সময়ের দরজায় পহেলা বৈশাখ কড়া নাড়ছে। আর মাত্র কটা দিন। বাতাসে পাওয়া যাচ্ছে উৎসবের গন্ধ। বাংলা নতুন বছরে এবার কিভাবে সাজবেন?
জেনে নিন বৈশাখী সাজের ৩টি সহজ টিপসঃ
১। শাড়িঃ
বৈশাখ বললেই চোখে ভাসে সাদা শাড়ি লাল পাড়। কারণ রমনার বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে ছায়ানটের শিল্পীরা শুরু করেছিল এই সাজের চল।
শাড়ি হল সময়সীমা না থাকা একটি পোশাক যা শতকোটি বছর ধরে দক্ষিণ এশিয়ার সংস্কৃতির একটি অংশ। বৈশাখে, পারম্পরিক একটি শাড়ি বোল্ড এবং এলেগেন্ট স্টেটমেন্ট বানানোর জন্য একটি সম্পূর্ণ পছন্দ। আপনি জটিল কাজের সুসজ্জিত একটি উজ্জ্বল রঙিন শাড়ি স্বীকার করতে পারেন এবং এটি বিপরীত কালারের ব্লাউজ দিয়ে.
এটি আপনার বৈশাখী লুককে আরও আকর্ষনীয় করবে। আপনি একটি ক্লাসিক লুক পেতে চাইলে, নীল বা হলুদ বাংলার সুন্দর শাড়ি নিয়ে একটি নেভি ব্লাউজ পরে ফেলতে পারেন। একটি সুন্দর নেকলেস এবং মাথার জন্য একটি জুড়া দিলে আপনি একটি কমপ্লিমেন্টারি বৈশাখী লুক তৈরি করতে পারেন।
আসলে কিন্তু বৈশাখে নতুন বছর বরণ করে নেয়ার খুশির সাথে যে কোন উজ্জ্বল রঙের পাড়ই খুব ভাল মানায়। এবার সাদা শাড়ি লাল পাড়ের পাশাপাশি গ্রীষ্মের রঙ হলুদ বা কমলা পাড়ের শাড়িও চেষ্টা করে দেখতে পারেন। এতে অন্যদের চেয়ে আলাদা ভাবে চোখে পড়বে আপনাকে।
২. মেকআপঃ
এই গরমে বাইরে বের হলেই প্রচুর ঘাম হবে। তাই ভুল করেও ভারি ফাউন্ডেশন ব্যবহার করবেন না। অত্যধিক গরমে সেজেগুজে বাইরে বেরিয়ে যদি মেকআপ গলে গলে পড়তে থাকে তাহলে আর এই সাজে লাভ কি?
হালকা কনসিলার ব্যবহার করে তার ওপর হালকা করে ফেস পাউডার লাগিয়ে নিন। এরপর গাঢ় করে করুন আই-মেকআপ। ব্রাউন বা গোল্ডেন আই শ্যাডো ব্যবহার করুন আর মোটা করে কাজল বা আইলাইনার টেনে, ঘন করে লাগান মাস্কারা। নকল পাঁপড়ি না লাগালেও চলবে দিনের এই হালকা সাজে। হালকা ব্লাশনের সাথে লাগান মানানসই ম্যাট লিপস্টিক। কপালে বড় একটি টিপ পরতে ভুলবেন না যেন।
৩. গয়না/অ্যাক্সেসরিজঃ
বৈশাখী সাজে ভারি সোনা বা রূপার গয়না অ্যাভয়েড করে হালকা গড়নের গহনা বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ। কাঠ, মাটি বা অ্যান্টিকের গয়না পরুন শাড়ির সাথে ম্যাচ করে। চুল লম্বা হলে খোঁপা করে একটি খোঁপার কাঁটা গুঁজে নিন। আর ছোট চুল হলে ব্লো-ড্রাই করে ফেলুন, সঙ্গে একটি ক্লিপ রাখুন যাতে করে বাইরে গেলে যদি বেশি গরম লাগে, চট করে চুল আটকে নিতে পারবেন। বৈশাখী সাজে ভ্যানিটি ব্যাগ পরিহার করা উচিত। এর বদলে কাঁধে ঝুলিয়ে নিতে পারেন একটি ফ্যাশনেবল কাঁধ ব্যাগ।
৪। কার্ডিগান বা সোয়েটার উপহার হিসাবে ব্যবহার করুন
বৈশাখ একটি গরম মাস, তবে সকাল এবং রাতে হালকা ঠান্ডা হয়ে যেতে পারে। এই সমস্যার সমাধান হিসাবে, আপনি আপনার প্রিয় কার্ডিগান বা সোয়েটার ব্যবহার করতে পারেন। আপনি একটি সাদা প্রিন্টের কার্ডিগান পরে ফে
৫। লাইট কালারের শাড়ি ব্যবহার করুন
বৈশাখ মাসে স্বভাবতই গরম হয়ে উঠে, তাই আপনি একটি লাইট কালারের শাড়ি নিয়ে তার দেশী সুন্দরতা প্রকাশ করতে পারেন। হলুদ বা সাদা রঙের শাড়ি আপনাকে বৈশাখীর সময় একটি সুন্দর লুক দিবে। এটি একটি লাইট ওয়েটেজ স্ট্রেইট প্যান্ট এবং একটি সফেদ কলারের স্ট্রেচি ব্লাউজ দিয়ে মেইক-আপ করতে পারেন। আপনি একটি কমপ্লিমেন্টারি নেকলেস এবং জুড়া নিয়ে তাকাতে পারেন।
৫। ফুলসজ্জিত পোশাক পরেন
বৈশাখ মাসে আপনি একটি ফুলসজ্জিত পোশাক পরে আপনার সুন্দরতা প্রকাশ করতে পারেন। আপনি লাইট কালারের ফুলসজ্জিত শাড়ি নিয়ে তার সাথে কমপ্লিমেন্টারি নেকলেস এবং একটি ফুলসজ্জিত মাথাপাশ পরিবেশন করতে পারেন।
৭। পার্ল জুড়ি পরেন
পার্ল জুড়ি হতে পারে আপনার এন্টিক লুকের এক অনন্য মাধ্যম। আপনি পর্দার সাথে কানের জুড়ি এবং ফুলসজ্জিত পোশাক নিয়ে পার্ল জুড়ি পরে থাকতে পারেন।
৮। ফুলের মালা পরেন
ফুলের মালা আর একটি চমৎকার উপাদান লাবণ্যময় একটা লুক এর জন্য। আপনি লাইট কালারের ফুলের মালা নিয়ে সাধারণ পোশাক নিয়ে পর্টি গিয়ে থাকতে পারেন। আপনি ফুলের মালার সাথে নেকলেস এবং ম্যাচিং করে ও ব্যবহার করতে পারেন।
ব্যাস, হয়ে গেলো আপনার বৈশাখী সাজ। সহজ হালকা সাজে উপভোগ করুন এবারের পহেলা বৈশাখ নতুন বছরের উল্লাসে। আর বৈশাখে প্রচুর পানি আর সরবত খেতে ভুলবেন না যেন, না হলে ডিহাইড্রেটেড হয়ে যাবেন কিন্তু।
বৈশাখের সব কালেকশন পেতে ঘুরে আসুন আমাদের বৈশাখী আর্কাইভঃ
-
পহেলা বৈশাখ 2023; মেয়েদের বৈশাখী সাজ!
Last updated on জুন 7th, 2023 at 11:56 পূর্বাহ্ন সময়ের দরজায় পহেলা বৈশাখ কড়া নাড়ছে। আর মাত্র কটা দিন। বাতাসে …