লুডু খেলে লাখপতি হতে চান? যোগ দিন দারাজ লুডু লাখপতি টুর্নামেন্টে! 15 4637

Last updated on June 24th, 2020 at 01:16 pm

প্রথম পুরষ্কার এক লক্ষ টাকা সমমূল্যের ভাউচার,

পরবর্তী বিজয়ীরা পাবেন আকর্ষণীয় স্মার্টফোন!

দেশের সবচেয়ে বড় অনলাইন শপ দারাজ বাংলাদেশে এখন গ্রাহকরা খেলতে পারবেন শৈশবের মজার সব গেম অনলাইনে! সেই ধারাবাহিকতায় দারাজের জনপ্রিয় অনলাইন শপিং অ্যাপের অভিনব গেমিং প্ল্যাটফর্ম দারাজ ফার্স্ট গেইমসে (ডিএফজি) প্রথমবারের মত আয়োজন করা হল একটি প্রতিযোগিতামূলক অনলাইন লুডু টুর্নামেন্ট। ডিএফজিতে “লুডু লাখপতি” শিরোনামের এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রথম বিজয়ীর জন্য পুরষ্কার হিসেবে থাকছে এক লক্ষ টাকা সমমূল্যের ভাউচার এবং দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বিজয়ীদের জন্য যথাক্রমে থাকছে হুয়াওয়ে ওয়াই নাইন প্রাইম (Huawei Y9 prime), ভিভো ওয়াই ফিফটিন (Vivo Y-15), অপ্পো এ ফাইভ এস (Oppo A5s) স্মার্টফোন। পঞ্চম থেকে পঞ্চাশতম বিজয়ীদের জন্য থাকছে দারাজের এক হাজার টাকার সমমূল্যের ভাউচার।

ludo khele lakhpoti

লুডু টুর্নামেন্টে অংশ নিতে আগ্রহীদের রেজিস্ট্রেশন ১৫ থেকে ১৮ জুন পর্যন্ত চলার কথা থাকলেও গ্রাহকদের ব্যাপক উৎসাহের কারনে সময়সীমা ২১ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে যেখানে সর্বোচ্চ ২৫ হাজার মানুষ রেজিস্ট্রেশন করতে পারবেন। তাই স্লট পূরণ হয়ে যাওয়ার আগেই দ্রুত রেজিস্ট্রেশন করতে হবে। আর টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে ২১ ও ২২ জুন, যেখানে ৭টি নকআউট রাউন্ডে লুডু খেলে জিততে হবে। আশা করা যাচ্ছে যে লুডু লাখপতি বাংলাদেশের প্রথম ও বৃহত্তম অনলাইন লুডু টুর্নামেন্ট হতে যাচ্ছে।

Daraz First Games (DFG)-daraz.com.bd

মূলত, দারাজ ফার্স্ট গেম এমন একটি গেমিং প্ল্যাটফর্ম যা রেসিং, অ্যাকশন, শুটিং এবং আর্কেড সহ বিভিন্ন ধরণের ফ্রি-টু-প্লে ক্যাজুয়াল গেমের অ্যাক্সেস সরবরাহ করে। 

লুডু গেমে রেজিস্ট্রেশন করবেন যেভাবেঃ

১। প্রথমে দারাজ অ্যাপ ডাউনলোড করুন,

২। দারাজ অ্যাকাউন্ট না থাকলে নতুন অ্যাকাউন্ট খুলুন,

৩। আপনার দারাজ অ্যাকাউন্টে লগ-ইন করুন,

৪। দারাজ অ্যাপ থেকে দারাজ ফার্স্ট গেমের আইকনটি সিলেক্ট করুন এবং গেম সেন্টারে প্রবেশ করুন,

৫। লুডু টুর্নামেন্ট ব্যানারে ক্লিক করুন,

৬। ব্যানারের নিচে রেজিস্টার বাটনে ক্লিক করুন,

৭। কিছুক্ষনের মধ্যে আপনি সফল রেজিস্ট্রেশনের একটি ম্যাসেজ পাবেন,

৮। টুর্নামেন্ট শুরু হওয়ার কিছুক্ষণ আগে একটি পুশ নোটিফিকেশন পাবেন।

play ludo and win 1 lac taka

লুডু গেমে অংশগ্রহণ করবেন যেভাবেঃ

  • গ্রাহক গেমটিতে যোগ দিতে একটি পিএন (পুশ নোটিফিকেশন)/ এসএমএস/ ই-মেইল পাবেন যেখানে প্রতিটি রাউন্ডের জন্য গেমের সময় উল্লেখ করা থাকবে।
  • গ্রাহকের দারাজ অ্যাপ হোম পেজ থেকে দারাজ ফার্স্ট গেমের (ডিএফজি) আইকনটি সিলেক্ট করতে হবে এবং ডিএফজি তে প্রবেশ করতে হবে
  • এরপর লুডু টুর্নামেন্ট ব্যানারে ক্লিক করতে হবে।

লুডু ছাড়াও অন্যান্য সকল মনোমুগ্ধকর গেমের সহজ সমাধান হতে পারে দারাজ ফার্স্ট গেম বা ডিএফজি। কোন প্রকার ঝামেলা ছাড়া গেম খেলতে আপনার স্মার্টফোনে থাকা দারাজ অ্যাপ আপডেট করে নিতে হবে।

আরও পড়ুন,

{দারাজ ফার্স্ট গেম সম্পর্কে বিস্তারিত জানুন}

download daraz app

Found this insightful? Choose your network to share:

Previous ArticleNext Article
Avatar for Shuvo Roy
Shuvo Roy, an enthusiastic Content Writer & Researcher, has expertise in several industries, especially in IT, Software & E-commerce. He loves to explore modern technology and write different technical and creative content for business solutions. Traveling is the next passion to him after writing.

15 Comments

    1. না, কারণ দারাজ অ্যাপের মধ্যেই থাকছে দারুণ এইসব গেম। বাড়তি কোনো অ্যাপ ইন্সটল ছাড়াই শুধু দারাজ অ্যাপের মাধ্যমে পাবেন এই সুযোগ।

Leave a Reply