দারাজ ফার্স্ট গেম মূলত একটি বিশাল গেম সেন্টার বা মোবাইল গেমিং প্ল্যাটফর্ম, যেখানে প্রায় ১৫ টিরও বেশি গেম ফ্রিতে খেলে গ্রাহকরা উপভোগ করতে পারবেন আকর্ষণীয় দারাজ ভাউচার। দারাজ ফার্স্ট গেম বা ডিএফজি -তে এরিনা ও ক্যাজুয়াল এই দুই প্রধান ক্যাটাগোরির সমন্বয়ে সাজানো হয়েছে আপনার পছন্দের সব ধরণের গেম। দারাজ ফার্স্ট গেম খেলে কিছুক্ষণের জন্য আপনার ফিরে যাওয়ার ইচ্ছা হতে পারে ছোটবেলার স্মৃতিতে। গেমারদের জন্য দারাজের এই গেম সেন্টার (ডিএফজি) অনেকটা স্বপ্নের মতই, তবে বাস্তবতা হল এটি সম্পূর্ণ ঝামেলা মুক্ত। গেমাররা দারাজ অ্যাপে কোন প্রকার বাফারিং বা ল্যাকিং ছাড়াই অতি পছন্দের সব গেমগুলো খেলতে পারবেন অতি স্বাচ্ছন্দ্যে।
যেসব জনপ্রিয় গেম এখন খেলতে পারবেন দারাজ অ্যাপে
লুডুঃ ছক্কা আগে পড়ুক কিংবা পরে, লুডুর ডাইস ঘুরিয়ে বানাতে পারবেন নতুন নতুন ফ্রেন্ড!
চোর পুলিশঃ কাকে জেতাতে চান? চোরকে নাকি পুলিশকে? চোর পুলিশ গেমটি খেলেই দেখে নিন সেই উত্তর।
নিনজা ডুয়োঃ বলুন তো নিনজা চাইনিজ নাকি জাপানি? সে যাই হোক, গেমে আপনার নিনজাকে বাঁচাতে হলে ট্যাপ করতে হবে সবার আগে।
থ্রিডি হাইওয়ে রেসারঃ বাইক রেসিং কি বেশি পছন্দ আপনার? ট্র্যাফিকের চোখ ফাঁকি দিয়ে কি দখল করতে পারবেন প্রথম স্থান? সেটা নিশ্চিত হতে খেলে নিতে পারেন গেমটি।
গানস বোতলসঃ আপনার এইম কত ভালো? সেটা পরীক্ষা করতে খেলতে পারেন এই মজার গেম! দূরে থাকা বোতলগুলোকে তাক করে চালাতে হবে বন্দুক, ভাঙতে পারলেই স্কোর আপনার।
মেমোরি টাইঃ আপনার চিন্তা শক্তি কতটা প্রখর? জানতে হলে চোখ রাখতে হবে এই গেমে! অতি দ্রুততার সাথে চিন্তা করে আপনার মেমোরিকে সঠিকভাবে কাজে লাগাতে পারবেন এই সৃজনশীল গেম খেলে।
দারাজের মাধ্যমে আপনার গেমিং জার্নিকে পৌছে দিন অনন্য উচ্চতায়
১। আপনার ব্যক্তিগত ইউজার আইডি ও অ্যাকাউন্ট চেক করুন
২। পয়েন্ট অথবা ভাউচার জিততে যেকোন এরিনা গেম খেলা শুরু করুন
৩। ইতোমধ্যে যেসব ভাউচার জিতে নিয়েছেন, সেগুলো দেখতে নীচে থাকা ভাউচারে ক্লিক করুন
৪। ভাউচারটি রিডিম করতে কোড কপি করুন
যেভাবে ভাউচার রিডিম করবেনঃ
- দারাজ অ্যাপে লগইন করুন
- যেকোন একটি পণ্য কার্টে যুক্ত করে চেক আউট করুন, ভাউচারটি উপভোগ করতে যেকোন মিনিমাম অ্যামাউন্টের পণ্য অর্ডার করতে হবে।
- ভাউচার কোডটি প্রদান করুন
- পেমেন্ট সম্পূর্ণ করে অর্ডারটি প্লেস করুন।
টুর্নামেন্ট ও রিওয়ার্ড সম্পর্কে জেনে নিন
♦ টুর্নামেন্টে পয়েন্ট অথবা ভাউচার জিততে আপনাকে অবশ্যই নির্দিষ্ট প্লেয়ারের বিপক্ষে খেলতে হবে
♦ টুর্নামেন্টের গেমের তালিকা থেকে আপনার পছন্দের গেমটি বেছে নিন
♦ র্যাঙ্কিং অনুসারে জিতে নিন বিশেষ রিওয়ার্ড পয়েন্ট
♦ সবাইকে হারিয়ে দখল করুন লিডারবোর্ডের শীর্ষস্থান
♦ টুর্নামেন্টের ব্যাটেল হিস্ট্রি থেকে আপনার ফাইনাল র্যাঙ্কিং ট্র্যাক করুন
♦ প্লেয়ার ভার্সেস প্লেয়ার ব্যাটেলে আপনার গেমিং স্কিল ঝালিয়ে নিন
♦ আপনার বিপক্ষ গেমারকে হারিয়ে রিওয়ার্ড জিতে নিন
♦ ব্যাটেল হিস্ট্রি থেকে সার্বক্ষনিক আপনার পয়েন্ট সামারিতে নজর রাখুন।
দারাজ ফার্স্ট গেম সম্পর্কে সবচেয়ে বেশি জিজ্ঞাসিত কিছু সাধারণ প্রশ্নত্তোর
প্রশ্নঃ আমি কি ডেস্কটপে দারাজ ফার্স্ট গেম খেলতে পারবো?
উত্তরঃ না, দারাজ ফার্স্ট গেম শুধুমাত্র দারাজ অ্যান্ড্রয়েড অ্যাপেই খেলা সম্ভব।
প্রশ্নঃ আমি দারাজ ফার্স্ট গেম খেলতে পারছিনা। আমার কি করা উচিৎ?
উত্তরঃ গেমের সকল ফিচারের পরিপূর্ণ স্বাদ পেতে আপডেট করে নিন আপনার দারাজ অ্যাপ।
প্রশ্নঃ দারাজ ফার্স্ট গেম খেলে কিভাবে ভাউচার জিততে পারবো?
উত্তরঃ দারাজ ফার্স্ট গেমে আপনি আকর্ষণীয় ভাউচার জিতে নিতে পারবেন। ডিএফজি হোম স্ক্রীন থেকে আপনি চেক করে নিতে পারবেন যে কতগুলো ভাউচার আপনি জিততে পেরেছেন! আর সেসব ভাউচার আপনি দারাজ থেকে পণ্য কেনার সময় লুফে নিতে পারবেন।
প্রশ্নঃ ভাউচার যদি কাজ না করে তাহলে আমাকে কি করতে হবে?
উত্তরঃ প্রথমে আপনাকে নিশ্চিত করতে হবে যে সঠিক ভাউচার কোডটি আপনি প্রদান করেছিলেন। যদি ভাউচার ঠিক থাকার পরও কাজ না করে, সেক্ষেত্রে ভাউচারের মেয়াদ চেক করে নিন। প্রত্যেক ভাউচারের একটি নির্দিষ্ট মেয়াদ থাকে যা উত্তীর্ণ হওয়ার পূর্বেই ব্যবহার করতে হবে।
প্রশ্নঃ দারাজ ফার্স্ট গেম খেলতে যেকোন অসুবিধায় কোথায় যোগাযোগ করতে হবে?
উত্তরঃ যেকোন সমস্যায় আপনি লাইভ চ্যাটের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ৯ঃ৩০ টা পর্যন্ত আমরা থাকছি আপনার সহযোগিতায়।
প্রশ্নঃ টুর্নামেন্ট অথবা প্লেয়ার ভার্সেস প্লেয়ার খেলায় অংশগ্রহণ করতে পারছি না। আমার কি করা উচিৎ?
