দারাজের সঙ্গে এখন কোয়ারেন্টিন হবে আরো আনন্দের 0 2419

Last updated on May 22nd, 2023 at 12:15 pm

বাংলাদেশেও আবারো বেড়ে চলেছে কোভিড-১৯ রোগীর সংখ্যা। করোনা ভাইরাস সহজেই মানুষে মানুষে সংক্রমণ ঘটায়- তাই সবার নিরাপত্তার কথা বিবেচনা করে ঘরে কোয়ারেন্টিনে ঘরে থাকাটাই আপাতত সেরা সুরক্ষা ব্যবস্থা। কিন্তু একটানা দীর্ঘ দিন ঘরে থাকাটা সত্যিই কষ্টসাধ্য কাজ। তাই আপনার নিরাপদে ঘরে থাকাকে আরো আনন্দময় করতে দারাজ বাংলাদেশ নিয়ে এলো দারাজ ডিজিটালি ইওরস ক্যাম্পেইন– এখন পরিবারকে নিয়ে ঘরে থাকা হবে আরো আনন্দময়।

চলুন এক নজরে দেখে নেয়া যাক এই কোয়ারেন্টিনে আপনার জন্য দারাজের ডিজিটাল উপহারগুলো-

মোবাইল টপ-আপ

daraz-top-up

এখন সহজেই দারাজ ওয়েবসাইটের মাধ্যমে করে নিতে পারবেন মোবাইল রিচার্জ। কোনো এক্সট্রা চার্জ ছাড়া ফ্রি অনলাইন মোবাইল রিচার্জ এর মাধ্যমে খুব সহজেই ঘরে বসে করে নিতে পারবেন মোবাইল টপ-আপ। এজন্য দারাজ মোবাইল টপ-আপ পেইজে গিয়ে আপনার প্রিপেইড মোবাইল নাম্বারটি লিখে মোবাইল অপারেটর সিলেক্ট করে কাঙ্ক্ষিত রিচার্জ এমাউন্টটি দিলেই সাথে সাথে আপনার মোবাইলে পৌঁছে যাবে রিচার্জ।

বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

>> কোয়ারেন্টিনে সময় কাটানোর সেরা ৭ মজার ওয়েবসাইট (পর্ব-১) <<

গেমস ও গিফট কার্ড

games-gift-cards-daraz.com.bd

কোয়ারেন্টিনের সময়টায় ঘরে বসে যেন বোর না হন এজন্য দারাজ আপনার জন্য নিয়ে এসেছে বিনোদনের জন্য দারুণ ব্যবস্থা। দারাজের গেমস ও গিফট কার্ড কালেকশন থেকে বেছে নিতে পারবেন মনের মতো প্যাকেজটি। এখানে রয়েছে গুগল প্লে গিফট কোড যার মাধ্যমে সহজেই গুগল প্লেস্টোর থেকে কিনে নিতে পারবেন পছন্দের অ্যাপ ও এন্ড্রয়েড গেইম। এছাড়া প্লেস্টেশন, বিগো, গ্যারিনা, ইএ স্পোর্টস ও অন্যান্য গিফট কার্ডের সাথে সাথে এখানে মিলবে ফিফা, ফ্রি ফায়ার, পাবজি সহ সব সেরা মোবাইল গেইমের অনন্য ও সাশ্রয়ী কালেকশন।

বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

 dara digitlly yours

এন্টারটেইনমেন্ট ভাউচার

the middle popcorn GIF by ABC Network

ঘরের মধ্যে কাটানো সময়টা যেন একটুও বোরিং না হতে পারে এজন্য দারাজ নিয়ে এসেছে ঘরে বসে পরিবারের সবার সাথে উপভোগ করার জন্য সেরা সব বিনোদন প্যাকেজ ও ভাউচার কালেকশন। আইটিউন্স গিফট কার্ড, অ্যামাজন প্রাইম, নেটফ্লিক্স সাবস্ক্রিপশন ছাড়াও এখানে আরো পাবেন স্পোটিফাই, হুলু, ইউটিউব প্রিমিয়াম, জি৫, ডিজনি প্লাস সাবস্ক্রিপশন- বাংলাদেশের সবচেয়ে সাশ্রয়ী দামে ও সহজ পদ্ধতিতে কেনার সেরা সুযোগটি নিয়ে।

বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

>> কোয়ারেন্টিনে সময় কাটানোর সেরা ৭ মজার ওয়েবসাইট (পর্ব-২) <<

দারাজ গিফট কার্ড

mtv style shopping GIF by Paramount Movies

এই কোয়ান্টাইনে দারাজের গিফট কার্ড হতে পারে আপনার প্রিয়জনের জন্য সেরা একটি উপহার। দারাজের গিফট কার্ড ব্যবহার করে যে কেউ দারাজ থেকে পছন্দের কেনাকাটা করতে পারবেন সবচেয়ে সহজ পদ্ধতিতে- কোনো ধরণের পেমেন্টের ঝামেলা ছাড়াই। তাই প্রিয়জনকে তার নিজের মতো শপিং এর সেরা অভিজ্ঞতা দিতে চাইলে দারাজ গিফট কার্ডের বিকল্প হয় না। এরকম বদ্ধ সময়ে তা এই উপহার হয়ে উঠবে আরো মধুর, আরো অতুলনীয়।

বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

ই-লার্নিং

e-learning-daraz.com.bd

কোয়ারেন্টিনের সময়টা শুধু বিনোদনের পেছনে ব্যয় না করে সময়টাকে কাজে লাগিয়ে নিজেকে আরো স্কিলফুল করে তুলতে চাইলে আপনার জন্য রয়েছে দারাজে ই-লার্নিং অনলাইন কোর্সগুলো। লিন্ডা, ইউডেমি, স্কিল শেয়ার প্রভৃতি অনলাইন লার্নিং প্ল্যাটফর্মের সেরা সব নির্ভরযোগ্য কোর্স এখানে পাচ্ছেন সবচেয়ে সাশ্রয়ী মূল্যে। ওয়ার্ডপ্রেস শেখা, ডিজিটাল মার্কেটিং কিংবা ড্রয়িং – সবরকমের কোর্স নিয়েই আপনার জন্য অপেক্ষা করছে দারাজের সেরা সব ই-লার্নিং কালেকশন।

বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

এছাড়া আরো দেখতে পারেন,
করোনা প্রতিরোধে যে ৫ টি সামগ্রী আপনার এখনই দরকার!

Ready to download the Daraz App?

Found this insightful? Choose your network to share:

Previous ArticleNext Article
Avatar for Shahrear Emran
An SEO content writer, optimizer, and digital marketer who enjoys working with the chemistry of content, marketing, and audience. Personally, I believe that CREATIVE THINKING is the best part of living as a human. Not only a quick learner but also a curious soul of the time.

Leave a Reply