন্ত। তবে গেম স্লট যেহেতু খুবই সীমিত, তাই আগে এসে আগে পাওয়ার ভিত্তিতে নিজের ভাগ্যের চাকাকে গড়িয়ে নিন বহুদূর।

participate in clash royale championship and win lac taka

টান টান উত্তেজনাপূর্ণ এই ক্ল্যাশ রয়েল চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্টটি চালু থাকবে ৩১ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। দারাজ অ্যাপে নির্ধারিত সময়ে এই গেমটি খেলে জিতে নিতে পারেন সেই কাঙ্ক্ষিত পুরস্কার।

যেভাবে আপনার ক্ল্যাশ রয়েল আইডি ও গেম নেম পাবেনঃ

১। ক্ল্যাশ রয়েল গেম ডাউনলোড করুন,

২। আপনার প্রোফাইল (“My Profile”) থেকে ট্যাগ আইডি (Tag ID) বুঝে নিন,

৩। এরপরই ইন গেম নেম (In Game Name) পেয়ে যাবেন সফলভাবে।

B59ADD7F 15CC 413E 9088 5CBDF5EAEA70 20200823133321

যেভাবে এই টুর্নামেন্টে রেজিস্ট্রেশন করবেনঃ

দারাজ ক্ল্যাশ রয়েল গেম টুর্নামেন্টে রেজিস্ট্রেশন করা কঠিন কিছু নয়, খুবই সহজ কিছু ধাপ অনুসরণ করে রেজিস্টার করে নিন এখনই !

১। দারাজ অ্যাপ ডাউনলোড করুন,

২। দারাজ অ্যাকাউন্টে সাইন আপ ও লগইন করুন,

৩। অ্যাপ হোম পেজ থেকে দারাজ ফার্স্ট গেম অথবা ক্ল্যাশ রয়েল গেম আইকনে ক্লিক করুন।

2E9E48F1 A9D4 4061 AFE8 58BE6E1643DD 20200823133643

৪। এরপর ক্ল্যাশ রয়েল রেজিস্ট্রেশন ব্যানারে ক্লিক করুন,

৫। এখন আপনার ক্ল্যাশ রয়েল ট্যাগ আইডি (Tag ID), ইন গেম নেম (In Game Name) এবং ইমেইল ও ফোন নং দিয়ে রেজিস্টার করুন,

৬। রেজিস্ট্রেশনটি সফল হলে একটি সাকসেসফুল রেজিস্ট্রেশন ব্যানার আপনার মোবাইল স্ক্রিনে ভেসে উঠবে। অবশ্য, ২৮ আগস্টে আপনাকে একটি এসএমএস পাঠানো হবে।

Register at Clash Royal Game

দারাজ ক্ল্যাশ রয়েল চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্ট সম্পর্কে বিস্তারিত জানতে দারাজ অনলাইন শপিং ওয়েবসাইট এবং দারাজ অ্যাপে চোখ রাখুন। নিরবিচ্ছিন্নভাবে গেম খেলতে এখনি দারাজ অ্যাপ আপডেট করে নিন।

দারাজ ফার্স্ট গেম  সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিঙ্কে 

|| অবসরকে আরও আনন্দঘন করে তুলুন দারাজ ফার্স্ট গেমের সাথে! ||

{ডাউনলোড করুন দারাজ অ্যাপ}

download daraz app for the best deals

Found this insightful? Choose your network to share:

Previous ArticleNext Article
Avatar for Shuvo Roy
Shuvo Roy, an enthusiastic Content Writer & Researcher, has expertise in several industries, especially in IT, Software & E-commerce. He loves to explore modern technology and write different technical and creative content for business solutions. Traveling is the next passion to him after writing.

2 Comments

  1. দারাজ এর আয়োজন সত্যি খুব ভালো।এটা, এই করোনা ভাইরাস এর সময় মন ও মানসিক বিকাশে সহায়ক।

Leave a Reply