উত্তরঃ গেম হাউজফুল থাকলে আপনি প্লেয়ার ভার্সেস প্লেয়ার টুর্নামেন্টে যোগ দিতে পারবেন না, এক্ষেত্রে কিছু সময়ের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। কেও একজন গেম থেকে বের হয়ে গেলেই তাতক্ষনিকভাবে আপনি সেখানে যুক্ত হতে পারবেন।
প্রশ্নঃ আমি কি আমার বন্ধুদেরকে গেমে ইনভাইট করে খেলতে পারবো?
উত্তরঃ হ্যা অবশ্যই, বিশেষ করে লুডু খেলায় একটি আলাদা ঘর তৈরী করে আপনার বন্ধুদেরকে ইনভাইট করতে পারবেন এবং খেলাটি কোন সমস্যা ছাড়াই উপভোগ করতে পারবেন।
প্রশ্নঃ কোন গেম যদি একটানা লোড হতে থাকে এবং কিছুক্ষণ পর পর ডিসকানেক্ট হয়ে যায়, তাহলে আমি কি করতে পারি?
উত্তরঃ দারাজ ফার্স্ট গেম খেলার প্রধান শর্ত হল শক্তিশালী ইন্টারনেট কানেকশন। তাই গেমের নিরবচ্ছিন্ন মজা পেতে ইন্টারনেট কানেকশনটি চেক করে নিন। তারপরও এধরণের সমস্যার সম্মুখীন হলে লাইভ চ্যাটের মাধ্যমে যোগাযোগ করুন।
প্রশ্নঃ বিজয়ীদেরকে কখন ঘোষণা করা হবে?
উত্তরঃ টুর্নামেন্ট মুড অনুসারে গেমারকে অবশ্যই লিডারবোর্ডে থাকতে হবে। গেম শেষ হওয়ার পরে গ্রাহক একটি রিওয়ার্ড বুঝে পাবেন, যা ২৪ ঘন্টা পর কার্যকর হবে।
ব্যাটেল গেমের ক্ষেত্রে একজন গেমার যখন প্লেয়ার ভার্সেস প্লেয়ার গেম জিতবেন, তখন তাৎক্ষনিক ভাবে গেম সেন্টারের লিডারবোর্ডে তার রিওয়ার্ড (কুপন বা ভাউচার) দেখতে পারবেন। পরবর্তীতে এই ভাউচার দারাজে শপিং এর সময়ে কাজে লাগাতে পারবেন।
প্রশ্নঃ রিওয়ার্ড পয়েন্ট কি? কিভাবে সেগুলো ব্যবহার করতে পারবো?
পয়েন্টকে আপনি ডিজিটাল ক্রেডিট ভাবতে পারেন, যা দারাজ ফার্স্ট গেম এর অন্তর্ভুক্ত এরিনা গেম খেলে উপভোগ করতে পারবেন। ডিএফজি হোম স্ক্রীন থেকে গ্রাহকরা পয়েন্ট -এ ক্লিক করে তাদের নির্ধারিত পয়েন্ট ট্র্যাক করতে পারবেন।
উত্তরঃ যেসব এক্সক্লুসিভ এরিনা গেম ফ্রি খেলা সম্ভব নয়, সেসব গেম এখন এই পয়েন্ট দিয়েই আনলক করতে পারবেন এবং গেমগুলো খেলে আরও বেশি রিওয়ার্ড পয়েন্ট জিতে নিতে পারবেন।
দারাজ ফার্স্ট গেম সম্পর্কে আরও তথ্য জানতে চান?
তাহলে আপনার জন্য থাকছে,
Shuvo Roy, an enthusiastic Content Writer & Researcher, has expertise in several industries, especially in IT, Software & E-commerce. Moreover, he is a strategic planner.
Dfg kobe r live hobe?
সবার আগে জানতে দারাজের সঙ্গেই থাকুন