নতুন মোবাইল কেনার কথা ভাবছেন? ঝকঝকে ক্যামেরা, হাইস্পিড র্যাম, সুবিধাজনক স্টোরেজ, শক্তিশালী ব্যাটারি- এইসব ফিচার যদি একই সাথে পেতে চান, তবে শাওমি পোকো এক্স৩ এনএফসি (Xiaomi Poco X3 NFC) স্মার্টফোনটি হতে পারে আপনার সেরা পছন্দ।
ব্র্যান্ড হিসেবে শাওমি ইতিমধ্যেই গ্রাহকদের একটি আস্থার জায়গা দখল করেছে। নিত্যনতুন সেরা ফিচারের স্মার্টফোন ব্যবহারকারীদের হাতে তুলে দিতে শাওমি সবসময়ই অন্যদের থেকে কিছুটা এগিয়ে। এরই ধারাবাহিকতায় শাওমি নিয়ে এলো পোকো এক্স৩ এনএফসি মোবাইল। বাংলাদেশে দারাজে এক্সক্লুসিভ লঞ্চ হওয়া শাওমি পোকো এক্স৩ এনএফসি পাওয়া যাচ্ছে মাত্র ২৪ হাজার ৯৯৯ টাকায়!
শাওমি পোকো এক্স৩ এনএফসি স্পেসিফিকেশন:
- অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১০, এমআইইউআই ১২
- ডিসপ্লে: ৬.৬৭” ১০৮০ x ২৪০০ আইপিএস, ১২০ হার্জ। ২০ঃ৯ এইচডিআর১০
- র্যাম: ৬ জিবি
- ইন্টারনাল স্টোরেজ: ৬৪/১২৮ জিবি
- প্রসেসর: স্ন্যাপড্রাগন ৭৩২জি
- রিয়ার ক্যামেরা: ৬৪, ১৩, ২ ও ২ মেগাপিক্সেল
- সেলফি ক্যামেরা: ২০ মেগাপিক্সেল
- ব্যাটারি: ৫১৬০ এমএএইচ
- চার্জিং: ফাস্ট চার্জিং, ৩০ মিনিটে ৬২%
বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন শপ দারাজে এখন শাওমি পোকো এক্স৩ এনএফসি ফোনটি পাওয়া যাচ্ছে এক্সক্লুসিভ দামে- মাত্র ২৪,৯৯৯ টাকায়। ক্যাশঅন ডেলিভারি সহ বিভিন্ন ইজি পেমেন্ট মেথডের সাথে থাকছে ১৪ দিনের ইজি রিটার্ন পলিসি ও ১ বছরের অরিজিনাল ব্র্যান্ড ওয়ারেন্টি।
এছাড়া আপনি ভিজিট করতে পারেন দারাজের অফিশিয়াল শাওমি দারাজমল-এ। যেখানে পাবেন পছন্দের ১০০% জেনুইন অফিশিয়াল শাওমি ব্র্যান্ডের স্মার্টফোন- সময়ের সবচেয়ে সেরা দামে।
Found this insightful? Choose your network to share: